৭ই মার্চ

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: সোম, ০৮/০৩/২০১০ - ৪:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

7th march
বাবার কাছে শোনা মুক্তিযুদ্ধের গল্পগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ৭ই মার্চের ভাষণের গল্পটা ... রোমাঞ্চিত হতাম... বাবা বলতো... "তারপরতো বঙ্গবন্ধু মঞ্চে উঠলেন ... আমরা দর্শকের একেবারে সামনের সারিতে...... মঞ্চের উপর বঙ্গবন্ধুর সেই বিশাল দেহ ..... তারপরতো সবই ইতিহাস...."

মাত্র ৩৮ বছর আগের জিনিস এভাবে রক্ষা করতে হবে ভাবলেও অপরাধবোধ হয়।৭১ সালের অনেক পত্রিকাই বাবার কাছে ছিলো, সব এখন আর পাই না, তবে যা ছিলো সবই সংরক্ষণের চেষ্টা করছি। এটা তারই ১টা পাতা, ১৯৭১ সালের ৮ই মার্চের দৈনিক ইত্তেফাক।আজকে যখন স্ক্যান করছিলাম মনে হচ্ছিলো ইতিহাসকে স্পর্শ করছি, যার প্রতিটা অক্ষর সময়ের সাক্ষী...... বাবার চোখ দিয়ে দেখার চেষ্টা করি, না দেখা বঙ্গবন্ধুকে, নিজের অজান্তেই বলি
জয় বাংলা !
জয় বঙ্গবন্ধু!


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

এই পোস্টে প্রথম মন্তব্য করতে পেরে বিয়াপক আনন্দ পাইলাম, পোস্টে উত্তম জাঝা!

জয় বাংলা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

একটা বেকুবি প্রশ্ন করতে নিয়েছিলাম, এই পাতাটার বয়স কত, পরে মনে পড়ল এইটা জিজ্ঞেস করার কিছু নাই, উত্তরটা সবার জানা। এই পাতাটা সংগ্রহ করে রাখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সুজনদা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শুভাশীষ দাশ এর ছবি

পুরা পেপারটা স্ক্যান করে দ্যান, বস্‌।

সুজন চৌধুরী এর ছবি

হুম দিবো, স্ক্যান করা শুরু করছি মাত্র, আমার স্ক্যানারটা ছোট তাই জোড়া লাগাতে হচ্ছে সব কাগজ....একটু সময় লাগবে এই যা।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

বর্ষা এর ছবি

জয় বাংলা !
জয় বঙ্গবন্ধু!

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অতিথি লেখক এর ছবি

মনে আছে, তখন স্কুলে পড়ি। একসময় (স্বাধীনতার কয়েক বছর পরে) চাকুরীর সুবাদে আব্বু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাথে জড়িত ছিলেন। ট্রাস্ট থেকে একবার বিজয় দিবসে 'স্বাধীনতার গান' নামের একটা ক্যাসেট বেরিয়েছিল, যেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক জনমুখী গান আর কবিতা আবৃত্তি ছিল। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার ছিল বংগবন্ধুর ৭ই মার্চের ভাষণভুক্তি, পুরোটা (তখন এরশাদের সময় ছিল, কাজেই খুউব খেয়াল করে)। তখন অল্পস্বল্প 'বংগবন্ধু' নামটা শুনতাম, অনেকটা ফিসফিসিয়ে।

