আমি যে ঠিক কি যোগ্যতায় সচলায়তনে লিখি সেটা আমার কাছে ১টা বিরাট প্রশ্ন। আমি না লেখক, না কবি, না ব্লগার অথচ এই ব্লগে দিনে যে কতবার ঢুকি তার হিসাব নাই, পড়ি বটে..... তারপরও আক্ষেপ লাগে আহারে যদি লেখতে পারতাম .... অন্তত আজকের দিনটা... আজকে সচলায়তনের জন্মদিন !! এই অধম কালারও হিজিবিজির ২ বছর !!
১টা গানের কথা মনে পড়ছে কোথাও খুজে পেলাম না....
" আমাদের সচলায়তন আমাদের সব হতে আপন"
মন্তব্য
উইইইই...
হ্যাপি বাড্ডে!
আমার আজ ২বছর ১ দিন।
আমার আজ ২বছর ৩ দিন। পিপিদার চেয়ে আমি ২দিনের বড়, হা হা হা।
আপনি আমার থেকে ১দিনের বড়, আপনার ২৮জুন, আমার ২৯জুন।
আপনি আমার থেকে ব্লগ লেখায় বড়,
ছবি পোস্টে বড় (তবে আমি বোধহয় বেশী ছবির লিংক দিয়েছি, আপলোড করিনি বলে পিছিয়ে পড়লাম)
কিন্তু, আমি আপনার থেকে মন্তব্যে বড়![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
ওরে ডরাইছি!
আপনি প্রেমিকরূপি মডু নাতো?
হা হা.. না রে ভাই মডু হইয়া ফ্যাসিস্ট উপাধি নিতে চাইনা। এগুলা প্রোফাইল পাতায় দেখা যায়।
আপনার
* ব্লগ ৯২টি
* বইয়ের পৃষ্ঠা ১টি
* ছবি ৪৪টি
মন্তব্য : ১১৯৯টি
আমার
* ব্লগ ৭৫টি
* বইয়ের পৃষ্ঠা ২টি
* ছবি ৩৩টি
মন্তব্য: ২৬৭৬টি
আমার অবস্থা দ্যাখেন? পারবেন আমারে অতিক্রম করতে?
সচল হলেন: জুন ১৮, ২০০৭
ব্লগ ৫২ টি
বইয়ের পৃষ্ঠা ১ টি
ছবি ৭ টি
মন্তব্য করেছেন: ৩০৬৪ টি
দুই বছরে মোট ৫২ টি পোস্ট। তারমধ্যে অর্ধেকের বেশি পুরাতন পোস্ট। গুরু সত্যজিতের জন্মদিনের পোস্টটা দুইবছরে দুইবার পোস্টাইছি।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
এই স্পিডে পোস্টালে এই যুগে কেউ সচল হতে পারবে না।
আপনি তো সচলের চেয়েও প্রাচীন!
এইরকম পোষ্ট আমারো আছে, বিফোর সানসেট সিনেমার রিভিও চামে দুইবার মেরে দিছি!
(সিনেমাটা কিন্তু দুইবারই দেখেছি, কসম!)
@ দ্রোহী,![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
এই যে আমি আছি আপনাকে হারাবার জন্য৷ আমি একবছরে ৮টা ব্লগ লিখেছি৷ হে: তাও শত্তুরের মুখে ছাই দিয়ে দিব্বি সচল হয়েছি৷
বললে হবে? খচ্চা আছে না?
-----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
হুম! আমাদের সচলায়তন আমাদের সব হতে আপন।
কালার হাসিটা জব্বর!
