গোয়েন্দা ঝাকানাকা কমিকের কাজ চলে পুরাদমে। এদিকে আরো নানা ব্যস্ততা, দম ফেলার টাইম পাই না। সচলে ইদানীং সিরিয়াস সব লেখার ভিড়, ভাবলাম ঝাকানাকার চরিত্রগুলির একটা দুইটা চেহারা দেখিয়ে দিয়ে যাই।
কমিকের চরিত্রগুলির চেহারা খুব বেশি কল্পনানির্ভর হওয়ার দরকার আছে কি? এই জটিল প্রশ্নের জটিলতর উত্তর দেয়া যায়। কিন্তু আমাদের প্রতিদিনের জীবন থেকেও চরিত্রগুলোর চেহারা উঠে আসতে পারে। যেমন এসেছে লোচন বক্সীর।
লোচন বক্সী গোয়েন্দা ঝাকানাকা কমিকের চিরস্থায়ী ফোটোগ্রাফার কাম ক্যামেরাম্যান চরিত্র। একটা ক্যামেরার বক্সে সবসময় একখান লোচন লাগিয়ে ঘুরে বেড়ায় সে। মমিন বান্দা যেমন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেয়, লোচনেরও সেরকম একটা চোখের চারপাশে কালো দাগ। এমন একখান আধাপাগলা চরিত্রের জন্য খুব বেশি দূর যাওয়া কি ঠিক হবে?
দিলাম লোচন বক্সীর একখান ছবি। চেনা চেনা লাগে, তবু অচেনা। আর সবাই অবশ্যই এবার ঘুরান্তিস দিয়াইসেন কালাইডোস্কোপের ওয়েবসাইট থেকে।
দাঁড়ে দাঁড়ে দ্রুমমমমমমমমমমম!
মন্তব্য
মুস্তাফিজ ভাইয়ের আসল নাম তাহলে লোচন বক্সী!
হা হা হা হা
লোচন বক্সীরে আমি হারি-ক্যান দিয়া খুঁজতাছি। ময়না তালাশ দিবার পারতাছে না!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি সত্যি কাজে বসতে যাচ্ছিলাম, কিরা কেটে/ কসম খেয়ে বলছি!! কিন্তু এইটা দেখে পেতিবাদ জানাইতে লগ ইন করতেই হইল!
লোচন বক্সী কে যে আমি চিনি তা কিন্তু কেউ না জানে! আমাকে জিজ্ঞেস করলে আমি সর্বদা বুকে হাত রেখে ডিনাই করে যাবো!! লোচন বক্সী মোটেও দেখতে আমার পরিচিত কারো মতো না!!! যত্তো সব বাজে ব্যাপার!!! শশ্শ্শ্শ্!!!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অতিতীব্রদুর্দান্তবিভীষণ!
রিতা ভাবীকে লোচন বক্সীর ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করতে হবে উনি চেনেন কিনা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমার একটা ডেডলাইন ১০ মিনিট পরে। তাউ আপনি লগইন করায়া ছাড়লেন! আপনারে কইসা
ইচ্ছার আগুনে জ্বলছি...
মাইরি বলচি সুজন্দা, এইটা আসলেই প্রভুখন্ড!!
দাঁড়ে দাঁড়ে দ্রুমমমমমমমমমমম!
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
হে হে হে হে
এক্বেবারে সুন্দরবনের আব্দুল ওহাব বাঘা
দুর্দান্ত।
এনিমেশন মুভিগুলোতে নাকি ক্যারেক্টারগুলো আঁকা হয় যারা ভয়েসটা করবেন তাদের চেহারার সাথে মিলিয়ে। এতে নাকি কাজের সুবিধা। ঝাকানাকা নিয়ে এনিমেটেড মুভি হলে এই চরিত্রের ভয়েস দেওয়ার লোক একদম রেডি
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
পুরাই বিয়াপক ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হা হা হা... জটিল!!
হাহাহাহাহা জটিইইইল! জটিইইইল!! মুস্তাফিজ ভাইয়ের একটা নাম পাওয়া গেলো!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আইলা... লোচন বক্সিরে তো আমার ছুডু বায়ের মতন লাগে। ফাডায়ালছুইন মিয়া।
...........................
Every Picture Tells a Story
:D
আচ্ছা, সচলায়তনের পক্ষ থেকে বছরের সেরা আলোকচিত্রের জন্য একটা "লোচন বক্সী পুরস্কার" ঘোষণা করলে কেমন হয়?
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
প্রভূখন্ড!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
দুর্দান্ত।
কার্টুনটার সাথে আমার বাবার মিল আছে । আমার খুব মজা লেগেছে ।
আপনাকে ধন্যবাদ । মাতিস ।
জট্টিলান্তিস
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
লোচন বক্সীর সাথে কাইলক্যা সাক্ষাৎ মোলাকাত হলেও হতে পারে!
বরাবরের মতই
---------------------------
তৌফিক
আহ, সুজন্দা... বাহ, সুজন্দা...
আমিও একটু গড়াগড়ি কইরা লই...
______________________________________
পথই আমার পথের আড়াল
কঠিন হইছে।
আমিও লোচন বক্সী'রে চিনিনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
চরম ব্যাপার
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আমি বরাবর যা কই তা আবার ফলল
সুজন্দা দাড়িয়ালদের খার্টুন করে খুব ভালু
দুর্দান্তিস
ক্যারিকেচার তো আছেই- কিন্তু লোচন বক্সী নামটা পড়েই আমি হাসতে হাসতে ...
এক্কেবারে যাতা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হা হা হা! নাম ছবি দুইটাই একদম মারকাটারি হইছে!!!
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এটা মহাজটিল হৈছে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই তাইলে গঠনা!
এইটা্ও তো মহা দুর্দান্ত হইসে!
দাঁড়ান একদিন আপনার হাতও আমরা সোনা দিয়া বান্ধায়া রাখমু সুজনদা!
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
নতুন মন্তব্য করুন