আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে- ২৫

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ২৬/০২/২০১০ - ১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

himu kala

আরে আমি আগেই জানতাম! হে হে হে .... এই না হৈলে কালাতো ভাই!অনেক অনেক কালাভিনন্দন!


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কালা কালা কুতুবিহী...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি
রাহিন হায়দার এর ছবি

ডরাইসিলাম!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

সুজন চৌধুরী এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা!
জটিল।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ওডিন এর ছবি

নীড়পাতাটা রিফ্রেশ করার লগে লগে বুকটা ধ্বক কইরা উঠলো!

অতীব আতঙ্কউদ্রেককারী চিত্রকর্ম! আশেপাশে শিশু কিংবা বৃদ্ধ থাকলে কি যে হইতো ... খাইছে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নাশতারান এর ছবি

কালাজয়ী ফুটো ! কালাজয় জারি থাকুক !!!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শাহেনশাহ সিমন এর ছবি

ডরাইসি!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুজন চৌধুরী এর ছবি
হিমু এর ছবি
সুজন চৌধুরী এর ছবি
তিথীডোর এর ছবি

বাপরে!!
কাল_জয়ী চিত্র..

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

যুধিষ্ঠির এর ছবি

কাল্লাগ্লো।

অভিনন্দন!

আবির আনোয়ার [অতিথি] এর ছবি

কঠঠিইইইন। গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

কিউরেকা, কিউরেকা! ('ক' ফর 'কালো')

সুজন ভাই, হিমুর মুখটা ''এত্তো কিউট!" চোখ টিপি

- শরতশিশির -

তাসনীম এর ছবি

লেখা কিন্তু কালাশনিকভের মতই...

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনার্য সঙ্গীত এর ছবি

সঙ্গত কারণেই কালপুরুষ বলতে পারছিনা চোখ টিপি । তাই বল্লাম কুল্পুরুষ দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি

- কালা-ই-ডু-স্কোপের জন্য, স্পেশালি এমন একটা খবরের পর ম্যাগনাম ওপাসের লেখিয়েকে অভিনন্দন জানাতে একটা গান খুঁজে পাইছি। জুড়ে দেই এইখানে।

প্লেয়ারে ম্যারুন রংটা যোগ করা হৈছে ম্যাগনাম ওপাসে এই রঙ-এর প্রতিনিধিত্বের কারণে। মাঝের সবুজ রং'টা উপস্থাপন করে কালা-ই-ডু-স্কোপের চিরহরিৎ মনের। আর বাম দিকের নীল রং নির্দেশ করে সবার জন্য ভালোবাসা [এইটা ধুগোরও হৈতে পারে আবার কালা-ই-ডু-স্কোপেরও হৈতে পারে!]।

এইবার উড়ান্তিস গানটা শুনতে থাকেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বাউলিয়ানা এর ছবি

গান লাইক্কর্লুম হাসি

অতিথি লেখক এর ছবি

ভাই ধুগো, এত পরিচিত গান কিন্তু কিছুতেই গানের/ গ্রুপের নাম মনে করতে পারছি না। এয়ার সাপ্লাই? বন জোভি? রিচার্ড মার্ক্স? হেল্প! হাসি

আর, অফকোর্স পছন্দ!

- শরতশিশির -

অতিথি লেখক এর ছবি

না, মনে করতে পারলাম শেষ পর্যন্ত। জন ফার্নহাম - ইয়'র দ্যা ভয়েস (১৯৮৭)। স্কটিশ ব্যাগপাইপটা দিয়ে ধরতে পারলাম। মাথার মধ্যে এত ঘুরছিলো যে না বের করা পর্যন্ত শান্তি হচ্ছিল না!