যখন পুরো ভাষণটা শুনলাম, মনে হলো গায়ের রক্ত টগবগিয়ে ফুটে উঠলো। তারপর শুরু করলাম আব্বুকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করা। আমার স্পষ্ট মনে আছে, আব্বুর মুখ (আব্বু নিজে মুক্তিযোদ্ধা ছিলেন) খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো, একটা স্মিত হাসি যেন খেলে গেলো। শুনলাম, কিভাবে অফিস কামাই করে, বাসায় এসে দাদাকে নিয়ে "বংগবন্ধু কি বলেন" শুনতে যাওয়া। কিভাবে ভাষণ শেষ হলে বাসায় ফিরে দাদাকে নিয়ে পাড়ায় মিটিং করা, ঘন ঘন বংগবন্ধুর বাড়ীতে যাওয়া পরবর্তীতে ''কি হবে'' জানতে (তখন ওঁনার বাড়ীতে সবার যাওয়া প্রায় উন্মুক্ত ছিল), দিদা-ফুপ্পীদের নিরাপদ আশ্রয়ের প্রায় ব্যবস্থা করা, ইত্যাদি।

আমার খুব হাস্যকর মনে হয়, যখন দেখি কি প্রাণান্তকর চেষ্টা দেশের প্রধান দুই দলের‌ বংগবন্ধুকে নিয়ে নোংরা রাজনীতির। এটুকু যদি বোঝার ক্ষমতা থাকতো দু'দলেরই, এমনকি শেখ হাসিনার নিজের যে, বংগবন্ধু স্বমহিমায়, স্বীয় কীর্তিতে আমাদের জাতীয় 'আইকন', দলীয় সম্পত্তি নন, তাইলে আজকে আমরা সত্যিকারভাবে দিনটিকে অন্যরূপে সেলিব্রেট করতে পারতাম। দেশের আপামর জনসাধারণের প্রাণের দাবীকে একটা ঐতিহাসিক ভাষণে (তাও যা স্বতঃস্ফুর্তভাবে বলা) পরিণত করা, সেই ভাষণে
ভবিষ্যত দিকনির্দেশনা দিয়ে যাওয়া নিজের জান হাতে করে, সেই মানুষটা 'মহামানব' না তো কি!

- শরতশিশির -

সুজন চৌধুরী এর ছবি
বোহেমিয়ান এর ছবি

এই দিনটার কথা আম্মুর কাছে প্রায় ই শোনা হয় ।
আম্মু এই দিন জনসভায় গিয়েছিলেন, নানার সাথে ।
শুধুই কৌতূহল বসে , বঙ্গবন্ধুকে দেখার জন্য , আম্মু তখন অনেক ছোট । বাসার সবাই যাচ্ছে, তাই আম্মুও গিয়েছিলেন নানা/মামাদের ধরে টরে । তবে দেখতে পান নি, খুব ভীড় ছিল ।
যতবার এই দিনের ভাষণ শুনি টগবগিয়ে ওঠে রক্ত । বিশেষায়িত করার মত কোন শব্দ খুঁজে পেলাম না, সেই ভাষণ এর জন্য ।
এই দিনকে কালো অধ্যায় যারা বলছেন, তারা খুব শিঘ্রি ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরকে নিয়েও বলবে ।

শরতশিশির এর বক্ত্যবের সাথে একমত । জাতীয় আইকন , দলীয় সম্পদ নয়। বঙ্গবন্ধু এম্নিতেই মানুষের হৃদয়ে আছে, থাকবেন ও ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

মুস্তাফিজ এর ছবি

আমি সেই ভাষন শুনেছিলাম, পরদিন রেডিওতে। আজও যখন শুনি সেই সেদিনের মত গায়ের রোম এখনও দাঁড়িয়ে যায়।
যারা শুনতে চান সেই ঐতিহাসিক ভাষন, আমার এই লেখায় তার লিঙ্ক দেয়া আছে। http://www.sachalayatan.com/mustafiz/29364

