অমিতকে নিশ্চুই মনে আছে সবার!
আমি ওকে প্রথম চিনি যেদিন সচলায়তনে ওর প্রতিসরণ গল্পটা বের হয়। দারুণ ছিলো গল্পটা, ১ নিশ্বাসেই পড়ে ফেলি, অমিতও মনে হয় তাই চাচ্ছিলো যে পাঠক ১নিশ্বাসেই শেষ করুক গল্পটা। নেটে কথা হয় সেদিনই .... আমি
তখন গল্প খুঁজছিলাম ১টা গ্রাফিক নভেল তৈরী করার জন্য... দিলাম প্রস্তাবটা ১বারেই রাজি হয়ে গেলো, গ্রাফিক নভেলটা অবশ্য এখনো হয়নি .... হবে, তবে
যেটা হলো সেটা বন্ধুত্ব। সেই সূত্রেই হাতে পেলাম অমিতের 'গন্দম' বইটা ওরই দেয়া। সেটাও ১ নিশ্বাসেই শেষ করলাম..... দারুণ ১টা গতি আছে ওর লেখাতে .... অনেকদিন ধরে নেটে ওর সাথে কথা বলে বুঝি ঐ গতিটাই ওর প্রাণ।
অমিতের কাছে আমার অনেক চাওয়া,যার ১টা হলো বাঙালীদের জন্য ১টা নতুন
হিরো, যে মাসুদ রানার চেয়েও বুদ্ধিমান এবং অনেক বেশি আধুনিক।
আমার বিশ্বাস সে যোগ্যতা ও রাখে।
অনেক অনেক শুভেচ্ছা রইলো অমিত আহমেদ।
মন্তব্য
১বারে দারুণ হইছে!
love the life you live. live the life you love.
আপনাকে ১টা ধন্যবাদ।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ইয়ে, আজ কি অমিত ভাইয়ের বাড্ডে নাকি?
প্রিয় লেখককে 'বৃষ্টিদিন রৌদ্রসময়ের' শুভেচ্ছা!
খোমাটুনে (গুড়)
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কৈতারী নাগো আপা। গুড়ের জন্য ধন্যবাদ।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
খোমার্টুন প্রাপ্তিতে অমিত ভাইকে অভিনন্দন।
সুজন্দাকে আর নতুন করে কী বলব...
তাইলে আমিও কিছু কৈলাম না।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আপনি আর কি বলবেন... চুপচাপ ছবি এঁকে যেতে থাকেন বরং। পাব্লিক ইঁট রেখে যাচ্ছে, সময়ে খোমার্টুন না পেলে সেটাই ছুঁড়ে মারতে পারে...
আপনি আসলেই আর কি বলবেন। আপনার করে দেওয়া ছবি নিয়ে পোস্টটায় কত লোকে আপনাকে ছালাম জানায়ে গেল, আর আপনি সেসব গ্রহণ করতে একবারও এলেন না...
আরে কী কয়! কতোবার গেলাম!
তবে মন্তব্য করা হয়নাই ঠিক, তবে সব ছেলাম গ্রহণ করছিলাম।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হাঃ হাঃ
দুর্দান্ত হয়েছে সুজন্দা। বহুত শুক্রিয়া।
ফেসবুক প্রোফাইল পিক হিসেবে যাচ্ছে, এখনই।
@ তিথী, বাড্ডে না। এম্নেই
হেহেহে আসলে বেশ মজা পাইছি এইটা কৈরা। তোমার ভালো লাগছে জেনে ভালো লাগলো।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমিও এক নিঃশ্বাসে পড়ে এবং দেখে ফেললাম...
আপনার মত আমিও একই দাবি জানায়ে "ইট" রেখে গেলাম।
পাগল মন
ভাই, আপনার যা নাম দেখলাম !... ইটা রাখেন ভালো কথা, আমারে আবার মাইরেন্না!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সুজন্দা, আমার কী নাম দেখলেন বুঝিনাইকা??
আমার ঘাড়ে কয়টা মাথা, আপনারে ইটা মারতে চাইবো?
