আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-২১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ১:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইরকম চলমান ক্যারিক্যাচার মনে হয় বাংলায় আর নাই! আমি লোকটার yodeling-দেয়া গান আর লাম্পট্টের প্রচন্ড ভক্ত, আজকে সারাদিনই লোকটার নিজের অভিনীত গান শুনলাম, লাজবাব! মেজাজটাও ভালো হলো।
তাই ভাবলাম লম্পট-টাকে ১টা Tribute দেই!

সাথে কিছু ( যেকটা পাওয়া গেলো) মজার গান.........

http://www.sachalayatan.com/sites/all/modules/bueditor/icons/x1.png

এই গানগুলা সন্ন্যাসী'দার মতো আমারো ভীষন প্রিয়........

কিশোর কুমার গাঙ্গুলি

এই গানগুলা সন্ন্যাসী'দার মতো আমারো ভীষন প্রিয়........

মজার গান ছাড়াও লোকটার গাওয়া দুঃখের গান অসাধারণ

হিমুর জন্য.........


মন্তব্য

কিছুমিছু [অতিথি] এর ছবি

গানগুলো শুনতে পেলাম না মন খারাপ

কিশোর কুমার এর জবাব নাই।
জবাব নাই আপনার আঁকা ছবিরও।

--
কিছুমিছু

সুজন চৌধুরী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কী যে ভক্ত আমি এই লোকটার, বলে বোঝাতে পারবো না! গলার এমন যথেচ্ছ ও অনায়াস ব্যবহার তাঁর মতো আর কে করতে পেরেছে বা পারে!

স্রেফ কিশোর কুমারের কারণে "লুকোচুরি" ছবিটা আমি দেখেছি, বোধ হয়, বার দশেক। ছবিটা যদিও পদের নয়। তবে কিশোরের দ্বৈত চরিত্রে অভিনয়, তাঁর বাঁদরামী আর কী সব গান তাতে! "শিং নেই তবু না, তার সিংহ", "এক পলকে একটু দেখা", "এই তো হেথায় কুঞ্জছায়ায়", "মুছে যাওয়া দিনগুলি"...

দুর্ধর্ষ একটা কাজ করলেন, সুজন্দা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

দাদা, আপনার মতো আমারো ভীষণ প্রিয় কিশোর কুমার, গাওয়ার ক্ষমতা অসাধারণ লোকটার।
একবার সত্যজিত্ রায় বলেছিলেন, ভারতে সিনেমায় যারা গান গায় তাদের মধ্যে কিশোর কুমার আর অনুপ ঘোষাল ছাড়া কেউ গলা ছেড়ে গাইতে পারেনা।

"এই তো হেথায় কুঞ্জছায়ায়"
"এক পলকে একটু দেখা"
"শুধু একটুখানি চাওয়া"

গানগুলাও আপলোড দিলাম।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

s-s এর ছবি

কেন সন্ন্যাসী, এটা? এটা ভালো লাগেনা? এটা বোধ করি মীরা দেববর্মণ রচিত শচীন কর্তার বর্ণে গন্ধে ছন্দে গীতিতে থেকে প্রভাবিত- যদ্দূর জানি।

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভালো লাগবে না কেন! কিন্তু সুজন্দা এই পোস্টে সেই ভিডিওগুলিই দিয়েছেন, যেসবে অভিনয়ও করেছেন কিশোর কুমার। তাই অন্য গানগুলোর প্রসঙ্গে যাইনি।

হ্যাঁ, এই গানটির বাংলা ভার্শন (নাকি উল্টোটা?) - বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুব কমসংখ্যক গানই আমার প্রিয়-- তার মধ্যে এটা অন্যতম।

ইশতিয়াক রউফ এর ছবি

সবদিক মিলিয়ে একজন আলটিমেট এন্টারটেইনার। এমন অলরাউন্ডার আর আসবে না। কিশোর কুমার একজনই হয়।

সুজন চৌধুরী এর ছবি

"একজন আলটিমেট এন্টারটেইনার"
ঠিক আমিও ১মত তোমার সাথে।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উনি বাইচ্যা থাকলে আর এই কার্টুন দেখলে সুজন্দারে নিয়া একটা গান বানতো।

এই ব্যাটার আমি বিশেষ ফ্যান। কার্টুনটা দারুণ হইছে।
তবে গানগুলা শুনতে পারলাম না। এদেশে এখন সবকিছু ব্যান। আকাশ বাতাসে তালা লাগাইছে।

"আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়া" অনেকদিন পরে পাইলাম। এরপর আর কতোদিন অপেক্ষা করতে হবে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি

হা হা হা! ভালো বলছেন,
লোকটা বেচে থাকলে খুব ভালো আরো কিছু গান পাওয়া যেতো।

আকাশ বাতাসে তালা লাগানোতে মনটা খুব খারাপ হয়ে গেছে আমারো।
মঞ্চায় ধইরা কিলাই!!

মুন্ডু আরো দিবো শীঘ্রই।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মুন্ডু আরো দিবো শীঘ্রই।

অপেক্ষায় থাক্লাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- 'পাড়োসান' দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে যতোবারই দেখছি। বিশেষ করে মেহমুদ বনাম কিশোরের গানটায়! উফ, একটা মালই আছিলো এই লম্পট গুরু! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুজন চৌধুরী এর ছবি
হিমু এর ছবি

আ কে সিধি লাগি দিল পে য্যায়সে কাটারিয়া ... ও সাওয়ারিয়া ... এইটা বাদ পড়লো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুজন চৌধুরী এর ছবি
রণদীপম বসু এর ছবি

আনুমানিক দেড় মাইল দীর্ঘ এই ফুটো-পোস্ট-এ সাকুল্যে বাক্য পেলাম পাঁচটা ! আর বিশাল এলাকা ফকফকা সাদা ! গোটা এলাকা প্রহরা দেয়ার জন্য অবশ্য আরো তিনটি খণ্ডিত বাক্য খাড়া করে রাখা হয়েছে এলাকার তিন জায়গায়....! আর কিচ্ছু নেই...!?!?

আহা ডিজিটাল বাংলাদেশ...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

কার্টুনটা দারুন!

প্রত্যেকটা গানের উপরে শিরোনামটা লিখে দিলে অন্তত বুঝতে পারতাম কী কী গান দেয়া হয়েছে এখানে, কারণ (আকাশ-বাতাসে তালা লাগানোর জন্য) এখন তো পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে।

সবজান্তা এর ছবি

০১

আকাশ বাতাস ব্লক, কাজেই আমরা কিছুই দেখতে পাইলাম না মন খারাপ

০২

খাটুন টা দারুন হইছে ... একদম সুজনীয়

পুনশ্চঃ দাদা, সেই যে উনিশশো তেপান্ন সালে আমার একটা ফটুক নিছিলেন কোলাজ আঁকপেন বইলা, সেইডা কি আঁইকা সারবার পারলেন মন খারাপ


অলমিতি বিস্তারেণ

বাউলিআনা [অতিথি] এর ছবি

কেন জানি শেষের দুঃখের গানগুলো শুনে পারলামনা (যান্ত্রিক ত্রুটি)।
গুরুর আরেকটা অনবদ্য গান এটা...আমার খুব প্রিয়।
জানিনা এটা কোন ছবির গান..

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এটা কোনও ছবির গান নয়। গানটির জন্ম, খুব সম্ভব, ১৯৬৯ সালে। গীতিকারের নাম মনে নেই, সুরকার - রাহুল দেব বর্মন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দময়ন্তী এর ছবি

এটা তো পুজোর গান৷ কোন সিনেমার নয়৷
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

বাউলিআনা [অতিথি] এর ছবি

ধন্যবাদ
হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

ইউটিউব আনব্যান করা হয়েছে। ইস্নিপ্স, মিডিয়াফায়ার সবকিছুই এখন অ্যাকসেস করা যাচ্ছে।

বেশিরভাগ গানই আগের শোনা। পরে সময় করে ভিডিওগুলো দেখে ফেলতে হবে।

সবজান্তা এর ছবি

কই ভাই মন খারাপ

আমি তো ঢুকতে পারি না। ট্রেসরাউট করে চেক করলাম, প্রথম চার হপের পর টাইমআউট।

আপনি ক্যামনে পাইলেন !


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

বলেন কী!

আমি তো স্বাভাবিকভাবেই ব্রাউজ করতে পারতেসি। একটু আগে সন্ন্যাসীদার পোস্টে ইউটিউবের ভিডিও দিলাম একটা। আপনি পারতেসেন না কেন, তা তো বুঝতেসি না মন খারাপ

স্নিগ্ধা এর ছবি

সুজন চৌধুরী, আপনাকে কখনও বলা হয় নি - আপনার কার্টূনগুলো কি ভীষণ চমৎকার! আপনি দারুণ রকমের প্রতিভাবান একজন মানুষ!

সুজন চৌধুরী এর ছবি
লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

কিশোর কুমার ইজ কিশোর কুমার, আর কেউ এরকম হতে পারবেনা - কিংবদন্তী ।

Lina Fardows

দময়ন্তী এর ছবি

ও: কিশোরকুমার! কোন কথা হবে না ৷
----------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দেবোত্তম দাশ এর ছবি

ব্যাপক হয়েছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।