ফুলান্তিস্

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৭/০৪/২০০৯ - ১২:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফুলান্তিস্

আজকের দাওয়াই ফুলান্তিস।

পাম্পার আর ছিপি ঘরে থুইয়া করেন কী? একটা সহি পাকমনপেয়ারু ধইরা চলেন ফুলায়া ফাটাই !


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

এইটা ভালা হয় নাই। হালাতো আকাশে উঠে আরামেই থাকপে মুনে হয়...

----------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অবাঞ্ছিত এর ছবি

হ।

হালায় ফাডে না ক্যা?

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ইশতিয়াক রউফ এর ছবি

পুলাপান বেলুন ফুলাইতে গ্যাস পায় না, আর এগুলানের পিসে গ্যাস অপচয়। বায়োগ্যাসে কামৈলে কন, কিসু দান-খয়রাত করি!

লুৎফুল আরেফীন এর ছবি

একটা জ্বালান্তিস বানান, ওগো দাড়ি দিয়া চুলা জ্বালাইন্নার বন্দোবস্ত করেন!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

ফাটল...ফাটল...কানে হাত দিছি...আরে ফাটেনা কেন!!!

শাহেনশাহ সিমন এর ছবি

চলে, কিন্তুক দৌড়ানির জিনিশ লাগবো
**************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

কনফুসিয়াস এর ছবি
এনকিদু এর ছবি

ঠাসসসস ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একটা সহি পাকমনপেয়ারু ধইরা চলেন ফুলাই!

আমার মনে হয়, লেখা উচিত আসিলো, "একটা সহি পাকমনপেয়ারু ধইরা চলেন ফুলায়া ফাটাই"।
নাইলে ভাবার অবকাশ থাকতেসে যে, জাস্ট ফুলানোটাই লক্ষ্য।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্লব রহমান এর ছবি

দুমাদুম পাকমন ফোটে?
আমি ভাবি, পটকা!

হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

টুপিটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। কি বলেন??

(তাহসিন গালিব)

আড্ডাবাজ এর ছবি
স্নিগ্ধা এর ছবি

না না, আমি ফাটানোর বিপক্ষে!! আরে, ফেটে গেলে তো বেঁচেই গ্যালো! এইরকম ভয়ঙ্কর ফাঁপায়িত অবস্থায় হাঁসফাস করতে করতে শূণ্যে ভাসতে থাকাটাই না আসল শাস্তি?

কার্টূন নিয়ে নতুন কিছু বলে আর আয়ুক্ষয় করতে পারবো না মন খারাপ
আপনার কার্টূন আগেও নিদারুণ হতো, পরেও নিদারুণ হবে - এর আর বলাবলি কী?!

প্রথম মাল্যবান এর ছবি

এইবার একটা ডলান্তিস্ দেন।

রায়হান আবীর এর ছবি

পুরা মায়রে বাপ হইছে শয়তানী হাসি

অতিথি লেখক এর ছবি

আপনি ফুলিয়েছেন ভাল ...এখন আমার হাত নিশপিশ করছে পিন দিয়ে ফুটিয়ে দেওয়ার জন্য...আচ্ছা ঘুড়ি বানিয়ে কাটা কাটি খেললে কেমন হয়............??

(জয়িতা)

ধুসর গোধূলি এর ছবি
নিঘাত তিথি এর ছবি

চলুক
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্পর্শ এর ছবি

আপনার সব কার্টুন পোস্টার বানিয়ে দিকে দিকে টানিয়ে দিতে মন চায়। চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অছ্যুৎ বলাই এর ছবি

তিস সিরিজে এইটা সেরা। কিন্তু এখন যদি হঠাৎ ফুটো হয়ে যায়? আশপাশ থিকা সইরা খাড়ান।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সিরাত এর ছবি

কাইলাটাতো দ্যাখতে আমার মত দ্যাহন যায়!

এইবার বায়তুল্লাহ মেহসুদরে নিয়া একটা আঁকেন না দেহি!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।