বন্যেরা বনে সুন্দর, শিশুরা পিতৃক্রোড়ে !
নাম আরো ছিলো .... মদন এ্যান্ড চাইল্ড (madonna and child)
নামের দোষ আমার না ঐটা সচলে শুদ্ধ বানানের পথিকৃৎ বেগম রোকেয়া নাস্তারানের দেয়া।
হেহেহহেহেহেহে........!
আচ্ছা সুজন্দা, যদু মামুর বয়স কতো? আমার আশি ভাগের একভাগও তো না। তাইলে আমার ক্যারিকেচার না কইরা হ্যারটা করলেন ক্যান? এতে কি order of precedence লঙ্ঘিত হৈলো না? খাড়ান, আপ্নার নামে জেলা দায়রা জজের আদালতে একটা মোকদ্দমা ঠুকতে হৈবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অসাধারণ স্কেচ। মোনালিসার অনির্বচনীয় ভঙ্গিমা হাসি নাকি বিষাদ তা যেমন বুঝতে বিভ্রম হয়, তেমনি এই স্কেচে কে পোলা আর কে বাপ সেটিও বুঝতে বিভ্রম হয়। আর এখানেই স্কেচের অসাধারাণত্ব ।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্য
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হেহেহে ..... ডড়াও খেরে!!! ?
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
মাইর দিমু তোমারে মিয়া!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বেগম 'রোকেয়া নাস্তারান' টা আবার কে? হাঁসাপাপু, চেয়ারের নিচে পালাচ্ছেন কেন - ওটা কি আপনি?
খুব সুন্দর।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
পিতাপুত্রের পরিচয় জানিনা যদিও, কিন্তু ক্যারিকেচারটা দারুণ হইছে![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
ঝাক্কাস! ফাডাইলাইছেন।
মিয়া!!!
খেইস হইব, খেইস!
সুজন্দা রকস...
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ফাটায়া লাইছেরে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ছোড মামুর চুল সাদা কেনু?
কেনু কেনু কেনু? জবাব চাই দিতি হবি।
বড় মামুর যন্ত্রণায় অতিষ্ট হয়ে ছোটো মামুর চুল সাদা হয়ে গেছে...![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
ছবি দুইটা দারুণ, সুজন্দা... মডু মামুকে দেখতে পুরা ডার্থ ভেডারের মতো লাগছে...![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
হাহাহাহাহাহাহা!!!!! প্রভূখন্ড!!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
আচ্ছা সুজন্দা, যদু মামুর বয়স কতো? আমার আশি ভাগের একভাগও তো না। তাইলে আমার ক্যারিকেচার না কইরা হ্যারটা করলেন ক্যান? এতে কি order of precedence লঙ্ঘিত হৈলো না? খাড়ান, আপ্নার নামে জেলা দায়রা জজের আদালতে একটা মোকদ্দমা ঠুকতে হৈবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
একেই বলে পোনাহিংসা!
অসাধারণ স্কেচ। মোনালিসার অনির্বচনীয় ভঙ্গিমা হাসি নাকি বিষাদ তা যেমন বুঝতে বিভ্রম হয়, তেমনি এই স্কেচে কে পোলা আর কে বাপ সেটিও বুঝতে বিভ্রম হয়। আর এখানেই স্কেচের অসাধারাণত্ব
।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সাদাকালো ও নির্বাকের বদলে রঙিন ও সবাক চিত্রের দাবি জানায়া গ্লাম।
বরাবরের মতোই দুর্দান্ত!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দাড়ুনৈছে!
আমাট্টা কো?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
বড় হয়ে সুজন চৌধুরি হমুই হমু!
জোস.....
মদন অ্যান্ড চাইল্ড, নামটা কিন্তু সিরাম, ক্যারিকেচারটাওয়াও![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
এহহ্! তোমার নাম দিতে হবে মদন টুক টুক। তারপর বুঝবা কেমন লাগে।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
জব্বর...
পিচ্চিটা কি মা.মু ভাই নাকি? কিন্তু ওনার সব চুল পাকা কেন? ওনার চুল তো থাকবে- যৌবন ঝঞ্ঝার তোড়ে কালোকেশীর মত দিঘল কালো।![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
ছোটবেলার সেই গল্পটার কথা মনে পড়ল-- একটা বনে ছিল তিনটা ভাল্লুক, বাবা ভাল্লুক, মা ভাল্লুক আর তাদের বাচ্চা ভাল্লুক। হে হে হে..
মিয়া!!!
সুজনদা আমারে পচায় ভুত করলেন। মনে রাইখেন কিন্তু কইলাম।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
পচাইলাম কই![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
আপনার তুলিতে যাদু আছে!!
আহা ! কী সৌন্দর্য !!![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
সুজন্দা যথারীতি ফাডায়ালছেন
এইরাম যদি আঁক্তারতাম ! :-<
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
তবে হ্যাঁ, যদু মামু কিন্তু আসলেই একটা মাস্টারপিস !![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
অসাধারণ অসাধারণ অসাধারণ দাদা!!!!
![গুল্লি গুল্লি](http://www.sachalayatan.com/files/smileys/guli.gif)
হ্যাটস অফ!!
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
ভাবছিলাম বলি, যে ছবি চরম হয়েছে, ক্যাপশনও, কিন্তু মডু মামুর ভয়ে চেপে গেলাম...![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
দুর্দান্তিস... ম্রাত্মক হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
নতুন মন্তব্য করুন