বেয়াই একটা খাঁটি কথা বলেছেন।
তার মানে, আগে যা বলছি সেইগুলা ভ্যাজাল! তেব্র পতিবাদ।।
তাতো বলি নাই। বিনা কারণে প্রতিবাদ খাইলাম। বেয়াইরে দিক্কার।
আমার প্রতিবাদ তুইলা নিতেছি বেয়াই, আপনের দিক্কার ফেরৎ নেন। এই থ্রেড ধুগোর নজরে আসলে বগল বাজাইবে নির্ঘাৎ।
লাভ নাই। ধু.গো-রে আবার সিস্টেমে দৌড়ের উপর রাখুম। হাজার হইলেও শালিগুলাতো আমারই।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
- ধুগো'দা এইসব দুষ্টু লুকের শালি নিয়া বানিজ্য করে না।
এই দুষ্টু গমখাওয়া মেম্বররে আব-ই-জমজম কুয়াতে ভিজায়া রাখতে হইবো, তিন দিন, আড়াই রাত্র। তাইলে যদি ঠিক হয়। পুরাই নাউযুবিল্লাহ হৈয়া গেছেগা।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জমজমের পানি পামু কই?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
---
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সুজন ভাই কন কি? আপনের ছবি আঁকার যাদু দেইখ্যা হারাক্ষণ আফসোস করি। উল্টা আমারই মনে হয় আমি কি যোগ্যতায় সচলায়তনে আছি?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
যে কারণে একজনকে ক্যামেরার পিছনে থাকতে হয়, সে কারণে
আপনিই তো অন্যতম বড় শিল্পী।
খাট্টুন তো জোস আঁকেন সুজন ভাই !
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
আর প্রিয় সচলের জন্য শুভকামনা।
-----------------------------------
--------------------------------------------------------
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
সচলায়তনের তুমি অলংকার,অহংকারও সুজন!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
সুজন্দা কি আমারে মনে করাইয়া দিলেন প্রশ্নটা? আসলেই সচলায়তনে আমি কী যোগ্যতায় লিখি?
আমি যদি এই সময়ে সচলায়তনে আসতাম তাহলে এ জীবনে আদৌ কি পূর্ণ সচল হতে পারতাম? মনে হয় না!
সুজন ভাই সচলের অলংকার , আমাদের অহংকার।
আমার বয়স ২ বছর আট দিন। মাগার ব্লগের সংখ্যা ৩৭ !!
এই জীবনে ব্লগের সংখ্যা ৫০ যে কবে হইব !!
দৃশা
কিন্তু বইয়ের পৃষ্ঠা (বিশেষ করে গানের কালেকশন) হিসেবে আপনের ধারে কাছেও কেউ নাই, ৪৪!!!
ফাহা ভাই গরীব ফকিন্নি লেখকের এইডাই সম্বল। মনে হইতাছে এই গানের পৃষ্ঠা যোগ কইরা কইরাই ১০০ পার কইরা শততম পোস্ট প্রকাশের ভাব লওন লাগপে। আর কুনু উফায় নাই গোলাম হোসেন।
দৃশা
দৃশাফা, আপনে আমার আপনা লুক। আপনেরে আমি আমার পাসওয়ার্ড দিয়া দিমুনে। আপনে আমার অ্যকাউন্টে লগিন করে দুই/তিনটা গান পু্স্টাই দিয়েন।
দেন দেন হীদ্রো ভাই দেন।
আপনার অ্যাকাউন্ট দিয়া কিছু দুর্লভ প্রজাতির মচেৎকার গান পুস্টাই।
যেমন ধরেন 'লো*ফুরুষ বুলফুরুষ', '**ন্দ দেখে ছুধু ছায়াছন্দ'।
ঝাতিকে এইসব গুরুগম্ভীর গানের সাথে পরিচিত করা লাগপে না!
দৃশা
'পীড়িতের কাঁথা দিয়া ....' এই গানটাও
আমি ভেবেছিলাম আমি সবচাইতে কম পোস্ট করি। এখন আমি আমার কথা ফেরত নিলাম । ওহ মনে পড়েছে। আমার ধারণা সচলায়তনে সবচেয়ে কম লেখা পূর্ণ সচল হচ্ছেন অমিত।
লেখালেখি করেছেন (মোট ৩টি):
ব্লগ ১টি
ছবি ২টি
উনি নিশ্চই একজন রঙিন মডু-- মডুগিরি করতে গিয়ে লেখার সময় পাননা![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
উঁহু অমিত মডু না। আমাগো গ্রুপের পোলা। এককালে আমরা এ-টীম নামে একটা দল করছিলাম। অমিত সেইটার সম্মানিত মেম্বার আছিলো।
আপনাদের এ-টীম যদি সেই এ-টীম হয়, তাইলে তো অন্তর্জালিক মিথোলোজী ক্যারেকটার আপনেরা একেকজন। আপনাদের টীমের নাম উঠলে তো এখনো কোথাও কোথাও কেউ কেউ জিকির দিয়া উঠে ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচলে দশ মাস![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তারিখ কবে পড়ছে?
