- কার্টুনিস্ট নাই ক্যানো? সচলায়তনে কার্টুন চাই।
এত রাজনৈতিক ডামাডোলের মধ্যেও কোন পলিটিক্যাল কার্টুনিস্ট বেরিয়ে এলো না ব্লগে।
এ বড় দুঃখজনক।
এটা কার করা মন্তব্য আমার ঠিক মনে নেই। সম্ভবত মুর্শেদের। আর তো দুঃখ করার দরকার নেই তাইনা? এখন সচলায়তন তার কার্টুনিস্ট পেয়ে গেছে। যার তুলনা শুধু সেই, যার তুলির আচঁড়ে সচলায়তনের অঙ্গনের চেহারাই বদলে গেছে।
সুজন আপনে হলেন গিয়ে সবচেয়ে সেরা! সবচেয়ে বেস্ট!!
মন্তব্য
ডিম্ডিম্ডিম!
- অই লাগবো নি, গরমাগরমডিম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অ্যাইইইই ডিমাডিমাডিইইইইইইম.....
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কনডম দিয়ে কি ডিম পাড়া বন্ধ করা যাবে?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পলাশ রঞ্জন সান্যাল
=)) =))
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
প্রাইচ কিতনা?
ব্লাকে ইমপোর্ট করা যাবো?
আপ্নে তো পুরা অগ্নিপুরুষ হয়া গ্যাসেন, যা দিচ্ছেন এসব
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
=))
-শিশিরকণা-
ইয়াক !! ছ্যা ছ্যা !! ডিস্কো হুজুর ডিম পয়দাইছে !! ডিম খাওয়া বন করন লাগবো দেহন যায়...
''চৈত্রী''
কার্টুন্তিসটা জটিল হইছে ভাইজান... হাসিতে তো পেটখানা ছুইটা যাইতেছে... স্যালাইনের সাপ্লাই লাগব...
বুম বুম !
ওগুনো ডিম নহে বোম!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সুজন চৌয়ের হাতে গিটার, উনি রক বাজিয়ে যাচ্ছে ক্রমাগত।
লাভ নাই, ফার্মের মুরগি তো আছেই ডিম দেওয়ার জন্য
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ডিমডিমাডিম ডিম
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
অ্যাই ডিম ডিম!!!!!!!!
কি মাঝি, ডরাইলা?
-
কার্টুনিস্ট নাই ক্যানো? সচলায়তনে কার্টুন চাই।
এত রাজনৈতিক ডামাডোলের মধ্যেও কোন পলিটিক্যাল কার্টুনিস্ট বেরিয়ে এলো না ব্লগে।
এ বড় দুঃখজনক।
এটা কার করা মন্তব্য আমার ঠিক মনে নেই। সম্ভবত মুর্শেদের। আর তো দুঃখ করার দরকার নেই তাইনা? এখন সচলায়তন তার কার্টুনিস্ট পেয়ে গেছে। যার তুলনা শুধু সেই, যার তুলির আচঁড়ে সচলায়তনের অঙ্গনের চেহারাই বদলে গেছে।
সুজন আপনে হলেন গিয়ে সবচেয়ে সেরা! সবচেয়ে বেস্ট!!
--------------------------------------------------------------------------------
হায় ডিম !!! পাকমনপেয়ারু ডিম !!!!
_________________________________________
সেরিওজা
ঐডিম্ডিম্ডিম্ডিম .... গর্মাগরম্ডিম ...
নীড়পাতা.কম ব্লগকুঠি
এখন থেকে পরিবার পরিকল্পনা ফরজ বলে রতোয়া দেয়া হবে?
--- থাবা বাবা!
কার্টুন জোস!
কিন্তু ইয়ে মানে, ডিম কিন্তু লেসবিয়ান মুরগীরাও পাড়ে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
পুরা প্রোটিন
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
পুরাই ফাটানো ...
ঐ ডিম ... ডিম ... গরমা গরম ডিম ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হায় হায় ! তাইলে এই জিনিসেরও দাম বাইড়া যাইতেছে এইবার !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অসম্ভব দুর্দান্ত আইডিয়া
সোনার ডিম পাড়া রাজহংসীকে খুঁজে বের করা দরকার। ক্যালসিয়াম যৌগের খোলসের চাইতে সোনার গলনাঙ্ক কম, ভিতরে দিলে গলে গিয়ে ব্যপক কেলেঙ্কারি করে বসবে।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নতুন মন্তব্য করুন