ভালোবাসা দিবস

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৪/০২/২০০৮ - ১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাজকুমার
ভালোবাসা দিবস দেখার মজা বিদেশে। মাইয়াগুলা পোলাগো দিকে এমন হাবাইত্যার মতো তাকাইয়া থাকে যে মনে হয় পোলাগুলা সব ব্যাঙ রাজকুমার।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা

সবজান্তা এর ছবি

জাঝা

ধুচ্ছাই, কেন যে বিদেশ থাকি না, এই মরার দেশে কেউ দামডা বুঝলো না। মন খারাপ
-------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সুজন চৌধুরী এর ছবি

আসেন ভাই এখানে ল্যাপ্টানোর সমাবেশ হয়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ইশতিয়াক রউফ এর ছবি

সুন্দরীর ওভারফ্লো হলে এই দিকে পাঠায় দিয়েন, ভাই। অধম দেখতে ব্যাঙের চেয়ে কম না কোন দিকে!

সুজন চৌধুরী এর ছবি

কি যে বলেন্না ভাই!!
আমি গত ৩বছর ধইরা লাইন দিয়া আছি --- আগে তো আমারটা আইতে দেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ইশতিয়াক রউফ এর ছবি

ব্যাঙ's giving-এর অবস্থা দেখি Thanksgiving-এর চেয়েও খারাপ!

কনফুসিয়াস এর ছবি

তোফা!

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অনুভূতিশূন্য কেউ একজন এর ছবি

ভ্যাঁ দিবসে সচলায়তনে কিছু নাই, চিন্তা কৈরা একটু ধন্দে পৈড়া গেসিলাম।
জব্বর হইসে।

লুৎফুল আরেফীন এর ছবি

জবর হয়েছে মাইরি!
জাঝা

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

অছ্যুৎ বলাই এর ছবি

যৌবনে বিচেরাও সুন্দরী; ভ্যালেন্টাইনে কোলাব্যাঙ।
মারাত্মক!!
বামপাশের ফটোকপিচিহ্নের আইডিয়ার জন্য পুরা ১০।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হযবরল এর ছবি

নিজের কুয়ার মধ্যে বইসে আছি, কে আইবে এর ভেতরে দেখনের লাগি।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ফন্ডোডাস!!!
(হিমুর শব্দটা মেরে দিলাম) হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

হে হে হে !!
এটা ১টা ডিপ্লোমেটিক শব্দ।
এটার চিত্ররূপ কেমন হবে তাই ভাবছি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নিঘাত তিথি এর ছবি

কঠিন!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।