এইমাত্র জানতে পারলাম ইমদাদ কাকা নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিশাল দেহী এই অসাধারণ মানুষটি।
ভাষা আন্দোলনের সময় ২১ ফেব্রুয়ারীতে শহিদ রফিকের রক্তমাখা শার্ট হাতে শিল্পীদের মিছিলে নেতৃত্ব দেন উনি, এখনো শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারীতে চালচিত্র হিসাবে যে বিশাল লাল সূর্যটা দেয়া হয় সেটাও করা ইমদাদ কাকার। ইমদাদ কাকা ছায়ানটের প্রতিষ্ঠাতাদেরওএকজন। কামরুল হাসানের সাথে প্রতিষ্ঠা করেন বিসিক। বি টিভির প্রতিষ্ঠার শুরুতে যে কয়জন মানুষ জড়িত ছিলেন ইমদাদ কাকা তাদের একজন, আমার জানামতে বিটিভির লোগোটাও ওনার করা। বাংলাদেশে বহুকিছুর শুরুর মানুষ এই ইমদাদ হোসেন।
মনটা খুব ভারী লাগছে.... ইমদাদ কাকা, বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন.... ঢাকা আর্ট কলেজে বাবার সহপাঠী ছিলেন, ১ম ব্যাচের ছাত্র। অসাধারণ ১টা শিল্পী পরিবার ওনার, একছেলে ( ইমরান হোসেন পিপলু) চারুকলায় আমার সহপাঠী ছিল আরেক ছেলে শিল্পী নিসার হোসেন চারুকলায় আমার শিক্ষক ছিলেন আরেক ছেলে ভাস্কর সাখাওয়াত হোসেন এখন ভ্যান্কুভারে আমার প্রতিবেশী, ওনার বড় ছেলের স্ত্রীও আমার শিক্ষক ছিলেন ছায়ানটে।
নতশীরে তাঁকে শ্রদ্ধা জানাই।
মন্তব্য
_________________
[খোমাখাতা]
নতশীরে তাঁকে শ্রদ্ধা জানাই
______________________________________
পথই আমার পথের আড়াল
শ্রদ্ধা জানাই তাঁকে ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
শ্রদ্ধা।
ভাষা আন্দোলনে তার অবদান নিয়ে যারা জানেন, একটু একটু করে মন্তব্যে যুক্ত করলে তাকে পুর্নাঙ্গভাবে জানা হয়।
পরে পোস্ট আকারে দিবো।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বিনম্র
facebook
ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা।
বিডিনিউজ ২৪ থেকে ওনার সম্পর্কে অনেল তথ্য পেলাম
শ্রদ্ধা জানাই তাঁকে ...
শ্রদ্ধা
...........................
Every Picture Tells a Story
শ্রদ্ধা জানাই
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
নতশিরে শ্রদ্ধা জানাই তাঁকে।
এটুকুই জানতাম কেবল।
শ্রদ্ধা জানাই।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এইটুকও জানতাম না ...
শ্রদ্ধা
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
নতশিরে শ্রদ্ধা জানাই তাঁকে
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
শ্রদ্ধা ...
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
টুইটার
অঃটঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সেটাকে ভাষা আন্দোলনের ২১শে ফেব্রুয়ারীতে বিশ্বব্যাপী পালন করার ইউনেস্কো ঘোষনার পিছনে মূল উদ্যোক্তা দুই জনের একজন, কানাডা প্রবাসী রফিক সাহেব ক্যান্সারে আক্রান্ত শুনেছি। এ ব্যাপারে কেউ কিছু জানেন ? এনাকেও কিন্তু এক হিসাবে আমাদের কালের ভাষা-সৈনিক বলা যেতে পারে।
****************************************
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
এই গুণী মানুষগুলো বেঁচে থাকতে তাঁদের কথা শুনি না, মৃত্যুর পর অনেক অনেক কিছু জানতে পাই। শ্রদ্ধা জানাই।
_____________________
Give Her Freedom!
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অলস সময়
নতশিরে শ্রদ্ধা জানাই এই গুনী মানুষটিকে।
শ্রদ্ধা জানাই।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
এভাবে একে একে চলে যাচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের ও বাঙ্গালীর মুক্তির আন্দোলনের অগ্রসৈনিকেরা......... আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের কীর্তি গাঁথা পৌঁছানোর ও স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বটা এখন আমাদের-ই
তাঁর বিদেহী আত্মা সম্মানে, শান্তিতে থাকুক।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
একে একে সবাই চলে যাচ্ছেন! শুধুমাত্র মোমবাতি আর শ্রদ্ধা যথেষ্ট নয় এমন মানুষের জন্য।
নতুন মন্তব্য করুন