অণু-রঙ্গ

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৩/০৪/২০০৮ - ১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

অণু-রঙ্গঅণু-রঙ্গ

এ্যাহ্ ! ডাবটা পায়া কি খুশি !!!
বেটা জানেও না যে, আমি ডাক না দিলে ঐটা ওর মাথায় পড়তো।


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

যেই অণুর হাওয়া লাগছে সচলে !
তাই একটু রঙ্গাণু করলাম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

ডাক তো দিছিলেন মাথায় পড়ার জন্য
ভাগ্যিস, বেচারা ফিরা তাকায় নাই... !

- জনৈক "বেক্কল ছড়াকার"

মাহবুব লীলেন এর ছবি

এই বেক্কল তো দেখি ১০০% JMTT
আমারে কোনো রয়ালিটি না দিয়াই আমার দেয়া নাম দুনিয়র সর্বত্র ব্যবহার করে বেড়াচ্ছে

সুজন চৌধুরী এর ছবি

কেন, লীনেন ভাই কী পিছন থেকে ঐ নামে ডাকছিলেন ?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অছ্যুৎ বলাই এর ছবি

.

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুজন চৌধুরী এর ছবি

অণু-প্রাণিত হইলাম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রায়হান আবীর এর ছবি

জোশিলা!!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

অতিথি লেখক এর ছবি

"বেক্কল " ডাকবেন আবার "রয়ালিটি" ও চাইবেন
.. আপনি কী মানুষ না "ফখরুদ্দিন" !

জনৈক "বেক্কল ছড়াকার"

[ কৃতজ্ঞতা : মাহবুব লীলেন
যিনি আমার এ'নাম দিলেন হাসি ]

ফারুক ওয়াসিফ এর ছবি

কেমন হতো হাতে মাথা আর মাথায় ডাব চড়লে
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুজন চৌধুরী এর ছবি

আরেকটি অণু গল্পের সৃষ্টি হতো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

বিপ্লব রহমান এর ছবি

দেঁতো হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তীরন্দাজ এর ছবি

অনু ডাবের মতো তো দেখা যাচ্ছেনা!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুজন চৌধুরী এর ছবি

হেহেহে !! ডাবাণু !
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নজমুল আলবাব এর ছবি
সুজন চৌধুরী এর ছবি

কেন দাদা, কুটিলের কী দেখলেন?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সুজ-অণু চৌধুরীকে অণু-রঙ্গের জন্য অভিনন্দন হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অদৃশ্য ভগবান এর ছবি

ব্রে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।