আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৩২

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ২২/০৫/২০১১ - ২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

My Amitabh rough
কাজের চাপে বুদ্ধি ঘোলা হয়ে গেছে, এক্টু টনিক লৈলাম!
এখন বন্ধ আকল কা তালা খুলতে গিয়া এই অবস্থা!!
লন আপনারাও টনিক খান


মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

দেঁতো হাসি খাইলাম

জট্টিল

সুজন চৌধুরী এর ছবি
guest_writer এর ছবি

আহা, মধু মধু !!! আখেরি রাস্তা... কি একখান সিনেমা আসিলো রেহ...

-মেফিস্টো

সুজন চৌধুরী এর ছবি

হুম! তবে এটা ডন-এর গান

রু (অতিথি)  এর ছবি

সুজন্দা, টনিক খেয়ে আমার পুরা ঘিলু ঘোলা হয়ে গেলো। এখন কী করবো? আপনার হাতের কাজ অপূর্বর উপরে যদি কিছু থাকে তাহলে তাই।

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ রু' ঘিলুটা ওয়াসিং মেশিনে দিয়া মেশিন স্টার্ট দেন!

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুজন চৌধুরী এর ছবি
সবজান্তা এর ছবি

গতকাল ম্যালাদিন পর টিভি দেখতে বসছিলাম। চ্যানেল পাল্টাইতে যায়া দেখি এই ব্যাটা এখনো চ্যাংড়াগো মতো নাচতেসে, কুঁদতেসে... শালা বিরক্তির এক শেষ। ওর ক্যারিকেচারের সবচে ভালো টাইটেল হইতে পারে- "থামলে ভালো লাগে" দেঁতো হাসি

সুজন চৌধুরী এর ছবি

হেহেহে !সবজান্তা'দা, আমি অবশ্য অনেক গ্যাপ দিয়া ওনারে দেখি, তাই ওতো বিরক্ত লাগে না আর বুড়াটারে বরং মাঝে মাঝে চ‌্যাংড়াটার চেয়ে ভালো লাগে। আর সুযোগমত লোকটা এ্যাক্টিংও ভালো করে .... আমি আসলে বেটার বেদম ভক্ত! এতো এনার্জি যে লোকটা কৈ পায়!!!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই ঢ্যাঙাটাকে অপছন্দ করা যায়, কিন্তু অস্বীকার করা যায় কি?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুজন চৌধুরী এর ছবি

পাণ্ডবদা' প্রশ্নটা আমারে করে থাকলে বলি ....
আমি ২টার কোনটাই করিনা !

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্রশ্নটা আপনারে জিগাই নাই, সবজান্তার কথা শুইনা মনে হৈলো সে ঢ্যাঙারে অপছন্দ করে - তাই কইলাম আর কি!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ধৈবত(অতিথি) এর ছবি

এই ঢ্যাঙাটাকে অস্বীকার না করতে পাড়ার পাট সে চুকিয়ে ফেলেছে, এখন যা করছে সেটা অপছন্দের পালার বৃদ্ধিসাধন

সুজন চৌধুরী এর ছবি

ধৈবত,২য় অংশের সাথে ১মত না! ফালতু কাজ অনেকেরই আছে, লোকটা সুযোগ পেলে এখনো ভালো কাজ করে। সুযোগটা পাচ্ছেনা বলেই মনে হয়!
"পহেলি" সিনেমার ঐ ওঝার চরিত্রটা মনে আছে নিশ্চয়ই! এরকম আসলে অনেক দারুণ কাজই আছে লোকটার! তবে আপনি যদি বলেন লোকটা বাজারের সং হয়ে উঠেছে তাহলে আমি ১মত!

যাযাবর ব্যাকপ্যাকার (ঘুমাই) এর ছবি

ইয়ে...

আমি না...

নজরুল ভাই ভেবেছিলাম... !! খাইছে

নৈষাদ এর ছবি

ইন্টারেস্টিং!! আমিও... প্রথমে তাই ভেবেছিলাম...। দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

কি আশ্চর্য, মিললো কেমনে!!! অ্যাঁ

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুজন চৌধুরী এর ছবি

হেহেহে! দেখি নজ্রুল্ভাই কি বলেন!!!

সুজন চৌধুরী এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

অ সুজন্দা
এইডা বেডা না বেডি?

সুজন চৌধুরী এর ছবি

অ লীলেন্দা, আপনি কি দাড়ি-গোফ না দেখলেই সন্দেহ করেন নাকি!

স্পর্শ এর ছবি

দারুণ আঁকছেন!!

নজরুল ভাইয়ের সাথেও মিলসে চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুজন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হে হে হে হে... এইটারে একটু ঘইষা মাইজা দেন, নিজের বইলা চালায়া দেই চোখ টিপি

দারুণ হইছে
এই লোকটারে আমিও বেদম পছন্দ করি

______________________________________
পথই আমার পথের আড়াল

কৌস্তুভ এর ছবি

হেহেহেহে... দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।