ডাইনোসরাণ্ডান্তিস

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বুধ, ১৪/০৭/২০১০ - ১০:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডাইনোসরাণ্ডান্তিস

খবরে প্রকাশ, দেশের সর্বস্তরের মানুষ ও ডাইনোসর ধৃত পাঁচ নরপশুর জিজ্ঞাসাবাদে সহায়তার জন্যে এগিয়ে এসেছেন।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

ইন্নালিল্লাহি ওয়া ইন্না...... !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

খেকশিয়াল এর ছবি

একের পর এক বোমা ফাটায়া যাইতাছেন, কেম্নে কী!! হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাফি [অতিথি] এর ছবি

ডায়নোসর টা তো দেখি তার ডিম প্রদানে বেশ সুখি। আহারে পর-দেশের খাতিরে এত মহান ত্যাগ আর হয় না। আহারে....

শাফি।

সংসপ্তক এর ছবি

গুরু-তর!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

স্পর্শ এর ছবি

মিয়া তারা সব ফুরায়া গেল আপনারে দিতে দিতে।
গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেঁতো হাসি

শুভাশীষ দাশ এর ছবি

সন্ন্যাসী পাঠক [অতিথি] এর ছবি

ফাটাইয়া দিছেন বস!

স্পার্টাকাস এর ছবি

দেঁতো হাসি

------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

নাশতারান এর ছবি

এই ঘোর কলিকালে ডায়নোসর পাবেন কই? উটপাখিদের দিয়ে প্রক্সি দেওয়ার ব্যবস্থা করানো যেতে পারে বরং।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ওডিন এর ছবি

ডায়নোসর পাওয়া কোন ব্যপার্না। প্রথমে আমাদের একটা 'অ্যাম্বার' খুজে বের করতে হবে যেইটার মধ্যে একটা জুরাসিক যুগের মশা আটকা পড়ে আছে। তারপরে খুব সরু একটা সিরিঞ্জ দিয়ে সেই মশার ইনটেসটাইনের ভেতর থেকে রক্ত বের করে নিতে হবে যেইটা মশা ব্যাটা অ্যাম্বারে আটকা পড়ার আগে সাপজেডলি কোন ডায়নোসরের থেকে খাইছিলো। সেই রক্ত থেকে পাওয়া যাবে ডায়নোসরের ডিএনএ। তারপরে সেইটা একটা বিশেষ প্রজাতির ব্যাঙের ওভামের মধ্যে ইমপ্লান্ট কর্তে হবে। তারপরে ভয়লা!- ব্যাঙের ডিম ফুটলেই ডায়নোসর!!!

নাহ এইবার একটা সায়েন্স ফিকশন লিখে ফেলতেই হচ্ছে- যদি না এই আইডিয়া নিয়ে আগেই কেউ কিছু লিখে থাকে চিন্তিত
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নাশতারান এর ছবি

আমার বিশ্বাস এটা আপনার অনেক পুরোনো(এবং অবশ্যই মৌলিক) আইডিয়া আর আপনার কাহিনি চুরি করেই জুরাসিক পার্ক বানানো হয়েছে। আপনার অনতিবিলম্বে স্পিলবার্গ আর ক্রেইটনের নামে মামলা ঠুকে দেওয়া উচিত। আমি আছি আপনার সাথে। Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনিন্দ্য এর ছবি

হাসি দেঁতো হাসি

অমিত এর ছবি

গুরু গুরু হাসি

ধুসর গোধূলি এর ছবি

- কামারুর এক পোলা তো আমাগোরে একবার বেসবল ব্যাট দিয়া পিটাইতে চাইছিলো। আজকে দেখলাম একটা (মতান্তরে দুইটা)-রে পুলিশ আদালত প্রাঙ্গণে হাদুমপাদুম করার কারণে ধরছে।

এখন এই দুইটারে 'জিজ্ঞাসাবাদ চলিতেছে' কক্ষেও নিতে পারে।

তো যদি সেই জিজ্ঞাসাবাদ কক্ষে জিজ্ঞাসাবাদকারীদের অন্তত একজন তৎকালীম সামু পড়ুয়া হয়ে থাকে, তাইলে কামারুর পোলার (মতান্তরে পোলাদের) কী হবে গো সুজন্দা! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ওডিন এর ছবি

পুত্র এবং জামাতাগনকে এটিয়েন নিউজে দেখলাম।তাঁদের খুবই ভদ্র সভ্য শিক্ষিত উচ্চবংশীয় উচ্চমানের সুসন্তান বলে মনে হইলো। আমি বিশ্বাস করিনা এরা কাউরে বেসবল ব্যাট দিয়া পিটানোর হুমকি দিতে পারে। আপনেরা দুষ্টু প্রপাগান্ডা ছড়াচ্ছেন।

