চলে গেলেন ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেন

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ১৩/১১/২০১১ - ১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র জানতে পারলাম ইমদাদ কাকা নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিশাল দেহী এই অসাধারণ মানুষটি।

ভাষা আন্দোলনের সময় ২১ ফেব্রুয়ারীতে শহিদ রফিকের রক্তমাখা শার্ট হাতে শিল্পীদের মিছিলে নেতৃত্ব দেন উনি, এখনো শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারীতে চালচিত্র হিসাবে যে বিশাল লাল সূর্যটা দেয়া হয় সেটাও করা ইমদাদ কাকার। ইমদাদ কাকা ছায়ানটের প্রতিষ্ঠাতাদেরওএকজন। কামরুল হাসানের সাথে প্রতিষ্ঠা করেন বিসিক। বি টিভির প্রতিষ্ঠার শুরুতে যে কয়জন মানুষ জড়িত ছিলেন ইমদাদ কাকা তাদের একজন, আমার জানামতে বিটিভির লোগোটাও ওনার করা। বাংলাদেশে বহুকিছুর শুরুর মানুষ এই ইমদাদ হোসেন।
মনটা খুব ভারী লাগছে.... ইমদাদ কাকা, বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন.... ঢাকা আর্ট কলেজে বাবার সহপাঠী ছিলেন, ১ম ব্যাচের ছাত্র। অসাধারণ ১টা শিল্পী পরিবার ওনার, একছেলে ( ইমরান হোসেন পিপলু) চারুকলায় আমার সহপাঠী ছিল আরেক ছেলে শিল্পী নিসার হোসেন চারুকলায় আমার শিক্ষক ছিলেন আরেক ছেলে ভাস্কর সাখাওয়াত হোসেন এখন ভ্যান্কুভারে আমার প্রতিবেশী, ওনার বড় ছেলের স্ত্রীও আমার শিক্ষক ছিলেন ছায়ানটে।
নতশীরে তাঁকে শ্রদ্ধা জানাই।

ছবি: 
02/06/2007 - 3:11pm

মন্তব্য

নিটোল এর ছবি

শ্রদ্ধা

_________________
[খোমাখাতা]

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শ্রদ্ধা
নতশীরে তাঁকে শ্রদ্ধা জানাই

______________________________________
পথই আমার পথের আড়াল

বাপ্পী হায়াত এর ছবি

শ্রদ্ধা

অনুপম ত্রিবেদি এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা জানাই তাঁকে ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

স্বাধীন এর ছবি

শ্রদ্ধা

পান্থ রহমান রেজা এর ছবি

শ্রদ্ধা।

ভাষা আন্দোলনে তার অবদান নিয়ে যারা জানেন, একটু একটু করে মন্তব্যে যুক্ত করলে তাকে পুর্নাঙ্গভাবে জানা হয়।

সুজন চৌধুরী এর ছবি

পরে পোস্ট আকারে দিবো।

তাপস শর্মা এর ছবি

বিনম্র শ্রদ্ধা

তারেক অণু এর ছবি
সাফি এর ছবি

ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধা

বিডিনিউজ ২৪ থেকে ওনার সম্পর্কে অনেল তথ্য পেলাম

ইমদাদ হোসেনের জন্ম ১৯২৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে। বাবার নাম মজিদ বক্স, মায়ের নাম সাবেদুন নেসা। তার শৈশব-কৈশোর কেটেছে ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিক বাড়ীতে। স্কুলের লেখাপড়াও সেখানেই। পরে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৪৮ সালে ভর্তি হন তৎকালীন ঢাকা আর্ট কলেজে (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ইমদাদ হোসেন চারুকলার ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ভাষা আন্দোলনের পরও নানা সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ চালিয়ে যান তিনি। ১৯৬১ সালে ছায়ানট প্রতিষ্ঠার সময় থেকেই শিল্পী ইমদাদ হোসেন ছিলেন সংগঠনটির একজন সক্রিয় সদস্য। ১৯৬৯ সালে স্বাধিকার আন্দোলনে তুমুল ছাত্র-গণঅভ্যুত্থানের সময়ে প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কামরুল হাসানের সঙ্গে মিলে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে 'চারু শিল্পী সংস্থা' গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিল্পী ইমদাদ হোসেন।

১৯৬০ সালে ইস্ট পাকিস্তান ডিজাইন সেন্টারে নকশাবিদ হিসেবে পেশাজীবন শুরু করেন এই কর্মবীর। পরের বছরই শিল্প নির্দেশক হিসেবে যোগ দেন 'ইউএসএআইডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেন্টার'-এ। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে সিনিয়র লেকচারার হিসেবে শিক্ষকতায় যোগ দেন তিনি।

১৯৬৬ সালে প্রধান নকশাবিদ হিসেবে কাজ শুরু করেন পূর্ব পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রে। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনের লোগো নকশা করেন শিল্পী ইমদাদ হোসেন। ১৯৭৬ সালে অবসর নেন বাংলাদেশ টেলিভিশন থেকে।

১৯৭৬ সালেই যোগ দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন 'বিসিক'-এ। ১৯৯১ সালে অবসরে যাওয়ার সময় তিনি ছিলেন সংস্থাটির প্রধান নকশাবিদ।

