প্রমাদে ঢালিয়া দিনু মন

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২১/০৫/২০০৯ - ৫:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বানানা রিপাবলিক

একটা কথাই বলি, খুব খিয়াল কইরা।
আরেকটা কথাই বলি, খুব খিয়াল কইরা।
আরো একটা কথাই বলি, খুব খিয়াল কইরা।


মন্তব্য

হিমু এর ছবি
স্নিগ্ধা এর ছবি

আপনারা এরকম কেন, সুজঞ্চৌধুরী ?? মন খারাপ

সালাহউদদীন তপু এর ছবি

স্নিগ্ধা আপা-
সুজন চৌধুরী লিখতে ন+চ লাগে আর আপনার লেখা সুজঞ্চৌধুরীতে ঞ+চ হয়েছে। আমি কিন্তু এখানে +১ আশা করতেই পারি। তবে দুঃখ প্রকাশ করছি আপনার পয়েন্ট কমে যাওয়ায়।

স্নিগ্ধা এর ছবি

+১ আশা আপনি অবশ্যই করতে পারেন, আশা করতে তো আর দোষ নেই দেঁতো হাসি তবে কিনা, +১ আপনি পেলেন না, কারণ ওটা ইচ্ছাকৃত। সচলায়তনে কয়েকটা উদ্ভট জিনিষ চালু আছে, যেমন - ভালু, কেনু, চ্রম, মঞ্চায়, সুমঞ্চৌধুরী, সুজঞ্চৌধুরী ...... and so on .....

আমার বানান থেকে যদি পয়েন্ট রোজগার করতে চান, তাহলে আমার ন Vs ণ, অথবা হ্রস্ব উকার Vs দীর্ঘ ঊকার এসবের দিকে চোখ রাখলেই আপনি বড়লোক হয়ে যাবেন চোখ টিপি

সুজন চৌধুরী এর ছবি

'ভালু, কেনু, চ্রম, মঞ্চায়, সুমঞ্চৌধুরী, সুজঞ্চৌধুরী.........'

হ এগুলা নিপাতনে সিদ্ধ !


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

দ্রোহী এর ছবি

কিসে সিদ্ধ কইলেন? আমিতো জানতাম গরম পানিতে সিদ্ধ করে!

আলাভোলা এর ছবি

জিনিষ - জিনিস হাসি

বাবামা স্কোর: ৬

সুজন চৌধুরী এর ছবি

হৈ মিয়া !! কি কন্ এডি !
ইহা ১খানা ধনাত্মক চিন্হ !!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

আলাভোলা এর ছবি

চিহ্ণ হাসি

সুজন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

চিহ্ন হবার কথা তো!!!!!!!!!!!!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ম্যাগনিফাইং গ্লাসটা কিন্তু সুন্দর হয়েছে।

সুজন চৌধুরী এর ছবি

ক্যা ? চিহ্ণটা মনে ধরে নাই ?!! আরেকটু ম্যাগনিফাই করমু?


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সিরাত এর ছবি

অফিস থিকা হালার ফ্লিকর ব্যানড, দ্যাখবারই পারলাম না। শেষতক মোবাইল দিয়া একটু দেখলাম। দেখতে তো ব্যাটা আমার মতই কালা! হাসি

সুজন চৌধুরী এর ছবি
ভুতুম এর ছবি

চ্রম অশ্লীষ ফটু। চ্রম জটিল কাভ্য।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সুজন চৌধুরী এর ছবি
আলাভোলা এর ছবি

হো হো হো

কীর্তিনাশা এর ছবি

ওরে সর্বোনাশ !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুজন চৌধুরী এর ছবি
অবাঞ্ছিত এর ছবি

[quote=ইহা ১খানা ধনাত্মক চিন্হ !!


বানানটা ঠিকই আছে ধৈরা নিলাম। চোখ টিপি ফোটুক সিরাম হইসে।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

গৌতম এসব অশ্লীল পোস্টে মন্তব্য করে না এর ছবি

বহুকাল আগে কার লেখায় যেন অ্যাকলামশিয়া না কি যেন একটা রোগের কথা পড়েছিলাম। হাসি

আপনার জন্য একখান কৌতুক।

সেকালে মারোয়াড়ি ব্যবসায়ীরা পুঁটলিতে পয়সা রেখে সেটা কোমরে গুঁজে রাখতো। যেহেতু তারা সাদা ধুতি পড়তো, তাই প্রায়ই পিছনে থেকে দেখা যেতো দুপায়ের ফাঁকে পয়সার পুটলি ঝুলাতে ঝুলাতে মারোয়াড়ি বাবু বাড়ি যাচ্ছেন। এতে অবশ্য পকেটমারদের বেশ ফায়দা হতো।

সেরকমই একদিন এক মারোয়াড়ি বাবু স্টেডিয়ামে ফুটবল খেলা দেখছিলেন। পেছন থেকে পকেটমার যেই না ছুরি দিয়ে তার পুঁটলিটা কেটে নিলো, অমনি রক্তারক্তির একশেষ।

যারা বাচ্চালোগ, তারা অবশ্য বুঝবে না যে কাটলো পয়সার পুঁটলি, বেরুলো রক্ত- কাহিনী কী?

ধুসর গোধূলি এর ছবি

- ভাগ্য ভালো পুটলি থাইকা পয়সার বদলে সুপারী গড়ায়া পড়ে নাই। দেঁতো হাসি

তা পয়সার পুটলিতে মারোয়াড়ি হালায় রক্ত রাখলো ক্যান? এই অশ্লীল কৌতুক মহামান্য ধুগো শোনে না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌতম এসব অশ্লীল পোস্টে মন্তব্য করে না তাই এর ছবি

ওই পুঁটলিতে পয়সা ছিলো নাকি হাচা হাচা সুপারি ছিলো, সেইটা আপ্নে জান্লেন কীভাবে?

আলাভোলা এর ছবি

হো হো হো

দ্রোহী এর ছবি

একটি কামান দুটি কামানের গোলা। খুব খিয়াল কইরা!!!!!!!!!!!!!

অ্যাতো "চুডু" যে আতশ কাঁচ দিয়া দেখা লাগে !!!!!!!!!!!!!!!!!!

এনকিদু এর ছবি

আমি অনেক খিয়াল কৈরা দেখার পর আর বিস্মিত হইতে পারলাম না । কারন খিয়াল কৈরা বুঝতে পারলাম, এইটা বিস্ময়বোধক চিহ্ন (!) না, এইটা হল "খিয়াল কইরা চিহ্ন" ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

ফটুকটা খুব মনে ধরসে।
------------------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।