আজকে সন্ধ্যায় আমাদের সন্ন্যাসী'দা আমার মাথা খারাপ করে দেয়ার মত কিছু কার্টুন পাঠালেন। দেখার পর থেকেই কার্টুনিস্টগুলোকে যার পর নাই ঈর্ষা হচ্ছে। কতো সহজে জটিল বিষয়গুলোকে তুলে এনেছেন তাদের কার্টুনে। সবকটাই সচলে তুলে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
সন্ন্যাসী'দা আরো জানালেন এগুলো রাশিয়ান আর ইউক্রাইনিয়ান কার্টুনিস্টদের করা। আমিতো ভাবলাম এরা বাংলাদেশের লোক, তা না হলে এগুলো জানলো কোথা থেকে ? ঐখানেও রাবণ আছে নাকি?!!!
মন্তব্য
দুর্ধষ
আমার ক্ষমতা থাকলে আমি এই কার্টুনিস্টদের বাংলাদেশের জাতীয় পদক দিতাম
(বিপ্লব)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
এর চে অসাধারণ আর কিছু হয় না!! তুমুল লাগলো! এক কথায় তুমুল! বিশেষ করে ৯ নম্বর টা। তারা আরোও কয়েকটা হাতে থাকলে দিয়ে দিতাম!! আপাততঃ ৫ টা দিলাম।
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
৩ , ৪, ৫ ,৮ এবং ৯ নাম্বারটা বেশি ভালো লেগেছে ।
সিম্পলি সুপার্ব!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
১৪ নাম্বার কার্টুনটা চাইনিজ শিল্পীর আঁকা।
রাশিয়ায় এখনও আছে এবং খুবই ব্যাপকভাবে। আর ইউক্রেনের অবস্থাও বেশ হতাশাব্যঞ্জক ছিলো ২০০৪ সাল অবধি (অরেঞ্জ বিপ্লব হিসেবে পরিচিত ঘটনাবলির আগ পর্যন্ত)। রুশ মিডিয়ার দুর্দশা বিষয়ে দেড় বছর আগে আমার লেখা একটি রচনা (এক পত্রিকায় পাঠিয়েছিলাম, ছাপা হয়নি) সামান্য ভূমিকা সহযোগে আজ সচলায়তনে ছাড়বো, আশা করছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নিদারুণ!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এগুলোর মুভিং বিলবোর্ড বানিয়ে আনন্দ সিনেমা হলের উপর লাগালে কেমন হয়? ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
হাহাহা --------
খুব ভালো হয়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অসাধারণ!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
দূর্দান্ত সব কার্টুন!
কীর্তিনাশা
নতুন মন্তব্য করুন