হেশোর ডায়রি

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০১/০৯/২০০৯ - ১২:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Hesoram-01
এক দশকেরও বেশি সময় ধরে ভাবছি, সুকুমারের পাগলা দাশুকে নিয়ে "একটা কিছু" করা দরকার। করা হয়নি। সচলায়তনেই এ নিয়ে আমার ভাবনার সংক্ষিপ্ত রূপ পোস্ট করেছিলাম, কিন্তু কিছু খসড়া স্কেচেই সীমাবদ্ধ হয়ে রইলো দেশো।

এরপর সম্প্রতি প্রকাশায়তনের উদ্যোগের কথা শুনে চিন্তাটা আবার গতি পেলেও কালাতো ভাই হাঁটুপানির জলদস্যু এসে দেশোর পরিবর্তে হেশোকে নিয়ে ঘ্যানঘ্যান করতে লাগলো।

তিতিবিরক্ত হয়ে এক পর্যায়ে আবার প্যাড পেন্সিল মাউস তুলে নিলাম হাতে। প্রকাশায়তন যদি মাথা চাঁড়া দিয়ে দাঁড়াতে পারে, তবে হেশোরাম হুঁশিয়ারের ডায়রি গ্রাফিক নভেল আকারে পেয়ে যাবেন।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অপেক্ষায়, নাজির ঃ)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমিও অপেক্ষাই নাজির
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি
শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

অপেক্ষায়...

সুজন চৌধুরী এর ছবি
শাহেনশাহ সিমন এর ছবি

আর কয়দিন?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

কুবের [অতিথি] এর ছবি

আর কয়দিন? মন খারাপ

সুজন চৌধুরী এর ছবি
খেকশিয়াল এর ছবি

ওরে এ এ এ !! পাঙ্খা!!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি
এনকিদু এর ছবি

দারুন ! অপেক্ষায় থাকলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুজন চৌধুরী এর ছবি
অমিত এর ছবি

গুরু গুরু

সুজন চৌধুরী এর ছবি
রুশাফি [অতিথি] এর ছবি

কঠিন হইছে। আপনার লিস্টে কি গোমড়াথেরিয়াম আছে? যদি কখনও সময় পান ...... আমি আপনার স্কেচে গোমড়াথেরিয়ামকে দেখতে চাই।

সুজন চৌধুরী এর ছবি

আছে তো বটেই, তবে কাগজে কলমে গোমড়াথেরিয়ামের সাথে এখনো দেখা হয়নি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সবজান্তা এর ছবি

গুল্লি

আমিও অপেক্ষায় নাজির।

আরেকটা কথা, দাদৈতিহাসিক কি আর আগাবে না ?


অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি

আগাবে, আগাবে। খালি এট্টু ধৈর্য ধরে থাকো সুনা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুজন চৌধুরী এর ছবি
অনিকেত এর ছবি

গুরু গুরু

সুজন চৌধুরী এর ছবি

ভাইরে! আমি এখনো ইমোটিকন দিতে পারি না, তবে এটার ১টা উত্তর নিশ্চ্য়ই ইমোটিকনে থাকা উচিৎ।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিকাছে।

সুজন চৌধুরী এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

আনন্দে ডিগবাজি দেওয়ার অবস্থা, সুজন্দা!

সুজন চৌধুরী এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

জটিলস্য জটিল, পুরাই জ্রট্রিল চলুক

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুজন চৌধুরী এর ছবি
তানবীরা এর ছবি

হেশোরাম হুঁশিয়ার জিন্দাবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুজন চৌধুরী এর ছবি
সমুদ্র এর ছবি

গ্রাফিক নভেল! ওয়াও!! আলিফ!! দেঁতো হাসি

"Life happens while we are busy planning it"

সুজন চৌধুরী এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

ভাই প্রচলিত কোনো প্রশংসাবাক্য দিয়ে আমার মুগ্ধতাটা জানাতে পারছি না!
দুর্দান্ত কাজ! বিশেষত পেছনের জমিনটা (ব্যাকগ্রাউন্ড বলছি না, আজকাল লেখার সময় ঠিক করেছি প্রচলিত কোনো ইংরেজি টার্মের সুচিন্তিত অনুবাদ দেয়ার চেষ্টা করব!) অসাধারণ কাজ হয়েছে।
আরো দেখার অপেক্ষায় রইলাম। হাসি
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ মৃদুল'দা, আপনার কথায় খুবই উৎসাহ পেলাম। এখনও বেশ কিছু রসদ জোগার করা বাকী, তবে খসড়া চলছে পুরো দমে। আসলে গল্পের সময়টাই ছবির জমিন তৈরী করে দিয়েছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে গল্পটা বলার ক্ষেত্রে, ঠিক প্রচলিত কমিক্স-এর ধারায় এটা বলা হচ্ছেনা... দেখি আমিও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি শেষটা দেখার জন্য।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

