আমি ঝাকানাকার পাজামা-পাঞ্জাবি পরে ডুগডুগি বাজানো আর বদরুর বাঁদর স্টাইলে হাতে দড়ি বেঁধে শোভাযাত্রা দেখে হাস্তে হাস্তে... ওহ্! আর কিংকুর ফুলেল প্রিন্ট লাল পাঞ্জাবি ...
শুভ নববর্ষ সুজনদা, কালাবাহিনির সক্কলে, আর সচলায়তনের লেখক পাঠক সব্বাই!
নতুন বছর কাটুক আনন্দে, সমৃদ্ধিতে।
___________________ ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্য
শুভ নববর্ষ, সুজনদা।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
শুভ নববর্ষ!
সকাল বেলা এই রকম সুন্দর পোষ্ট দেখে মনটা ভালো হয়ে গেলো।
সুজন্দাকে ধন্যবাদ।
সচলের সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
সুপ্রিয় দেব শান্ত
দারুণ হয়েছে। শুভ নববর্ষ, সবাইকে
আমার মেয়ে ছবি দেখেই বুঝেছে এটা যাদুঘর রহস্যের সেই মানুষটা। ছবিটা কি চুরি করা যাবে? মানে বড় ছবির লিংকটা চাইছিলাম আরকি।
শুভ নববর্ষ! প্রকৃতিপ্রেমিক দা!!
হ্যা যাবে, কাইল্লা ডট কমে গিয়ে নিয়ে নেন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হে হে
নিলাম। বাচ্চার ডেস্কটপে দিলাম আরকি
পিচ্চিটাকে ও আমার শুভ নববর্ষ জানাবেন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ!
ওরা তাড়া করে বেড়ালে নিজেরা নিজেরা আমাদের ফূর্তি হবে।তাই করুক তাড়া
শুভ নববর্ষ সুজনদা
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
শুভ নববর্ষ সবাইকে।
ছবিটা জটিলস্য হইসে সুজন্দা।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
শুভ নববর্ষ!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
সবাইকে শুভ নববর্ষ।
শুভ নববর্ষ সচলায়তনের সবাইকে....
আমার ফেভারিট বদরু খাঁ দেখি পুরা এমপি স্টাইলে হাত নাড়তাছে। এই ফটুকটা দিয়া একটা টিশার্ট বানামু সুজন্দা। অনুমতি দিয়া দেন। কারণ, না দিলেও বানামু।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুম! আমারে ১টা দিয়েন !!!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমি দুইটা চাইইই!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমি ঝাকানাকার পাজামা-পাঞ্জাবি পরে ডুগডুগি বাজানো আর বদরুর বাঁদর স্টাইলে হাতে দড়ি বেঁধে শোভাযাত্রা দেখে হাস্তে হাস্তে... ওহ্! আর কিংকুর ফুলেল প্রিন্ট লাল পাঞ্জাবি ...
শুভ নববর্ষ সুজনদা, কালাবাহিনির সক্কলে, আর সচলায়তনের লেখক পাঠক সব্বাই!
নতুন বছর কাটুক আনন্দে, সমৃদ্ধিতে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
সবাইকে, নববর্ষের শুভতা !
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সব্বাইকে অন্নেক অন্নেক শুভনববর্ষ!
শুভ নববর্ষ
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুজন ভাই সহ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবার জীবন অনেক সুন্দর হোক।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
শুভ নববর্ষ
শুভ নববর্ষ সবাইকে...
শুভ নববর্ষ
ছবি দেখে মনটা ভালো হয়ে গেল।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
াআজকে মনটা খুবই খারাপ কোথাও যায়নি দোকানে বসে ছিলাম । তবু ও সবাইকে শুভ নববর্ষ ১৪১৮
সব লেখক পাঠক দের প্রতি রইল সারা বছর এর সুখি সংসার।
শুভ নববর্ষ
শুভ নববর্ষ সুজন। খুবই সুন্দর।
(তোমার ঝাকানাকার চেহারায় আমার খুব পরিচিত একজনের আদল দেখতে পাচ্ছি! )
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
হাহহাহা !!! আমিও পাচ্ছি, রিটন ভাই !!! এখানে আছে বিস্তারিত
http://www.sachalayatan.com/sujan/37591
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ
নববর্ষের শুভেচ্ছা।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সবাইকে শুভ নববর্ষ। দিন কত তাড়াতাড়ি যায়, গত বছরের "অগ্নিস্নানে শুচি হোক ধরা" কার্টুনটা এখনো চোখে ভাসছে, এর মাঝে এক বছর চলে গেল!!
দারুণ... অসাধারণ...
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন