২৬শে মার্চ

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বুধ, ২৬/০৩/২০০৮ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুপ্রভাত

অন্তত আমাদের প্রতিবাদ করার মানসিকতা দীর্ঘজীবি হোক।
জয় বাংলা
সুপ্রভাত
২৬শে মার্চ ২০০৮


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

জয় বাংলাজয় বাংলা

আমাদের এই পরিচয় টিকে থাকুক

সুজন চৌধুরী এর ছবি

অক্ষম মিনতির সুর........
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রায়হান আবীর এর ছবি

হোক হোক...দীর্ঘজীবি হোক...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

অতিথি লেখক এর ছবি

.. আমার জননী সবুজ বাংলা যুগে যুগে.. কালে কালে
আমার ঠিকানা ওই সবুজের বুক ছুঁয়ে থাকা লাল-এ

aa_bd@yahoo.com

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রতিবাদ করি অর্থাত্ মেনে নিইনি।

জয় বাংলা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
অমিত আহমেদ এর ছবি
তারেক এর ছবি

সুপ্রভাত কালরাত পেরিয়ে আসা স্বাধীনতার রক্তিম ঊষালগ্ন। জয় বাংলা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অমিত আহমেদের ছায়া এর ছবি

প্লেয়ারটার অটোরান ডিসএবেল করে দেন। প্রতি বার পেজ লোড হলেই গান শুরু হয়।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমিও এইটা বলতেই ঢুকলাম হাসি

জয় বাংলা ... ................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

জ্বিনের বাদশা এর ছবি

জয় বাংলা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৌরভ এর ছবি

শামিল হলাম।


আবার লিখবো হয়তো কোন দিন

অতিথি লেখক এর ছবি

বাঙালী রুখে দিবে সব অন্যায় -
-------
নায়েফ

রাকিব হাসনাত সুমন এর ছবি

জয় বাংলা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

প্রতিবাদ প্রতিরোধ
প্রতিশোধ প্রতিশোধ
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুহম্মদ জুবায়ের এর ছবি

জয় বাংলা।

এই প্রাণ নিংড়ানো ধ্বনি আমাদের প্রেরণা ও প্রতিবাদ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

বিপ্লবের জয়, জয় বাংলা ।

- খেকশিয়াল

দ্রোহী এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।