রেনেট এর ছবি

মুগ্ধ হয়ে দেখে গেলাম শুধু। অসাধারণ!

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুজন চৌধুরী এর ছবি
মূলত পাঠক এর ছবি

এইটা আপনি এঁকেছেন? কী সর্বনাশ!! গরীব মানুষ, না হলে সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম হাতখানা (অবশ্য তাতে আর আঁকতে পারতেন না, সেটা একটা সমস্যা)।

এই রকম ছবি যে আঁকে সে ঐ হেশোরামের ডায়রির জানোয়ার, মানুষ না!

সুজন চৌধুরী এর ছবি

পাঠক'দা, আপনার মন্তব্য পড়েতো পুলকিত রংধনু হয়ে গেলাম!!!

"এই রকম ছবি যে আঁকে সে ঐ হেশোরামের ডায়রির জানোয়ার, মানুষ না!"

তবে এইটা কৈছেন খাঁটি কথা! কি-থেরিয়াম নাম নেয়া যায় তাই ভাবতেছি!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

মূলত পাঠক এর ছবি

আর্টিথেরিয়াম চলবে? বেশ খাবার খাবার নামও হলো, আর্টিচোকের মতো।

স্পর্শ এর ছবি

ওরে ওরে!
আপনি এইটা করতে থাকেন! আমি এইদিকে সোনা রেডী করি। আপনার হাত সোনা দিয়ে বান্ধাইয়া দেওয়ার ইচ্ছা হইসে! হাসি

কোন হাতে আঁকেন? ডান নাকি বা?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুজন চৌধুরী এর ছবি
দময়ন্তী এর ছবি

আপনি সাংঘাতিক প্রতিভাবান৷ শীগগির নামিয়ে ফেলুন৷ অপেক্ষায় রইলাম৷
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সুজন চৌধুরী এর ছবি

বাপরে!
তবে আপনাকে অনেক ধন্যবাদ, খুবই উৎসাহিত বোধ করলাম।
আমিও অপেক্ষায় আছি।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সুহান রিজওয়ান এর ছবি

আমার দেখা অন্যতম সেরা সচল পোস্ট !!!

মুগ্ধতা ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

আকতার আহমেদ এর ছবি

মুগ্ধতা জানায়া গেলাম, আর অপেক্ষায় থাকলাম!

মামুন হক এর ছবি

আমিও অপেক্ষায় আইজুদ্দিন।

বর্ষা [অতিথি] এর ছবি

সুজন দা আপ্নে ছবিটার পুরানো হয়ায় কুঁচকে যাওয়া টা যা একেঁছেন না!!!!! বর্ডার টাও জোশ হয়েছে! আর আপনার কালাতো ভাই কেও ধন্যবাদ !!!! কি আর করা !!! আপনার ট্যাব্লেট টির মডেল কি?

তীরন্দাজ এর ছবি

হসোরামের এক একটি পাতা যে খুব ডাসা ডাসা হবে, সেটা শুরুতেই টের পাওয়া যাচ্ছে।

অধীর অপেক্ষায় রইলাম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দুষ্ট বালিকা এর ছবি

ওরেরেরে... আমি আনন্দে লাফাচ্ছি... হুররররেরেরে...

---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

ওরেরেরে... আমি আনন্দে লাফাচ্ছি... হুররররেরেরে...

---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

এ্যাত গুন কিভাবে ধরে রাখেন? জব্বর কাজ হইছে। অপেক্ষায় থাকলাম।

...অসমাপ্ত [অতিথি] এর ছবি

কদ্দুর কি হৈল? ...আর কদ্দিন লাগবে?? ...অপেক্ষায় আছি।

সংসপ্তক [অতিথি] এর ছবি

উর‌্যেহ!!!
মিছা আশা দিলে নরকে যাবেন। খোদার কসম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।