সেদিন আর কত দূরে!

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ০৯/০৭/২০১০ - ৪:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Neil-Armstrong with BD flag
আনিসাইল আর সাপ্তাহিক চান্দের আলো পিছে থাকলে এমন ছবি দেখতে পাওয়া কেবল সুমায়ের ব্যাপার।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেই সুমায় কবে?? হো হো হো

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
হাসিব এর ছবি

পত্রিকায় দেবার জন্যি ফটুকটা তৈয়ার করে দিলাম ।

auto

সুজন চৌধুরী এর ছবি
কৌস্তুভ এর ছবি

এইবারে ঠিক হয়েছে!

অতিথি লেখক এর ছবি

চান্দের আলো পাশে থাকলে এইটা আরো তারাতারি দেখা যাইতে পারে! খেকয!

--- থাবা বাবা!

বোহেমিয়ান এর ছবি

নাহ! খ্রাপ লুকের কারণে দেশে থাকনই যাইব না!
সুজন্দা ,হাসিব্বাইরে নিন্দা জানাই!

গড়াগড়ি দিয়া হাসি

_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

দ্রোহী এর ছবি

মাস্কের ধরন দেখে মনে হচ্ছে অভিযাত্রী আমার আপন ভায়রা ভাই ধূসর গোধূলি।

তবে ছবিতে পতাকার লড়ালড়ি দেখে আমার সন্দেহ হইতেছে যে ভায়রা ভাই এই ছবি ধানক্ষেতে খাড়াইয়া তুলছে। হো হো হো

সুজন্দা আপ্নেরে উত্তম জাঝা। হাসি


কি মাঝি, ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- এইটা পরিষ্কার ব্যক্তিআক্রমন হৈছে। আমি ধানক্ষেতে খাড়ায়া ফটুক তুলুম ক্যান? চান্দে কৈলাম আমার কেনা জমি আছে, হুঁ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অমিত এর ছবি

না এটা ফেক বোঝাই যাচ্ছে। আনিসাইল আর সাপ্তাহিক চান্দের আলো পিছে থাকলে চান্দে হোক মঙ্গলেই হোক, স্পেসসুট লাগে না কী ??!!

অতিথি লেখক এর ছবি

হাসিব ভাইয়ের এডিটিত ছবি---লাজওয়াব!!!

মাহবুব লীলেন এর ছবি

জ্যাকেটের ভিত্রে ওই লুক্টা কে? আপনি?

অনুপম ত্রিবেদি এর ছবি

এইটা তো পদ্মার চরে খাড়ায়া তোলা ছবি ... খেলতাম্না ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

খাইছে

আনিছাইল এর ছবি

বাহুশক্তি চৌধুরী,বঙ্গ দেশের প্রথম চান্দেরবাত্তি
আনিছাইল, চান্দের আলো

চান্দের আলো পত্রিকার সাংবাদিক বাহুশক্ত চৌধুরী চান্দের এক খাড়িতে পা রেখে বলেছেন, আলহাম্দুলিল্লা,বাঙ্গালী জাতির কোটি মগজের ইচ্ছা পূরণ হয়েছে চান্দের আলো পত্রিকার কারণে । চান্দের গাড়িতে থেকে ওয়র্লেছে জাতিকে কদমবুচি দিয়াছেন আর বলেছেন চান্দের পাত্থরের টুকরা নাছাতে জমা দিয়া বাহুশক্ত চৌধুরী ছার্টিফিকেট সহদেশে আসবেন। আনিছাইল ছাহেব এছেমেছে প্রাপ্ত ছবি সাংবাদিকদের দেখান।

বাহুশক্ত চৌধুরীর প্রেমিকা জান্নাতুন্নেছাও ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌সম্মেলনে উপস্থিত ছিলেন। চান্দযাত্রার আগে চন্দ্রিমাউদ্যানে দুইজনের গপসপ করার একটি ছবিও টিবিতে প্রচার হয়।তিনি শক্তবাহুর ফিরে সুস্থ দেহে ফিরে আসার জন্য দোয়াপ্রার্থী

কুলদা রায় এর ছবি

ও আমার চান্দের আলু
মরি যদি স্যাও ভালু
সে মরণ চোলাইয়ের সুমান
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

ধুসর গোধূলি এর ছবি
শাফি [অতিথি] এর ছবি

আচ্ছা, আমি এখানে একটা কমেন্ট করিলাম, কই গেল? খ্রাপ লাগল। এত কষ্টের কমেন্টখান আমার....ইশ...আ ওয়ান মা কমেন্ট্ ব্যাক এট ওয়ান্স্....

শাফি।

অফটুথপিক: আমার প্রোফাইলখান কবে নাগাত চালু হতে পারে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বৃন্দ মনে করছিলেন?

কৌস্তুভ এর ছবি

ভাই শাফি, অতিথি হিসাবে তো শুনেছি শুধু কমেন্ট করলে হাচলের ভিসা পাওয়া মুসকিল, কিছু লেখালিখি করতে হয়... তা অতিথি লেখক হিসাবে লিখে ফেলেন খানকতক তারপর দেখেন মডুরামদের কখন মেজাজমর্জি হয়...

শাফি [অতিথি] এর ছবি

এট ইয়োর সার্ভিস স্যার....ইয়ে থুক্কু... রজার দ্যাট সার্জ। উইল ডু দেঁতো হাসি কিন্তু কী লেকবো? ভাবিতে চাহি না আমি এ সুন্দর ভূবনে....

শাফি।

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
-শিশিরকণা-

Jeeshu এর ছবি

ভাই, নামটাও ট্যাগ কইরা দ্যান।

মেঘা এর ছবি

হো হো হো

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি


স্কুটারে কইরা চাঁদে যামু ঠিক করছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।