কালি দিয়ে চুনকাম-০১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০২/০৬/২০১১ - ২:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

Kala tamoy
সবাই তাকে হাতুড়ে ডাক্তার বলে, যদিও তার কাজকারবার করাত নিয়ে।
শোনা গেছে, দেবতা থর তার হাতুড়ি খুঁজে না পেয়ে এনার পেছনে টিকটিকি লাগিয়েছেন।
হাতুড়ি হাতে বা খালি হাতে নানা কাজে সমান পারদর্শী বৈরী দুনিয়ার কৈরী ডাক্তার।


মন্তব্য

সবজান্তা এর ছবি

দুর্দান্তিস !

সুজন চৌধুরী এর ছবি
অদ্রোহ এর ছবি

ঘনঘোর কৃষ্ণকালো বদনের সাথে সাযুজ্যপূর্ণ ঝকঝকে শ্বেতশুভ্র দন্তসারি, এই না হলে আমাদের মেটাল ডক। সুজন্দা রকস ওয়ান্স এগেইন দেঁতো হাসি

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

সুজন চৌধুরী এর ছবি
খেকশিয়াল এর ছবি

ওরে এ এ এ এ এ এ এ !!! জটিলস্য জটিল হইছে ! ব্যাটা পুরা ঈভিল ডক্‌!! হাহাহাহাহা!!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

চ্রম চ্রম চ্রম!

ঈভিল ডক রক্স!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুজন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কঠিন কালা

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি
ওডিন এর ছবি

উরে খাইছে রে!!!! এযে মেঘ না চাইতে বজ্রপাত!

সাধারণতঃ আমার ছবিগুলা দেখলে আমাকে ভ্যাবলাটাইপ মোটকু একটা ছেলে বলে মনে হয় মন খারাপ লোকজন বুঝতেই চায়না আমি আসলে কতটা ঈভল। অন্তর কত কালা কুচকুচে! কিন্তু সুজন্দা মনে হয় ভেতরে একেবারে উঁকি দিয়ে দেখতে পান। এইটা যে কেউ দেখলে বলবে এইটা এক্কেবারে আমি! আর হাসিটা! আহা! একেবারে কলসি ফুটা কইরা দিমু টাইপ! শয়তানী হাসি

আর শিজ্ঞিরি ঢাকায় বেড়াতে আসেন। আসলে আনলিমিটেড নান্নার মোরগ পোলাও, আল রাজ্জাকের গেলাসী, বিসমিল্লাহ'র কাবাব, নূরানির লাচ্ছি আর শরবত, এবং সবশেষে ফ্রি কোলেস্টেরল চেকাপ খাইছে

সুজন চৌধুরী এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!! হাসি দেঁতো হাসি
ঊড়ে ঢ়ে!!!লুল পর্তাছে!! লগে আবার চেকাপও!! খ্রাণ প্লেনফেয়ার যুগাঈ!!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

উরেএএএএএএ... খাইসে রেএএএ! ঈঈঈঈঈঈঈঈভিঈঈঈঈঈল রিডিফাইনড, কালান্ময় কৈরী!! দেঁতো হাসি

সুজনদা, এইটা আমার দেখা অন্যতম জোস ক্যারিকেচার, ওডিনদার সাথে ভয়াবহতম মিলান্তিক চুনকাম এইটা, মানে পুরাই উড়াধুরা ব্যাপার... ইন ফ্যাক্ট আমি কিছুটা হিংসান্বিতও মনে হয়, জাস্ট দাদা বলেই তার গর্বে দাঁত বের করে রাখছি!! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুজন চৌধুরী এর ছবি

কালান্ময় কৈরী!! নামটা পছন্দ হৈছে! দেঁতো হাসি

ওডিন এর ছবি

আমি আবার ক্যালেন্ডারটা দেখলাম। ভাবছিলাম আমার বাড্ডেফাড্ডে নাকি আবার চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি
একজন পাঠক এর ছবি

জটিল হইছে সুজন্দা

তাড়াতাড়ি গুগলাইয়া ডাকতর সাবের আসল খোমা'ডা দেখলাম, এত্তোতো কালানা! উজ্জল শ্যামলা।

ওডিন'কে শুভেচ্ছা!