- শরতশিশির -

ধুসর গোধূলি এর ছবি

- যাক, বের করতে পারলেন শেষ পর্যন্ত! আগে আপনার মন্তব্যটা দেখলে হয়তো আগেই আপনি জবাব পেয়ে যেতেন। এই গানটা খুঁজতে আমারও অনেক সময় ব্যয় হয়েছে। গানের নাম গায়কের নাম, কিছুই জানতাম না। শুধু গানটা শুনতাম বিভিন্ন জায়গায়। এই সেদিন পেলাম মোটে! পরে জানলাম এই ভদ্রলোক অস্ট্রেলিয়ান। আর তার এই গানটা আরও অনেকেই গেয়েছেন। কিন্তু আমার এই ভদ্রলোকেরটাই মনমতোন লেগেছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, ৮০'র দশকের অন্যতম ভাল একটা গান আবার শোনাবার জন্য। আমি আরেকটু হলে আমার কাজিন-কে কানাডায় ফোন করে ফেলতাম, ও ওয়ার্ল্ড মিউজিক-এ এমসি (তখন আরজে বলতো না) ছিল, ঠিক বলতে পারতো। একদম পার্ফেক্ট চয়েস! আমি বুঝতে পারি আপনার ভাল ভাল গানের স্টক আছে, সেগুলো মাঝে মাঝে শেয়ার করবেন।

আর, আপনার সাথে আগে কথা হয়নি, কিন্তু আমি জানি আপনি কত মজার মজার কমেন্ট করেন। আবার পরে কথা হলে সেরকম "মজারু" কমেন্টই দেখতে চাই, কেমন?

ভাল থাকবেন।

- শরতশিশির -

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

চলুক
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সাইফ তাহসিন এর ছবি

পুরাই বোমা হইছে, পাঁচাইলাম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কুলদা রায় [অতিথি] এর ছবি

কালা তোর তরে
কদমতলে
চেয়ে থাকি...

দুর্দান্ত এর ছবি

বিলাক বিউটি মোবারক
কালোজাম তবারক
শিং-মাগুর শরিষা তিল
কাঁকই কাজল কালোচীল
আঁধার চুল, চুলোর মুখ।
আলকাতরা আর শহারুখ!

জিনিস কালো হইলেই খারাপ না।

আলমগীর এর ছবি

খবর পায়া দৌড়িয়া আসলাম। তাড়াতাড়িতে ওই পোস্টে ক্লিক না কইরা ক্লিক করলাম এইটাতে। ডরাইয়া লগে লগে দৌড়। মৌজ হোক বহু।

দ্রোহী এর ছবি

পুরা কালাময়ী হইছে!!!!!!!!!!!!!!!!

অতিথি লেখক এর ছবি

কালো যদি মন্দ তবে
চুল পাকিলে কান্দ কেনে?

সুজন্দা শেষে কালাতো ভাইরে পাকাচুলদাড়ি দিলেন? খাইছে

কৌস্তুভ

দময়ন্তী এর ছবি

অহো! অহো ! কি দিব্যজ্যোতি ফুটে ব্রুচ্ছে! কি হেরিলাম অহো!
দেঁতো হাসি
হো হো হো
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

বিলীন অরণ্য [অতিথি] এর ছবি

আমি একটু ভয় খাইছি।

অনুপম ত্রিবেদি এর ছবি

লুকটারে চিন-পরিচিত লাগে !!!

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুহান রিজওয়ান এর ছবি

চেলছি'র ছলোমন কালু ফেল !!!!

_________________________________________

সেরিওজা

মুস্তাফিজ এর ছবি

এট্টু স্নো পাউডার লাগবো, বেশী না

...........................
Every Picture Tells a Story

বোহেমিয়ান এর ছবি

জটিলস্য!!
কালাজয়ী ...
হেহে!
কালাভিনন্দন!!

কালাতো ভাইদের কাজ কার্বার জারি থাকুক
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

পুরা কালায় ফালাইলেন্তো!! দেঁতো হাসি
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

ঘুম পরী [অতিথি] এর ছবি

আমি একটুও ভয় পাইনি।আমার অনেক সাহস

কীর্তিনাশা এর ছবি

হ ঠিকাছে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জি.এম.তানিম এর ছবি

একদিন আমি বিখ্যাত হব... সুজন্দা আমার একটা ছবি আঁকবেন। স্বপ্ন দেখতেসি।

আপনার হাত কয়লা... থুক্কু হীরা দিয়ে বাঁধাই করে দিতে মঞ্চায়।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মণিকা রশিদ এর ছবি

পুরা টাস্‌কী খাইছি!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।