বিশ্বকাপ ৯৯

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ২৬/০৯/২০১০ - ১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


Created with flickr slideshow from softsea.

হার্ড ডিস্ক্ খালি করতে গিয়া অনেক আগের কিছু কাজ পেলাম ‌.... আসলে এগুলাই আমার প্রথম ছাপানো ক্যারিক্যাচার, শিশির স্যারের কাজ দেখেই শুরু করছিলাম.... তখনও ঠিক কী করা উচিৎ বুঝে উঠতে পারি নাই, বিশেষ করে রঙটা ... এর আগে ড্রাই প্যাস্টেলে কখনো কাজ করিনি, তার সাথে আবার রঙ পেন্সিলও ছিলো,প্রক্রিয়াটা জটিল তার উপর আবার সেই প্রথম! স্যারকে দেখালাম ভয়ে ভয়ে ........ উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বল্লেন হুম!
তারপর যা দেখাইলেন তার নাম ম্যাজিক! ব্লাইন্ড ড্রয়িং! অসাধারণ ১টা অস্ত্র! যাইহোক সে আরেক গল্প!
অবাক আর ভয়ের চোটে বুঝলাম না,আগামু না পিছামু!

তখনো বিশ্বকাপ শুরু হয়নি, এ্যানিমেশন করি শুনে ডেইলি স্টারের শাহরিয়ার ভাই বল্লেন " ঐ মিয়া! তাইলে ১টা সাক্ষাৎকার দাও! আর আসার সময় লগে যা যা আছে নিয়া আইসো " আমাদের গ্রুপের ৩জনই তখন আল্লাদে তিন আটে ২৪ খানা! যার যা ছিলো সব নিয়া ঝাপায়া পড়লাম সাক্ষাৎকারে ........ যাই হোক সে আরেক গল্প!
শাহরিয়ার ভাই ক্যারিক্যাচার দেইখাতো মহাখুশি! আমারে কয় "থাকো কৈ মিয়া!"
তারপর ৯৯-এর বিশ্বকাপে ওনারই প্যাদানি খেয়ে শুরু করলাম ক্যারিক্যচার !
কাজের দুর্বলতাগুলো প্রকট কিন্তু তারপরও প্রথম ছাপানো কাজ ....... নিজে না কর্লে আমিও চিন্তাম না! তাই বইলা দেই
বাম দিক থেকে ডানে .. আকরাম, বুলবুল, নান্নু, সুজন, অপি


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

একবার হওয়ার পর স্লাইডশো বন্ধ হয়ে গ্যালো
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমারও... ঃ(

সুজন চৌধুরী এর ছবি
কৌস্তুভ এর ছবি

আমি সব ঠিকঠাক দেখলাম... ছবিগুলোয় (গুড়)

অতিথি লেখক এর ছবি

আমিও... ছবিগুলোয় (গুড়)

কুটুমবাড়ি

সুজন চৌধুরী এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

সুজন্দা, আরেক গল্প, আরেক গল্প করে তো কোনো গল্পই বললেন না! মন খারাপ
আমি তো স্লাইড শো'তে কেবল দুইটা ছবিই দেখি, বাদবাকি সব তো কালা-ইডোস্কোপ।

কারেকশনঃ মন্তব্য করার পর পুরা ৫ টা ছবিই দেখতার্ছি। দেঁতো হাসি



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

সুজন চৌধুরী এর ছবি

আসলেই ঐ গল্পগুলা আলাদা কৈরা বলার মতো। দেখি কোনদিন পোস্টাকারে ছাড়া যায় কিনা।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

শাহেনশাহ সিমন এর ছবি

এবার দেখা গেলো হাসি (গুড়) আর 5*

২ আর ৩ নংরে চিন্তে পারলামনা
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ধুসর গোধূলি এর ছবি

আমি এক নম্বরটা মিস করছিলাম। যাউকগা, ২ নং (কাউট্টার পিঠে) বুলবুল। ৩ নং আমিও চিনি নাই। তবে নান্নু হৈতারে। (কিন্তু নান্নু তো এইরম না।)



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

শাহেনশাহ সিমন এর ছবি

বুলবুলরে অন্যরম লাগায় চিন্তে পারিনাই।
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুজন চৌধুরী এর ছবি

দ্যাখেন অবস্থা! নিজে না কর্লে আমিও চিন্তাম না!
বাম দিক থেকে ডানে .. আকরাম, বুলবুল, নান্নু, সুজন, অপি


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পুরনো যোদ্ধাদের দেখে ভালো লাগলো।

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ, পুরনো যোদ্ধাদের সম্মানেই এটা দেয়া, যদিও কাজের দুর্বলতায় কয়েকজনরে চেনাই যায় না!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চোখ টিপি

আমার একটাতে খানিক সন্দেহ আছে: তিন নম্বরটা কি লিপু? বাকি গুলোতে কোন সন্দেহ নাই।

নিবিড় এর ছবি
সুজন চৌধুরী এর ছবি
স্বাধীন এর ছবি

চমৎকার।

অতিথি লেখক এর ছবি








অনুবাদ: সুন্দর হইছে



তারাপ কোয়াস

আনন্দী কল্যাণ এর ছবি

বাহ্‌, এটা তো গুপী-বাঘার ভুতের রাজার কনসার্ট মনে হচ্ছে দেঁতো হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

লিখুন না আপনার যাইহোক সে আরেক গল্পগুলি,
পড়তে ইচ্ছা করছে হাসি

কী চমৎকার আঁকাআকি!!!

ইশতিয়াক রউফ এর ছবি

আরেক দিনের গল্প শুনার জন্য ইটা রেখে গেলাম লাইনে। আপনি একটা অমানুষ...

অতিথি লেখক এর ছবি

গল্পগুলা শুনতে চাই। ছবি গুলার জন্য নেন খাঁটি (গুড়)

অনন্ত

তাসনীম এর ছবি

দারুণ...

আর অন্য গল্পগুলো শোনার আশায় রইলাম।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনুপম ত্রিবেদি এর ছবি

কাজগুলা দেইখা বোঝা যায় - পোলাটা বড় হয়া আরও বড় হইবো ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নুসায়ের এর ছবি

বলেন কি বস। সব টেরেই চিনলাম তো। সেরাম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লাইকাইলাম।

শাহরিয়ার ভাইয়ের কথা মনে পড়লো। দারুণ মজার লোক। আড্ডায় উনি থাকলে আর কাউরে দরকার নাই।

অট: প্রথমালোতে বেসিক আলী কমিক সিরিজটা কি এই শাহরিয়ার ভাইয়েরই করা? এই প্রশ্নটা অনেকদিন ধরেই মনে মনে আছে, কিন্তু আইলসামিতে কাউরে জিগানো হয় নাই। শাহরিয়ার ভাইয়ের তো আঁকাআঁকিতেও টুকটাক হাত আছে জানতাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বাউলিয়ানা এর ছবি

সবগুলোই দেখতে পারলাম এবং চিনতেও পারলাম।

সুজন্দা সেই ছোটবেলা থেকেই রক্স হাসি

ভুতুম এর ছবি

বাঃ!!! সুজন্দার জবাব সুজন্দাই।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।