পাগল মন
আমি সার্টিফাই করলাম। খোমা ঠিক আছে।
থেংকু দাদা, নিশ্চিন্ত হৈলাম।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দারুণ হইছে!
চুডুকালে আমি অমিত রাহিদ আর অমিত আহমেদরে গুলায়ে ফেলতাম।
কাকস্য পরিবেদনা
হাহহাহা এটা ভালো কৈছেন!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
@ দ্রোহী,
হা হা হা
অনেককে দেখি বুইড়া কালেও গুলিয়ে ফেলে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
লুকজন বিভ্রান্ত হবেন না। আমিই আসল ভার্সন
কথা সত্য। ব্লগার "অমিত"ই "অমিত আহমেদ" নিকে মাঝে মাঝে গল্প লেখার চেষ্টা করেন।
আর বাকিটুকু রেস্ট্রিক করে দিলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
যথারীতি দারুণ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম ভাই।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আহহারে আমরা আম-জাম ব্লগাররা এত ভালো গল্প লিখতেও পারিনা সুজন্দা'র নজ্রে পড়ার কুনু চান্স ও নাই!
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
ফাডালাইসেন গো দাদা!! এই মওকায় গপ্পটাও আরেকবার পড়া হইল।
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
:D গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
আপনার 'আঁকে' অনেক শক্তি। আঁকতে সাহস পাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
দারুন!!!!!!!!
অমিত ব্রো, ভালো আছেন তো
আজ্ঞে।
ওরে জুশ ... পুরাই পেরান ম্যানগু জুশ ... হাডায়ালচেন গো দাদা ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমার যোগ দেয়া প্রথম সচলাড্ডাটা ছিলো অমিত ভাইয়ের পুনরায় বৈদেশ গমনোপলক্ষে। প্রাণচঞ্চল অমিত ভাইকে সেই প্রথম- এবং সেই শেষ- দেখা...
আর সুজন্দাকে কিছু বলে লাভ নাই। এইরাম খোমা আমার কখনোই হবে না।
_________________________________________
সেরিওজা
সচলদের নিয়মিত আড্ডার শুরুটাও বলা যায় অমিত ভাইয়ের উসিলায়। নিয়মিতভাবে আমি, অমিতভাই, এনকিদু আড্ডা দিতাম।
আড্ডাটা মিস করি। স্টার, কুইক বাইট থেকে শুরু করে মাশ্রুম, টং - আড্ডার কোনো কমতি ছিলো না।
সুজন্দা আমার কেলেকুচ্ছিৎ চেহারাটা আঁকবেন্নি? লোভ হয় বড়।
পুরা তুমুল হইছে। অমিত আর শিমুলের গল্প-সম্পূরক গল্প মিস করি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুন্দরৈছে।
-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
অমিতকে অভিনন্দন! সুজন্দার সুনজর পড়ছে...
ইশমাট লাগতেসে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কী সুন্দর জামার সাথে ম্যাচ করে চুলের রঙ, থুড়ি চুলের সাথে ম্যাচ করে জামার রঙ! ম্যাচিং ম্যাচিং!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হাঃ হাঃ বালিকার চোখ তুখোড়! মন্তব্য পড়েই প্রথম খেয়াল করলাম।
হপেনা! ফেষণ ঢিঝাইনার যে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কিন্তু অমিত ক্যান লেখালেখি বন্ধ করে দিছে? এইটার বিচার আগে করেন সুজন্দা...
আর কার্টুন নিয়া কী আর কমু...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাইয়ের জিজ্ঞাসা আমারও।
"প্রতিসরণ" গল্পটার লিঙ্কের জন্য সুজন্দাকে এক্সট্রা থেঙ্কু। প্রিন্ট নিলাম গল্পটার, রাতে বাসে যেতে যেতে পড়ব।
শুধু কাউকে উতসাহ দেবার জন্য একটা পোস্ট দেয়া, মহত মনের পরিচয় দেয়া। ভাল থাকুন সুজন্দা।
নতুন মন্তব্য করুন