২৫ শে মার্চ

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ২৫/০৩/২০০৮ - ১২:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

খাদক-০১খাদক-০১
এইদিনে, এ্যারা রকমারি খায়-দায় আর বহুরূপী ঢেঁক্কুর তোলে যেগুলা পত্রিকাওয়ালারা বিবৃতি হিসাবে ছাপে,কেউ কেউ ঘি-ভাত খায়া বমিও করে সেগুলা পত্রিকায় প্রবন্ধ নামে ছাপা হয়,আবার কেউ কেউ এগুলারে পরমভক্তিসহকারে সংরক্ষণ করে,তারপর সভা-সমিতি-সেমিনার-সিম্পোজিয়ামে গিয়া ছড়ায়ে দেয় শান্তি-কণার মতো, আমরা শান্ত হই,অবগাহন করি শান্তি-কণায়। তারপর ৩৬৫টি দিন কাটে ঘ্রাণে,তাই বইলা ঢেঁক্কুর বা বমি কোনটাই থাইমা থাকে না বরং চাইর বছর অন্তর অন্তর ১টা ঘ্রাণ বোনাসও
পাওয়া যায়। শালার মজাই মজা খাইবো আর ঢেঁক্কুর তুলবো আর দ্যাশ -বিদ্যাশে D.Hon পাইবো আর আমগো উপর ছিটাইবো
শান্তির কণা।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- হাতে নাহয় বুজলাম কলাডা, মাগার মাথার পরে কিডা?

এত্তো আগুন নিয়া ল্যাখলে তো হনুমান পানি খুঁজতে গিয়া হয়রান হৈয়া যাইবো! পানির যেই আকাল পড়ছে দ্যাশে। পরে কি না কি পোড়ার বদবু বাইরাইবো কেডা জানে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুজন চৌধুরী এর ছবি

মাথায় মুটুক,
আসলে ২৫শে মার্চ আসলে শালাগো বিবৃতিগুলা গায়ে বিন্দে।
এই শালারাই মাঝে মাঝেই পাকিগো ক্ষমা চাইতে হইবো বইলা বায়না ধরে, কয় এতে বলে শান্তি পাইবো বিদেহী আত্মা!!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা

মাহবুব লীলেন এর ছবি

পৃথিবীর সকল প্রাণী সুখী হোকপৃথিবীর সকল প্রাণী সুখী হোক

সুজন চৌধুরী এর ছবি

হে হে হে
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নজমুল আলবাব এর ছবি
অতিথি লেখক এর ছবি

এতো ক্ষ্যাপছেন কেন গো ভাই!!

কল্পনা আক্তার

.........................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

বিপ্লব রহমান এর ছবি

হ...আরো আছে। এই দিনে শালারা কলাডা-মুলাডা খাইয়া চুঁয়া ঢেকুর তুলতে তুলতে টিবিতে গম্ভীর গলায় ফরমান জারী করে:

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বিবেচনা করা যাইলেও যাইতে পারে!

হেরা আসলে মনে মনে কয়: জামাতরে ত্যাল দিয়াই যামু, দিয়াই যামু...'গণ্ডোগোলের' এত্তো বচ্ছর পর আবার যুদ্দাপরাধী-টরাধী কি? জীবনেও হেইসব বিচার-ফিচারে আমরা নাই।

চামচা বাড়ানোর লাইগা হেরা বারে বারে কয় 'ওন ব্রান্ড অব ডেমোক্রেসী'র নানান কিসিমের গপ্প-গাঁথা। আর হউরের পো'রা গোপনে পরীক্ষা চালায় ছয় অশ্বশক্তির লৌড়-ঝাঁপ!

যত্তোসব সিটিএন!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুজন চৌধুরী এর ছবি

ঠিক
শালাগো কাটা চামচ দিয়া কোবায়া মসলা মাখায়া গরম তেলে ছাইরা দিলে যে ফট ফট কইরা ফুটতো সেই ফট ফট গুলারে বিবৃতি হিসাবে ছাপতে পারলে কামে দিতো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অমিত আহমেদ এর ছবি

কথাটা মন্দ বলেন নাই!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

তারেক এর ছবি

চামচা বাড়ানোর লাইগা হেরা বারে বারে কয় 'ওন ব্রান্ড অব ডেমোক্রেসী'র নানান কিসিমের গপ্প-গাঁথা। আর হউরের পো'রা গোপনে পরীক্ষা চালায় ছয় অশ্বশক্তির লৌড়-ঝাঁপ!

বিপ্লবদা, (বিপ্লব)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।