ঢাকাইয়্যা যাদুকর

সুজন চৌধুরী এর ছবি
ওডিন এর ছবি

ভাইরে- এই কালা তো গায়ের রঙের কালা না, এইটা অন্তরের কালাত্ব! ধবধবা ফর্সা মানুষও কালা হইতে পারে। এই 'কালা' হইলো একটা ফিলোসফি, একটা লাইফস্টাইল! দেঁতো হাসি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

একটা 'ইজম' চোখ টিপি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

ধৈবত(অতিথি) এর ছবি

বাহ, ওডিন্দাতো ভয়াবহ সুন্দর!!!

সুজন চৌধুরী এর ছবি
জি.এম.তানিম এর ছবি

খয়েরি ভাইকে কালা বানায় দিলেন? খাইছে

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুজন চৌধুরী এর ছবি

আমরা সবাই কালা আমাদের এই colour রাজত্বে !

সুরঞ্জনা এর ছবি

অ্যাঁ
জয় গুরু!!
সুজন্দা কালো রংটাকেই হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিলো !! দেঁতো হাসি

গুল্লি উত্তম জাঝা! হাততালি

গুরু গুরু

হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুজন চৌধুরী এর ছবি
তিথীডোর এর ছবি

অছাম! খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুজন চৌধুরী এর ছবি
কৌস্তুভ এর ছবি

উরেঃ! খাঁটি তন্ময়দা, কোনো ভেজাল নাই!

আর সুজন্দা পাদটীকায়ও কাঁপিয়ে দিয়েছেন!

সুজন চৌধুরী এর ছবি

হাসি
"পাদটীকায় কাঁপা"র ১টা ইমো বানাতে হবে তারপর রিএ্যাকশান -এ দেখা যাবে বেগুণী কৌস্তুব্দা কাঁপছেন!!

কৌস্তুভ এর ছবি

হো হো হো

সুহান রিজওয়ান এর ছবি

কালায়েস্ট ক্যালিকেচার হইসে !!!

সুজন্দা মানুষ না, মেসি পুরা দেঁতো হাসি

কৌস্তুভ এর ছবি

সুজন্দা মানুষ না, মেসি পুরা

চলুক

সুজন চৌধুরী এর ছবি

মের্সি বোকুপ!!! বদ্ভেন্চারিস্ট!!

ওসিরিস এর ছবি

ও্ডিন্দা কপিলেফট আইন ভঙ্গ কইরা আমার ছবি নিজে নামে চালাইতেসেন।।

সুজন চৌধুরী এর ছবি
স্বাধীন এর ছবি

পাশবিক গুরু গুরু

সুজন চৌধুরী এর ছবি
নৈষাদ এর ছবি

অদ্ভুত। তন্ময়ের লাইভলি ভাবটা ক্যারিক্যাচারে মারাত্মকভাবে চলে এসেছে...।

সুজন চৌধুরী এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

[মন্তব্যে লাইকানোর ব্যাপার্টা মিসাইতেসি! ]

আমার ঈভিল দাদাই! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুজন চৌধুরী এর ছবি
কৌস্তুভ এর ছবি

শয়তানী হাসি

তাসনীম এর ছবি

গুরু গুরু

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুজন চৌধুরী এর ছবি
ফাহিম হাসান এর ছবি

চমৎকার কাজ। শুধু সাদা-কালোতেই এত!!

কবি-মৃত্যুময় এর ছবি

আপনার বস বস কাজ দেখি আর অবাক হই!! চলুক

মুস্তাফিজ এর ছবি

কালো একটু কম হয়েছে। আরেকটু দরকার ছিলো।

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

এই পত্তম আপনি একখান দাড়িছাড়া সফল খাট্টুন কর্লেন সুজন্দা

চালায়ে যান। আবার যেদিন দাড়ি কাটুম একখান ফটুক পাঠায়া দিমুনে

আশরাফ মাহমুদ এর ছবি

কিঞ্চিত ভয় পাইছি।

দময়ন্তী এর ছবি

হা হা হা হা এইটা আমার দুর্দান্ত পছন্দ হল|

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।