...........................
Every Picture Tells a Story

সুজন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

চলুক চলুক চলুক

দুষ্ট বালিকা এর ছবি

চলুক (চলুক) চলুক

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বাউলিয়ানা এর ছবি

৭ই মার্চের ভাষন, যতবার শুনি গায়ের লোম খাড়া হয়ে যায়। মনে আছে ছোট বেলায় এই ভাষনটা শুনে একবার একটা লাইনে আটকে গিয়েছিলাম, "আর যদি একটা গুলি চলে.."
পাশে বসা নানা ভাইকে জিজ্ঞেস করেছিলাম, "নানা ভাই, গুলি চলে ক্যামনে?"
নানা ভাই অনেক কথা বলতেন, কিছু বুঝতাম কিছু বুঝতাম না। তারপর অনেকবার শুনেছি এই মহাকাব্যিক ভাষন। "দাবায়ে রাখতে পারবানা", "ভাতে মারব পানিতে মারব" ভাষনের এরকম কিছু শব্দ আর তাদের জোড়ালো প্রভাব যে কী অসাধারন! তা নিয়ে বোধহয় একটা পিএচডি থিসিস লিখে ফেলা যাবে।

সুজনদা, পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

সাফি এর ছবি

শরতশিশিরের বক্তব্যের সাথে একমত। ইতিহাসের এমন এক দলিল ভাগাভাগি করার জন্য সুজনদাকে ধন্যবাদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সেই সময়ে আমার বাবা ইত্তেফাকে চাকরী করতেন। জন্মের পর থেকেই দৈনিক পত্রিকা আসে বাড়িতে। মাসকতেক পরে বিক্রি করে দেওয়াটাই রেওয়াজ। জঞ্জাল। ইশ্, তখন কেন এগুলো যে বাবা রেখে দিলো না মন খারাপ

অনেক ধন্যবাদ সুজন্দা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি

হ্যা, নজরুল ভাই অনেক আক্ষেপই রয়ে যাবে, যদি এখনো যা আছে তা রক্ষা না করা হয়!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

তাসনীম এর ছবি

চলুক

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ওডিন এর ছবি

মন্তব্য করতে গিয়ে বলার মতো কিছুই খুঁজে পেলাম না- শুধু ধন্যবাদ দেয়া ছাড়া।

ধন্যবাদ সুজনদা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সুজন চৌধুরী এর ছবি

সকলকেই ধন্যবাদ।
আমি ভাবতেছিলাম, খুব ভালো হতো যদি, আমাদের যার কাছে ৭১'এর যাই আছে সেগুলোকে নেটে একত্র করে রাখা যেতো, তাহলে অনেক অসাধারণ জিনিস পাওয়া যেতো। সেটা যে কোন কিছুই হতেপারে

...এখনতো সবই গুরুত্বপূর্ণ তথ্য মনে হচ্ছে... কে জানে হয়তো পরে এগুলোই প্রামাণিক হিসাবে কাজ করবে।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সুজন চৌধুরী এর ছবি

এই ৭ই মার্চের ভাষণের ভিডিও ফুটেজ কিভাবে তোলা হয়? কোথায় রাখা হয়? কিভাবে রক্ষা করা হয়? কিভাবে মুক্তিযুদ্ধের সময় তা বিভিন্ন হাত বদলে আগরতলা দিয়ে ভারতে ঢোকে সেটা ১টা দারুণ থ্রিলিং গল্প.... তারপরতো আবারো রক্ষা করার পালা.... এসব গল্পকে হারাতে দেয়া যায় না নিশ্চুই!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

অতিথি লেখক এর ছবি

আপনি জানেন কি? জানলে জানান আমাদের, আমি অন্ততঃ জানি না। আমি শুধু জানি কিভাবে ভাষণটা রেকর্ড করে পরদিন রেডিওতে শোনানো হয়েছিল (সৌজন্যেঃ মুস্তাফিজ ভাই)। সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে! ধন্যবাদ।

- শরতশিশির -

শাহেনশাহ সিমন এর ছবি

ছোট, কিন্তু গুরুত্বপূর্ন ঘটনা গুলো আসলেই আর্কাইভ করা উচিৎ... অনেক কিছুই জানি না এখনো...
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শৈশব এর ছবি

আমি কি আপনার এই ছবিটি ব্যবহার করতে পারি??

অসাধারণ লাগলো পত্রিকাটি দেখে......

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।