একমাত্র তো রচনা/ভাবসম্প্রসারণ ছাড়া এই ১০ মাস ১০ দিনের কেইস কারো ক্ষেত্রে গড়াইতে দেহি নাই!
ভেরি ইন্টারেস্টিং !
দৃশা
@ দ্রোহী![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
আর কয়েকদিন অবশ্য বাকী আছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সচলে অনেক লেখক আছেন, অনেক কবি আছেন...কিন্তু কার্টুনিস্ট ঐ একজনই।
এক ও অদ্বিতীয় সুজঞ্চৌধুরী।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সবেধন নীলমণি...!
এমুন কার্টুন যে টানতে পারে, তাঁর আবার কিছু লিখতে হয় নাকি...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কী ব্যাপার মানিক ভাই ! আপনে একটু পর পর আমগোরে এরুম বুইড়া আঙুল দেখাইতেছেন ক্যান্ !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এইটা তো আমারো মনে দীর্ঘদিনের প্রশ্ন!
× আমার সচলত্বের বয়স সচলের সমান। আজকে ২ বছর হল। :D
× সুজন্দা...
আপনি সচলের সেরা প্রতীকগুলোর একটি। সচলের বৈশিষ্ট্য দু'টি। একটি হল একটি মোটামুটি উঁচু মান ধরে রাখা, অন্যটি হল কিছুদিন পরপর স্ফুলিঙ্গ থেকে অগ্নুৎপাত হয়ে যাওয়া। বড় বড় সময়গুলোয় সচলের প্রতীক হয়ে গিয়েছে আপনার আঁকা কার্টুনগুলো।
"মুক্ত হোক সচলায়তন" কিংবা ব্যাপক জনপ্রিয় "...ন্তিস"এর কথা এত সহজে ভুলে গেছি ভাবলেন? জলপাই যুগের সেই কার্টুনগুলোর মত নাড়া দেওয়ার ক্ষমতা তো আমাদের শত শত পোস্টেরও নেই! অসমাপ্ত দাদৈতিহাসিক, এরশাদ, ... কত বলবো?
× রইলো বাকি খুব ব্যাক্তিগত একটা ব্যাপারও। এ-যাবৎ আমার জন্মদিনে পাওয়া সেরা উপহারটা কিন্তু আপনার দেওয়া। সেই যে ছবিটা এঁকে দিলেন... এরপর একে একে অন্যান্য অনেক সচলের জন্যও।
× অতএব, উল্টা-পাল্টা বলার দায়ে এখনই আরও দুই খান কার্টুন নামান!
সুজন্দা রক্স।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
"আমি যে ঠিক কি যোগ্যতায় সচলায়তনে লিখি সেটা আমার কাছে ১টা বিরাট প্রশ্ন।"![অ্যাঁ অ্যাঁ](http://www.sachalayatan.com/files/smileys/13.gif)
![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
কন্কি আপ্নে, সুজন্দা?
কিন্তুক এই প্রশ্ন আমার নিজেরে করলে মনে হয়, তাই তো...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ছবিতে দেখতে পাচ্ছি আপনার মাথায় একটা রসের ভাণ্ডার আছে । ঐটাই যোগ্যতা ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আজই প্রথম দেখলাম বিষয়টা।
সচল পরিসংখ্যান কি আদৌ ঠিক আছে ? মনে হয় না !
মে,২০০৮ হতে জুন,২০০৯
অতএব, জ্ঞান-বর্ধক পরামর্শ:
এমন ব্যাঙাচির ফলন আর না বাড়িয়ে মানসিক চিকিৎসার্থে আগামী এক বছর ঘুম-ছুটিতে থাকুন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা তো ব্যাপক লেখালেখি করছেন দেখা যায়! ১৬০টি! এক বছরে?! ওউ!
এখন আমি ছুটিতে থাকবো আর ঘুমিয়ে ঘুমিয়ে বগল বাজাবো । তয় হিমু'র পরিসংখ্যানটা একবার দেখেন। মানুষ না যন্ত্র, ধান্ধায় পড়ে যাবেন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন