হকিং-এর 'দ্য গ্র্যাণ্ড ডিজাইন' বাংলা অনুবাদ না হলে ইংরেজী পড়তাম কিনা বলা মুশকিল! সে দিক থেকে তানভীরের ১টা ধন্যবাদ তো অবশ্যই প্রাপ্য ! আজকের দিনটা ওর। অশেষ ধন্যবাদ তানভীর।। হি হিহি হি!!!
১৮ | লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ৩:৩৪অপরাহ্ন)
অনেক দিন পরে একটা পোস্ট দেখে প্যাটখামচায়ধরে হাসছি! আল্লাহগো! এইটা কী দেখাইলা সুজন্দা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্য
চ্রম!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ইইইইইইইইইইক!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হো হো হো ....
দুষ্টু দুষ্টু হইছে।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
দুর্দান্তিস।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
একটু নজু ভাই, নজু ভাই টাচ আছে।
চরম হইছে।
অলস সময়
কবে যে আমার একটা ক্যারিক্যাচার করব সুজন্দা।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
সিরাম
চঊক্ষে চশমাটা থাকলে আরেকটু ভাব হইতো উনার, এখন পুরা বখাটেদের মতন লাগতেসে :D
আমার কাছে লাজুক লাজুক বেচারা বেচারা লাগছে।
--------------------------------------------------------------------------------
সেই রকম চরমম.......
কিন্তু ক্যানাইন টুথগুলো এমন ক্যানাই কেন?
কিন্তু ক্যানাইন টুথগুলো এমন ক্যানাইন কেন?
অনেক দিন পরে একটা পোস্ট দেখে প্যাটখামচায়ধরে হাসছি! আল্লাহগো! এইটা কী দেখাইলা সুজন্দা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আরে আরে!!!
কী যে খুশি হইসি সুজন দা!! সেই কত বছর ধরে অপেক্ষায় আছি। অবশেষে পেলাম
দেশে-বিদেশে যেখানেই আপনারে পাই। নিজ হাতে রান্না করে খাওয়াবো।
ইচ্ছার আগুনে জ্বলছি...
হেহে, এইটা পুরষ্কার না তিরস্কার করলেন ভাই ??
শ্বদন্ত আর ঢুলুঢুলু চোখ! পুরাই ইয়ে হয়েছে
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
চ্রম!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সবাইকে জানিয়ে রাখি, আমার কিন্তু আসলেই দুইটা শ্বদন্ত আছে। এবং এইরকমই ধারালো। (মনে হয় আমি মিউট্যান্ট)
ইচ্ছার আগুনে জ্বলছি...
আরে নাহ...ওগুলো সবাইকে ঈশ্বর দেন না...সুন্দরী বালিকাদের যত্ন করে যারা কামড়ানোর যোগ্যতা রাখে তারাই পায়...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ছো ছুইট!
চিঞ্ছি
______________________________________
পথই আমার পথের আড়াল
দারুণ হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
দাঁতগুলো যা হয়েছে না - উফফফ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
অছাম!
চোখে-দাঁতে যায় চেনা
সুজন্দাকে
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
দুর্দান্ত আঁক ও আঁকিয়ে!!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দেরিতে দেখলুম। কিন্তু (গুড়)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন