এইরকম চলমান ক্যারিক্যাচার মনে হয় বাংলায় আর নাই! আমি লোকটার yodeling-দেয়া গান আর লাম্পট্টের প্রচন্ড ভক্ত, আজকে সারাদিনই লোকটার নিজের অভিনীত গান শুনলাম, লাজবাব! মেজাজটাও ভালো হলো।
তাই ভাবলাম লম্পট-টাকে ১টা Tribute দেই!
সাথে কিছু ( যেকটা পাওয়া গেলো) মজার গান.........
http://www.sachalayatan.com/sites/all/modules/bueditor/icons/x1.png
এই গানগুলা সন্ন্যাসী'দার মতো আমারো ভীষন প্রিয়........
এই গানগুলা সন্ন্যাসী'দার মতো আমারো ভীষন প্রিয়........
মজার গান ছাড়াও লোকটার গাওয়া দুঃখের গান অসাধারণ
হিমুর জন্য.........
মন্তব্য
গানগুলো শুনতে পেলাম না
কিশোর কুমার এর জবাব নাই।
জবাব নাই আপনার আঁকা ছবিরও।
--
কিছুমিছু
গান কেন শুনতে পেলেন না ভাই?!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কী যে ভক্ত আমি এই লোকটার, বলে বোঝাতে পারবো না! গলার এমন যথেচ্ছ ও অনায়াস ব্যবহার তাঁর মতো আর কে করতে পেরেছে বা পারে!
স্রেফ কিশোর কুমারের কারণে "লুকোচুরি" ছবিটা আমি দেখেছি, বোধ হয়, বার দশেক। ছবিটা যদিও পদের নয়। তবে কিশোরের দ্বৈত চরিত্রে অভিনয়, তাঁর বাঁদরামী আর কী সব গান তাতে! "শিং নেই তবু না, তার সিংহ", "এক পলকে একটু দেখা", "এই তো হেথায় কুঞ্জছায়ায়", "মুছে যাওয়া দিনগুলি"...
দুর্ধর্ষ একটা কাজ করলেন, সুজন্দা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দাদা, আপনার মতো আমারো ভীষণ প্রিয় কিশোর কুমার, গাওয়ার ক্ষমতা অসাধারণ লোকটার।
একবার সত্যজিত্ রায় বলেছিলেন, ভারতে সিনেমায় যারা গান গায় তাদের মধ্যে কিশোর কুমার আর অনুপ ঘোষাল ছাড়া কেউ গলা ছেড়ে গাইতে পারেনা।
"এই তো হেথায় কুঞ্জছায়ায়"
"এক পলকে একটু দেখা"
"শুধু একটুখানি চাওয়া"
গানগুলাও আপলোড দিলাম।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কেন সন্ন্যাসী, এটা? এটা ভালো লাগেনা? এটা বোধ করি মীরা দেববর্মণ রচিত শচীন কর্তার বর্ণে গন্ধে ছন্দে গীতিতে থেকে প্রভাবিত- যদ্দূর জানি।
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
ভালো লাগবে না কেন! কিন্তু সুজন্দা এই পোস্টে সেই ভিডিওগুলিই দিয়েছেন, যেসবে অভিনয়ও করেছেন কিশোর কুমার। তাই অন্য গানগুলোর প্রসঙ্গে যাইনি।
হ্যাঁ, এই গানটির বাংলা ভার্শন (নাকি উল্টোটা?) - বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
খুব কমসংখ্যক গানই আমার প্রিয়-- তার মধ্যে এটা অন্যতম।
সবদিক মিলিয়ে একজন আলটিমেট এন্টারটেইনার। এমন অলরাউন্ডার আর আসবে না। কিশোর কুমার একজনই হয়।
"একজন আলটিমেট এন্টারটেইনার"
ঠিক আমিও ১মত তোমার সাথে।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
উনি বাইচ্যা থাকলে আর এই কার্টুন দেখলে সুজন্দারে নিয়া একটা গান বানতো।
এই ব্যাটার আমি বিশেষ ফ্যান। কার্টুনটা দারুণ হইছে।
তবে গানগুলা শুনতে পারলাম না। এদেশে এখন সবকিছু ব্যান। আকাশ বাতাসে তালা লাগাইছে।
"আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়া" অনেকদিন পরে পাইলাম। এরপর আর কতোদিন অপেক্ষা করতে হবে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হা হা! ভালো বলছেন,
লোকটা বেচে থাকলে খুব ভালো আরো কিছু গান পাওয়া যেতো।
আকাশ বাতাসে তালা লাগানোতে মনটা খুব খারাপ হয়ে গেছে আমারো।
মঞ্চায় ধইরা কিলাই!!
মুন্ডু আরো দিবো শীঘ্রই।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অপেক্ষায় থাক্লাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- 'পাড়োসান' দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে যতোবারই দেখছি। বিশেষ করে মেহমুদ বনাম কিশোরের গানটায়! উফ, একটা মালই আছিলো এই লম্পট গুরু!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আ কে সিধি লাগি দিল পে য্যায়সে কাটারিয়া ... ও সাওয়ারিয়া ... এইটা বাদ পড়লো।
দেই খাড়াও!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আনুমানিক দেড় মাইল দীর্ঘ এই ফুটো-পোস্ট-এ সাকুল্যে বাক্য পেলাম পাঁচটা ! আর বিশাল এলাকা ফকফকা সাদা ! গোটা এলাকা প্রহরা দেয়ার জন্য অবশ্য আরো তিনটি খণ্ডিত বাক্য খাড়া করে রাখা হয়েছে এলাকার তিন জায়গায়....! আর কিচ্ছু নেই...!?!?
আহা ডিজিটাল বাংলাদেশ...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কার্টুনটা দারুন!
প্রত্যেকটা গানের উপরে শিরোনামটা লিখে দিলে অন্তত বুঝতে পারতাম কী কী গান দেয়া হয়েছে এখানে, কারণ (আকাশ-বাতাসে তালা লাগানোর জন্য) এখন তো পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে।
০১
আকাশ বাতাস ব্লক, কাজেই আমরা কিছুই দেখতে পাইলাম না
০২
খাটুন টা দারুন হইছে ... একদম সুজনীয়
পুনশ্চঃ দাদা, সেই যে উনিশশো তেপান্ন সালে আমার একটা ফটুক নিছিলেন কোলাজ আঁকপেন বইলা, সেইডা কি আঁইকা সারবার পারলেন
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
কেন জানি শেষের দুঃখের গানগুলো শুনে পারলামনা (যান্ত্রিক ত্রুটি)।
গুরুর আরেকটা অনবদ্য গান এটা...আমার খুব প্রিয়।
জানিনা এটা কোন ছবির গান..
এটা কোনও ছবির গান নয়। গানটির জন্ম, খুব সম্ভব, ১৯৬৯ সালে। গীতিকারের নাম মনে নেই, সুরকার - রাহুল দেব বর্মন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এটা তো পুজোর গান৷ কোন সিনেমার নয়৷
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ
ইউটিউব আনব্যান করা হয়েছে। ইস্নিপ্স, মিডিয়াফায়ার সবকিছুই এখন অ্যাকসেস করা যাচ্ছে।
বেশিরভাগ গানই আগের শোনা। পরে সময় করে ভিডিওগুলো দেখে ফেলতে হবে।
কই ভাই
আমি তো ঢুকতে পারি না। ট্রেসরাউট করে চেক করলাম, প্রথম চার হপের পর টাইমআউট।
আপনি ক্যামনে পাইলেন !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বলেন কী!
আমি তো স্বাভাবিকভাবেই ব্রাউজ করতে পারতেসি। একটু আগে সন্ন্যাসীদার পোস্টে ইউটিউবের ভিডিও দিলাম একটা। আপনি পারতেসেন না কেন, তা তো বুঝতেসি না
সুজন চৌধুরী, আপনাকে কখনও বলা হয় নি - আপনার কার্টূনগুলো কি ভীষণ চমৎকার! আপনি দারুণ রকমের প্রতিভাবান একজন মানুষ!
ধন্যবাদ দিদি,
তবে এ্যামনে কৈলে সরম লাগে।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
Lina Fardows
কিশোর কুমার ইজ কিশোর কুমার, আর কেউ এরকম হতে পারবেনা - কিংবদন্তী ।
Lina Fardows
ও: কিশোরকুমার! কোন কথা হবে না ৷
----------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ব্যাপক হয়েছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
নতুন মন্তব্য করুন