আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৬

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বুধ, ২০/০২/২০০৮ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৬আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৬

পাকি গো পরম তৃপ্তি সহকারে চটকাইতে পারলে নিজের মধ্যে ১টা অনির্বচনীয় পুলক অনুভব করি।
সেরম এখান সুযোগ দিছিলো ডেইলি স্টার গত শতকে।
৯৯-এর বিশ্বকাপে হিরো আছিল শয়েব ,ডোনাল্ড আর তেন্ডুলকার।
গায়ের ব্যাবাক শক্তি দিয়া সবচেয়ে জুর্তে বল ছাড়ছিল শয়েব মিয়া , সেই খুশিতে মাত্ওয়ারা হইয়া পাকিরা ওর নামের লগে ট্রেনের ল্যাজ লাগায় দিছে। হেই থেইকা ব্যাটা আর থামতে পারে না।
থামলেই ................


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

সিরাম!

সুজন চৌধুরী এর ছবি

আরো চটকাইতে মন চায় সময় পাইনা খালি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

পুরা কোপানী.............................


কি মাঝি? ডরাইলা?

সুজন চৌধুরী এর ছবি

এ্যাক্করে..............
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

আপ্নের খোমা ইরাম দৌড়াইতাছে কিল্লাই?


কি মাঝি? ডরাইলা?

সুজন চৌধুরী এর ছবি

পাকি গো ধাওয়া দেই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

ঝাক্কাস উত্তর........... (বিপ্লব)


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
সুজন চৌধুরী এর ছবি

হ ওগোরে মারতে হয় তাক কইরা .........
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জাঝা
যেমনেই হোক, পাকিদের ডলা দিতে পারলেই শান্তি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

ঠিক।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

পাকি গো পরম তৃপ্তি সহকারে চটকাইতে পারলে নিজের মধ্যে ১টা অনির্বচনীয় পুলক অনুভব করি।

আমি ১০০টা পুলক। কেউ চটকানা দিছে শুনলেও শান্তি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

১দম ঠিক কথা পাকি মানেই ধাওয়া ...........
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

বিপ্লব রহমান এর ছবি

ফুটোস্কোপে জে. মুশাররফকে দেখবেন না? @ সুজন চৌধুরী


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুজন চৌধুরী এর ছবি

সময় পাই নারে দাদা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।