২ | লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: মঙ্গল, ১২/১০/২০১০ - ৪:৩৬পূর্বাহ্ন)
আমি শিউর এইটা কোনো এক ঈদের দিন (সম্ভবতঃ রোযার ঈদ; আশেপাশে গরু-ছাগল নাই)। চিত্রে আমরা দেখতে পাচ্ছি লর্ড বুদ্ধার সাথে ঈদের কোলাকুলিতে উদ্যত জনৈক সামিটিয়ার।
১৫ | লিখেছেন দুর্দান্ত (তারিখ: মঙ্গল, ১২/১০/২০১০ - ৩:০৮অপরাহ্ন)
এই ফটুতে কারসাজি হইসে।
খেলুম না। সুজন্দার গ্যাস মাস্ক কই?
যাউগ্গা, আরো কথা আছে
বুদ্ধ মূর্তিটারে কি এইখানে পাওয়া গেল?
নাকি সামিটে মূর্তি ডেলিবারি দেয়ার প্রমান?
যুদি এইটা পাওয়া যাওয়ার গঠনা হয়,
তাইলে কুনো কথা নাই।
যুদি এইটা ডেলিবারি দেওয়ার ছবি হয়,
তাইলে দুইখান কথা আছে।
মন্তব্য
ইনি কবে উঠলেন ঐখানে ? আশেপাশে বরফ-টরফ দেখে তো মনে হয় শীতকাল। গত বছর না কি ? তাইলে তো ইনিই প্রথম বঙ্গসন্তান
আমি শিউর এইটা কোনো এক ঈদের দিন (সম্ভবতঃ রোযার ঈদ; আশেপাশে গরু-ছাগল নাই)। চিত্রে আমরা দেখতে পাচ্ছি লর্ড বুদ্ধার সাথে ঈদের কোলাকুলিতে উদ্যত জনৈক সামিটিয়ার।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চুপ্পং চুপ্পং
বট্টং টং অদ্ধং অদ্ধং...
--- থাবা বাবা!
সুজন্দাং শরণং গচ্ছামি!
সুজন্দাং রক্সং(অর্থাৎ সুজন্দা রকস্ )
love the life you live. live the life you love.
ছবির ব্যাকগ্রাউন্ডের ভূ-প্রাকৃতিক সিম্বল দেখে আমি বুঝতে পারছি যে এটা এভারেস্ট নয়, ভ্যাঙ্কুভারের আশেপাশে কোথাও
Who would with care some happy fiction frame, so mimics truth it looks the very same.
- George Granville
কাকস্য পরিবেদনা
তা, উনি কানে কানে কি বললেন বটেক?
ধৈরযং রহু দাদা ধৈরযং !
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বুদ্ধ'র পাশে সুজন্দা নাকি??
হায় এইটা কবে হইলো!!
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
ঐটা সুজন্দাই। ব্ল্যাকআউটের কারণে ফটুক ঐরকম কালো দেখাইতেছে।
________________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি
নীড়পাতা.কম ব্লগকুঠি
সুজন্দা, হয়নায় তো। ঢেঁকে দিতেন মূর্তিটাকে। ঢাকতে পারলেন না তো কি উঠলেন???হয় নাই।
অলস সময়
এযে দেখি পান্ত ভূতের জ্যান্ত ছানা বুদ্ধ ধৈরেচে...
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
এই ফটুতে কারসাজি হইসে।
খেলুম না। সুজন্দার গ্যাস মাস্ক কই?
যাউগ্গা, আরো কথা আছে
বুদ্ধ মূর্তিটারে কি এইখানে পাওয়া গেল?
নাকি সামিটে মূর্তি ডেলিবারি দেয়ার প্রমান?
যুদি এইটা পাওয়া যাওয়ার গঠনা হয়,
তাইলে কুনো কথা নাই।
যুদি এইটা ডেলিবারি দেওয়ার ছবি হয়,
তাইলে দুইখান কথা আছে।
... ধুত্তোর, তাইলে হালায় সামিটেই যামু না!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুজনং অর্ধনং ভোজনং। সুজন তরে খাইয়া হালাই দিম। এইডা আমার কতা না, মুছার।
বুঝলাম, কেনু মুছার ফটুতে বুদ্ধর ছবি নাই। এই নাইজেরিয়ান ছামিটিয়ার আগেই ওডা মাইরা দিসে।।
______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???
এত ঝামেলা না করে নিজের নিজের বুদ্ধ মূর্তি নিয়ে উঠলেই হয়।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
এহ! ঐ ঠান্ডায় নিজের ওজনই রাখতে পারে না! আবার বুদ্ধের মূর্তির ওজন! মুছা কি এতো বুদ্ধু!!!!???
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
নতুন মন্তব্য করুন