তিনি পদত্যাগ করেছেন

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২৭/১২/২০০৭ - ২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পদত্যাগপদত্যাগ

তিনি পদত্যাগ করেছেন ,
এখন আমাদের কী হবে?
এখন আমাদের কী হবে?
এখন আমাদের কী হবে?


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

ঠিক
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

(বিপ্লব)

পদত্যাগকে কি পোঁদত্যাগও বলা যায় না?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

জী না, তাইলে খাইবো কী ?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

এই প্রশ্নোত্তরে বিপ্লব!


হাঁটুপানির জলদস্যু

ইশতিয়াক রউফ এর ছবি

বিপ্লব পছন্দ হয়েছে!!
আচ্ছা, অনেক দিন ধরেই তো শুনছিলাম উপদেষ্টা বদল হবে। এটা সেরকম কিছু নাতো? এখন কি মাইনুল-ভি২ দেখবো?

কেমিকেল আলী এর ছবি

এই কার্টুনের সাথে বটু মিয়ার একটা অডিও চাই
জাঝা

সুজন চৌধুরী এর ছবি

বটু মিয়া কই গেলেন গো ?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মেহদী হাসান খান এর ছবি

ইয়েস, বটু মিয়ার অডিও চাই
জাঝা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বটু মিয়া মনে হয় মাইন্ড খাইছিল। বটু মিয়াকে আবার সচল হবার জন্য অনুরোধ জানাই।

ছবিটা সেইরম হইছে। পুরা ৫।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

পদ দুটি কাটা গেলো, ধড়-গর্দান তো আস্ত থাকলো!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

ঠিক
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

বজলুর রহমান এর ছবি

আইয়ুব কাদরীকে অভিনন্দন। তিনি একটি নতুন আদর্শ স্থাপন করলেন। বিভিন্ন রকম চাপের মধ্যে ছিলেন, এবং শেষ পর্যন্ত নিজের বিবেকের বিচার বেছে নিয়েছেন। আশা করি তিনি ভালো থাকবেন।

যে বরাহশাবকটি এখন বলছে যে এ জন্য মিডিয়া দায়ী, অন্য সব দেশবাসীর মত আমিও ( ভাই মঞ্জুর ভবিষ্যৎবাণী অনুযায়ী) তার নিরাবরণ পলায়নের অপেক্ষায় আছি। আমেরিকানরা খুবই নিষ্ঠুর, প্রয়োজন ফুরোলে বা গতিক সুবিধের নয় দেখলে ,বশংবদ ভৃত্যের মাথার ওপরের ছাতা নিয়ে যায়।

সুজন চৌধুরী এর ছবি

শুরুতে যখনন মানা করা হইলো, তখন শুনলেইতো পাটা বাচাইতে পারতো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নওশার এর ছবি

I do care about the resignation. Bloody French envoy should be ousted.

আরিফ জেবতিক এর ছবি

পদ এর দরকার কী ? এই দেশে তো ডিসএবলরাই বড়ো জায়গায় থাকে ।

সুজন চৌধুরী এর ছবি

হা হা হা , ভালো বলছেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

বিপ্লব রহমান এর ছবি

(বিপ্লব)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুজন চৌধুরী এর ছবি

বিপ্লব রহমান আমাকে বিপ্লব দিয়েছেন!!!!!
আজকে আমি আলফ্রেড নোবেলের কাছে নোবেল পেলাম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আয়নামতি এর ছবি

পোস্টের মন্তব্যের ঘরে নামগুলো দেখে মনটা বিষণ্ন হলো। দু'জন এতটাই দূরে চলে গেছেন শত ডাকেও তাঁরা ফিরবেন না। হিমুভাই-মুর্শেদভাই বাদে, বাকিরা লাপাত্তা....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।