শিল্পী ইমদাদ হোসেন সারা জীবনই যুক্ত ছিলেন সৃষ্টিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে। স্বাধীনতার পর ভাষা আন্দোলনের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার নতুন করে নির্মাণের উদ্যোগে ভূমিকা রাখেন তিনি। ১৯৭৪ সালে শহীদ মিনারের মূল স্তম্ভের পেছনে বিশালাকৃতির লাল সূর্যের নকশাটি যোগ করা হয় এই ভাষা সৈনিকের প্রস্তাব অনুসারেই।

আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শেষদিকে তৎকালীন চারুকলা ইন্সটিটিউটের সাবেক বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের উদ্যোগে পহেলা বৈশাখে বাংলা নববর্ষের র‌্যালি শুরুর সময়েও সক্রিয় প্রবীণ এই শিল্পীই র‌্যালিটির নামকরণ করেন 'মঙ্গল শোভাযাত্রা'।

ইমদাদ হোসেন ১৯৫৪ সালের ২১ নভেম্বর বিয়ে করেন। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম বকুলি। চার ছেলে ও দুই মেয়ের জনক এই শিল্পী নিজের পরিবারকেও গড়ে তুলেছেন যথার্থই শিল্পী পরিবার হিসেবে। তার তিন ছেলেই চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকারী শিল্পী। মেজ ছেলে শিল্পী নিসার হোসেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক।

শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে একুশে পদক লাভ করেন ইমদাদ হোসেন।

কল্যাণF এর ছবি

চলুক

নৈষাদ এর ছবি

শ্রদ্ধা জানাই তাঁকে ...

মুস্তাফিজ এর ছবি

শ্রদ্ধা

...........................
Every Picture Tells a Story

নীড় সন্ধানী এর ছবি

শ্রদ্ধা জানাই

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ত্রিমাত্রিক কবি এর ছবি

শ্রদ্ধা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

দ্রোহী এর ছবি

শ্রদ্ধা

নতশিরে শ্রদ্ধা জানাই তাঁকে।

তিথীডোর এর ছবি

১৯৭৪ সালে শহীদ মিনারের মূল স্তম্ভের পেছনে বিশালাকৃতির লাল সূর্যের নকশাটি যোগ করা হয় এই ভাষা সৈনিকের প্রস্তাব অনুসারেই।

এটুকুই জানতাম কেবল।

শ্রদ্ধা
শ্রদ্ধা জানাই।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিন্দ্য রহমান এর ছবি

এইটুকও জানতাম না ...
শ্রদ্ধা


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ন এর ছবি

শ্রদ্ধা

কল্যাণF এর ছবি

শ্রদ্ধা

নতশিরে শ্রদ্ধা জানাই তাঁকে

রাতঃস্মরণীয় এর ছবি

শ্রদ্ধা

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দময়ন্তী এর ছবি

শ্রদ্ধা ...

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
মন মাঝি এর ছবি

শ্রদ্ধা

অঃটঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সেটাকে ভাষা আন্দোলনের ২১শে ফেব্রুয়ারীতে বিশ্বব্যাপী পালন করার ইউনেস্কো ঘোষনার পিছনে মূল উদ্যোক্তা দুই জনের একজন, কানাডা প্রবাসী রফিক সাহেব ক্যান্সারে আক্রান্ত শুনেছি। এ ব্যাপারে কেউ কিছু জানেন ? এনাকেও কিন্তু এক হিসাবে আমাদের কালের ভাষা-সৈনিক বলা যেতে পারে।

****************************************

অরিত্র অরিত্র এর ছবি

শ্রদ্ধা

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

শ্রদ্ধা

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

frdayeen (দায়ীন) এর ছবি

শ্রদ্ধা

রু (অতিথি) এর ছবি

এই গুণী মানুষগুলো বেঁচে থাকতে তাঁদের কথা শুনি না, মৃত্যুর পর অনেক অনেক কিছু জানতে পাই। শ্রদ্ধা জানাই।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা


_____________________
Give Her Freedom!

সচল জাহিদ এর ছবি

শ্রদ্ধা


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

নীলকান্ত এর ছবি

শ্রদ্ধা


অলস সময়

সুপ্রিয় দেব শান্ত এর ছবি

নতশিরে শ্রদ্ধা জানাই এই গুনী মানুষটিকে।

শাব্দিক এর ছবি

শ্রদ্ধা জানাই।

নুরুজ্জামান মানিক এর ছবি

শ্রদ্ধা

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আশফাক আহমেদ এর ছবি

শ্রদ্ধা

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

নির্ঝরা শ্রাবণ এর ছবি

এভাবে একে একে চলে যাচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের ও বাঙ্গালীর মুক্তির আন্দোলনের অগ্রসৈনিকেরা......... আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের কীর্তি গাঁথা পৌঁছানোর ও স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বটা এখন আমাদের-ই

উচ্ছলা এর ছবি

শ্রদ্ধা
তাঁর বিদেহী আত্মা সম্মানে, শান্তিতে থাকুক।

তানিম এহসান এর ছবি

শ্রদ্ধা

একে একে সবাই চলে যাচ্ছেন! শুধুমাত্র মোমবাতি আর শ্রদ্ধা যথেষ্ট নয় এমন মানুষের জন্য।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।