দেঁতো হাসি

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সুজন চৌধুরী এর ছবি

বেসবল ব্যাটের সে ঘটনা ভুলি নাই। ঢ়ৈষু মিয়াও কামারুর এক পোলার পক্ষ নিয়া কথা কৈছিলো সামুতে তাও ভুলি নাই.... কাল অতি বিচিত্র গতি!
দেখা যাক কী হয়! আছে তো ডিম্বাক্টু তে!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

হিমু এর ছবি

কামারুর এক পোলা মুক্তিযোদ্ধাদের কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিলো সামুতে। জনগণ ধাওয়া দেয়ার পর ছাগুবান্ধব সামু মডারেশন তাকে বহিষ্কার করে। ঢ়ৈষূ ভাঁড়টা কামারুর পোলার পাছা বাঁচাতে এগিয়ে এসেছিলো যথারীতি।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সুমন চৌধুরী এর ছবি

এইখানে ডিমেরালাপ হইতেছে ঠিক কোন পয়েন্টে ....



অজ্ঞাতবাস

স্যাম এর ছবি

এট দ্য অপোজিট (অর আনাদার) পয়েন্ট অব মাঊথ - আই গেস ...

সুজন চৌধুরী এর ছবি

শুধু তাই না, ঐ ঢ়ৈষু অস্ট্রেলিয়ায় গিয়া কামারুর পোলার আতিথ্যও গ্রহণ করছিলেন! ...পরে সামুতে তিনি এই ঘটনার উত্তরাধুনিক ব্যাখ্যা ও দিছিলেন!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

অনুপম ত্রিবেদি এর ছবি

সুজন্দা তো পুরাই ফর্মে আছেন দেখা যায়। হুজুরগো ধরছে দেইখা এত্ত খুশ হইছেন? আল্লায় সইবোনা গো ... আল্লায় সইবোনা ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ইশতিয়াক রউফ এর ছবি

মুগ্ধতায় বাকরুদ্ধ!

স্বাধীন এর ছবি

সুজন'দা দেখি দারুণ ফর্মে আছে! দেঁতো হাসি

অনুপম মল্লিক এর ছবি

[সুজন্দা তো পুরাই ফর্মে আছেন দেখা যায়। হুজুরগো ধরছে দেইখা এত্ত খুশ হইছেন? আল্লায় সইবোনা গো ... আল্লায় সইবোনা ... ... ]
ভুলহইলে আল্লাহ মাফ করুন." দশ জনের সাথে আল্লাহ থাকেন।"
এখানে পুরো জাতি একসাথে এই সব নব্যনমরুদের বিচার চায়।
সুজনদা আমি ভাবছি তিমি কেন ডিম দেয়না।

দ্রোহী এর ছবি
রেদওয়ানুর রহমান লিন এর ছবি

একটু বেশি হয়া গেলো না? ডাইনোসরের আন্ডা তো সাইজে গোআদের গোয়ার চেয়ে বহুগুণে বড়!!!
তবে আইডিয়াতে সালাম জানাই। দেঁতো হাসি

আয়নামতি এর ছবি

হিহিহিহিহি....অতি দুষ্টু কার্টুন আঁকিয়ে!..............হেহেহেহে

আনন্দী কল্যাণ এর ছবি

দেঁতো হাসি

তিথীডোর এর ছবি

দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জলপাই রঙা!

বোহেমিয়ান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =))
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

বাউলিয়ানা এর ছবি

দেঁতো হাসি

চলুক

কৌস্তুভ এর ছবি

চ্রম ব্যবস্থার জন্য এমন চ্রম ছবিই চাই!

সুজনদা আমি ভাবছি তিমি কেন ডিম দেয়না।

আম্মো!

হাসিব এর ছবি
ধ্রুব বর্ণন এর ছবি

আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি।

রফিক এর ছবি

জিজ্ঞাসাবাদে সহায়তার জন্য অত বড় ডিম....
মানে.... সাইজে একটু বড় অইয়া গ্যালো না.

অতিথি লেখক এর ছবি

ইশ-শ-শ ! ডাইনোসরটা যদি ডিম না দিয়া ওর ল্যান্জাডা দান করত!

অনন্ত আত্মা

স্নিগ্ধা এর ছবি

লক্ষ্মী ডায়নোসর! দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

উঁট পাখির ডিমে কাজ হয় নাই?

--- থাবা বাবা!

এনকিদু এর ছবি

ছি ছি হি হি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্যাম এর ছবি

চলুক গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।