আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৭

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ২২/০২/২০০৮ - ২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে
ছড়ার ছররা মারিয়া ঘায়েল
করিবার মতো সুরস কার?
অনেকের মাঝে সেরা যে রিটন,
একাডেমি দিলো পুরস্কার!


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

প্রথম ধাক্কায় 'চিনি জাফর' মনে করেছিলাম! খাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমিও।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

তাইলে আসল ঘটনাটা বলি,
রিটন ভাইয়ের সাথে আমার শেষ দেখা গতশতকে। গোফ ছাড়া আর কোন ডিটেল মনে পরছিলো না..... বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম,
মা দূর্গতিনাশিনী সমস্যার ১টা সমাধান দিলেন , মনে পড়লো মন্ডপে দেখা মহিষাসুরের কথা।
তাতেই না এ্যাদ্দুর !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

একটা ছবি এখানে আছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ জুবায়ের ভাই, পাল্টাইছি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

লুৎফুল আরেফীন এর ছবি

ধন্যবাদ আপনাকে।
আমি ১ম বার চিনি জাফর, পরে গয়েশ্বর রায় ভাবছিলাম দেঁতো হাসি
বউ দেখালো যে হাতে বাঙলা একাডেমী পুরস্কার চোখ টিপি

আপনি তো বস পাবলিক!
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

অমিত এর ছবি

গোঁফ টা সিরাম।

হিমু এর ছবি

রিটন ভাইয়ের বিষদাঁত দেখা যাচ্ছে খাইছে ...!


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওরে!! সিরাম হইয়েছে!!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

পুরা কোপানী.......................................................

কোপা............কোপা.....................


কি মাঝি? ডরাইলা?

থার্ড আই এর ছবি

কবি সাহিত্যকেদের পুরস্কার পাইয়া লাফা-লাফি করতে দেখিনাই!! রিটন ভাই দ্যাখি ফাল দিয়া এক্কেবারে পাঞ্জাবি ছিঁড়া ফালাইছে...!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- ইশতিয়াকের সন্দেহটা আমারো হইছিলো পরথমে।
পরে দেখলাম, এইরমের সবুজ রঙা পুরষ্কার হাতে নিয়া সেইরমের লাফ দেওনা পাবলিকটাতো আমাগো রিটন ভাই! দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

বিপ্লব রহমান এর ছবি

এক্কেরে জাঝা


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

জ্বিনের বাদশা এর ছবি

রিটনদারে জাঝা ....
(উত্তম জাঝাটা দেয় কিভাবে? চোখ টিপি)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

সর্বনাশ!!! জা ঝা লিখলেই দেখি উত্তম জা ঝা জাঝা চলে আসে ,,, হেব্বী তো চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

রিটনদাকে আবারও জাঝা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তানভীর এর ছবি

এখনকার ফটুকটাই আমার কাছে কেন জানি বেশী 'চিনি জাফরের' মত লাগছে। আগেরটাতে বরং রিটন ভাইয়ের ভিলেনমার্কা হাসি দেখা যাচ্ছিল দেঁতো হাসি

তবে দুটোর জন্যেই জাঝা

=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"

অমিত আহমেদ এর ছবি

তুমুল দাদা! তুমুল দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।