বরাহশিকারী রবিন

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২৪/১২/২০০৯ - ৫:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

robin-2

হাত কাটা রবিন" মুহম্মদ জাফর ইকবালের প্রথম কিশোর উপন্যাস। এই বইটার প্রথম সংস্করণ এখন কারো কাছে পাওয়া যায় কি না, সে এক প্রশ্ন। ভালো কাগজে, হার্ড কাভারে ছাপা দুর্দান্ত একটা বই, আর ততোধিক দুর্দান্ত সেই চরিত্র হাকার-বিন। যার একটা হাত কনুয়ের নিচ থেকে কাটা, কিন্তু সেই শূন্যতাটুকু পূরণ করে দিয়েছে তার সাহস আর জেদ। অনেকের মাঝেও সে একাকী, আলাদা, বিষণ্ণ।

আমরা সবাই হয়তো হাকার-বিনের মতোই, আমাদের একটা হাত বাঁধা, নয়তো কাটা, নয়তো গজায়ইনি। দু'টো হাত আমাদের সকলের থাকলে, এ দেশে একটাও যুদ্ধাপরাধী বেঁচে থাকতো?

এক হাত নিয়েই মাঠে নামবো আমরা। সেই হাতে থাকবে বল্লম। বরাহশিকারে যাবো!
.
.
বরাহশিকারী + হাত কাটা রবিন


মন্তব্য

শুভাশীষ দাশ এর ছবি

আঁকা দেখে মন ভরে গেল।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

হিমু এর ছবি
রাহিন হায়দার এর ছবি

চমৎকার!!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অনিকেত এর ছবি

গুরু গুরু

তিথীডোর এর ছবি

ছবিটা সুন্দর,
লেখাটা দারুণ!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

স্নিগ্ধা এর ছবি

আপনি কী খান, আমি জানি না!!! কী খান, আসলে???

তুলিরেখা এর ছবি

স্নিগ্ধার প্রশ্নটা আমারও। আপনি কী খান?
বাপরে, কী আঁকা!!!!!!!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য, সুজন্দা। মন ভালো হয়ে গেল কল্পনার হাকারবিন-কে ছবিতে দেখে। কেউ মূল লেখককে এটা পাঠালে ভালো হয়। খুশি হবেন নিশ্চয়ই।

অতিথি লেখক এর ছবি

পাঠানো হয়েছে জনাব!

রাজিব মোস্তাফিজ

মণিকা রশিদ এর ছবি

এত ভালো আঁকেন কিভাবে? অসাধারণ!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শশাঙ্ক বরণ রায় এর ছবি

অসাধারণ...

সুহান রিজওয়ান এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

_________________________________________

সেরিওজা

মূলত পাঠক এর ছবি

লাজবাব!

মাহবুব লীলেন এর ছবি

বড়ো হয়ে আমি সুজঞ্চৌ হবো ছবি আঁকার জন্য

মুস্তাফিজ এর ছবি

অসাধারণ

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

মারাত্মক। জুশ হইছে।

=============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

বড়োই সৌন্দরয্য...১লা জানুয়ারি আসতে আত দেরি করতেসে কেন? পুরা এনিমেশনটা দেখতে বড়োই মঞ্চায়।

খেকশিয়াল এর ছবি

ওরেএএএএ!!!!!!! চলুক চলুক চলুক চলুক চলুক

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

চলুক

দুর্দান্ত এর ছবি

অসাধারন। অনেক অভিনন্দন। এগিয়ে চলুন।

রানা মেহের এর ছবি

ছবি তো ছবি
আইডিয়াটাও দুর্দান্ত লাগলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ওডিন এর ছবি

দারুণ!!! এক্কেবারে কল্পনার হাকার-বিন। অসাধারণ আঁকাআঁকি চলুক
______________________________________

যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

কনফুসিয়াস এর ছবি

তুফান হইছে একদম! চলুক

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বইখাতা এর ছবি

খুবই চমৎকার সব ছবি। লেখাও চমৎকার।

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

...সুন্দর ছবি, সুন্দর আঁকা...[sigh...]

অতিথি লেখক এর ছবি

অসাধারণ
জাঝা!!!

আমার জীবনে এই আকিঁয়েদের চেয়ে বেশি আর কাউকে হিংসা করি নাই । কিভাবে পারে এরা?!
কিভাবে পারেন আপনি?
বরাহদের আঘাত করার কত শক্তিশালী/সূক্ষ্ণ হাতিয়ার !

চলুক আপনার অন্য হাত।

বোহেমিয়ান

অমিত এর ছবি

এইটা পুরা ঝাকি দিয়া গেল
জাঝা বস, জাঝা
(হাকারবিন এর প্রথম সংস্করণটা আমার কাছে ছিল একসময়,বড় ভাই থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া।কই এখন সেটা কে জানে !)

দ্রোহী এর ছবি

১.
আহ! সুজন্দা! আহ!
বাহ! সুজন্দা! বাহ!

২.
হাত আমাদের দুটোই আছে। তবে সমস্যা হচ্ছে আমাদের একটা হাত ব্যস্ত পরের পোঁদে আঙুল দেবার কাজে। আর বাকি হাতটা ব্যস্ত নিজের পোঁদ অন্যের আঙুল থেকে রক্ষার কাজে।

এনকিদু এর ছবি

হাকার-বিন আমার খুব প্রিয় বই । খুব ভাল লাগল সুজন্দা । খুব খুব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পার্টাকাস এর ছবি

লাজয়াব।

-------------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

ভুতুম এর ছবি

জটিলস্য জটিল।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সুজন চৌধুরী এর ছবি

সকলকে অনেক অনেক ধন্যবাদ।নিজে কালা হোন এবং অপরকে কালা করুন, তারপর চলুন বরাহ শিকারে।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।