খুদান্তিস !!!

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ১৬/১২/২০১১ - ৩:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

murgi re khud khaoantis

বাংলার মোরগ, বাংলার মুরগি, সকলেই রাজাকার পিটানোতে সমান দক্ষ।


মন্তব্য

পাজানি পথিক এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো গুল্লি উত্তম জাঝা!

চরম উদাস এর ছবি

হো হো হো

অরিত্র অরিত্র এর ছবি

সেইরকম হয়েছে।... চলুক

 মর্ত্যমানবী এর ছবি

গুরু গুরু

তাপস শর্মা এর ছবি

চরম.............................. গুল্লি গুল্লি

মনোয়ার এর ছবি

হাচল মুবারক তাপস'দা

অন্যকেউ এর ছবি

সুজন্দারে অনলাইন দেইখাই জানি দুর্দান্তিস আসতাছে!
গুল্লি গুল্লি গুল্লি

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

অনিন্দ্য রহমান এর ছবি

চলুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মেঘা এর ছবি

অসাধারণ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওরে আইডিয়া!! গড়াগড়ি দিয়া হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আশেপাশে কেউ ড্রাম বাজাচ্ছে এমন থাকলে মন্দ হত না খাইছে

শ্যামল এর ছবি

সিরাম অইছে। সাত সক্কালে মন টাই ভালা কইরা দিলেন সুজন্দা।

তিথীডোর এর ছবি

হো হো হো গুল্লি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি
রু (অতিথি) এর ছবি

ছাওদের ধরলেন না যে?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হা হা হা হা... দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

লীন এর ছবি

গুরু গুরু উত্তম জাঝা!

______________________________________
লীন

মনোয়ার এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আঁকাইন এর ছবি

হো হো হো হাহাহাহা গুল্লি

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

সাফি এর ছবি

গুল্লি

দ্রোহী এর ছবি

গোলাম আযম এটা দেখলে খাটের পায়ার সাথে ওড়না বেঁধে খুদকুশি করে ফেলবে।

গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

পুরা গুল্লি

অনুপম ত্রিবেদি এর ছবি

গুল্লি গুল্লি উরি অছাম গুল্লি গুল্লি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

জয়ন্তী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ফাহিম হাসান এর ছবি

দারুণ! দারুণ!

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

বন্দনা কবীর এর ছবি

হো হো হো
হো হো হো
হো হো হো হো হো হো
হো হো হো হাসি) হো হো হো
হো হো হো হাসি) হো হো হো হাসি
হো হো হো হাসি) হো হো হো হাসি) হো হো হো
হো হো হো হাসি) হো হো হো হাসি) হো হো হো হাসি)

গুল্লি গুল্লি

অরফিয়াস এর ছবি

উত্তম জাঝা! গুল্লি ঘেঁয়াও...

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

হেমন্তের ঘ্রাণ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

নিটোল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

_________________
[খোমাখাতা]

মৃত্যুময় ঈষৎ এর ছবি

গুল্লি উত্তম জাঝা!


_____________________
Give Her Freedom!

কল্পনা আক্তার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

হাওয়াইমিঠাই এর ছবি

সাব্বাস দে ঠুকরা ...

আশরাফুল কবীর এর ছবি

ওয়াও! বাঘের বাচ্চা বাঘের বাচ্চা

বিলাস এর ছবি

এই মোরগ-মুরগিদের মত যদি আমরা সবাই হতাম তবে আজ গোআদের অস্তিত্বও থাকতো না। অত্যন্ত কষ্টের সাথে দেখি আজও অনেকেই ঠোকরের বদলে লেহনে নিয়োজিত। সুজন্দাকে অনেক ধন্যবাদ চমৎকার রেখাচিত্রের জন্য। গুরু গুরু

দ্যা রিডার এর ছবি

চলুক

দুর্দান্ত এর ছবি

কি করলেন ভাইডি।
চাঁনতারা পারভাটগুলারে চিনলেন না। ওরা খুদানতিসরে শাস্তি হিসাবে না নিয়া তাদের 'মমিনে'র খুজলি নিরসনের বিকলপ ধারার দাওয়া হিসাবে চালু করব।

কৌস্তুভ এর ছবি

ছিঃ সুজন্দা, আপ্নে এত্ত খ্রাপ... খাইছে

অচেনা আগুন্তুক এর ছবি

শালাদের লাইনে দার করিয়ে, দেড় ফিট লম্বা রডের একদিক গরম করে ঠাণ্ডা দিকটা গুহ্যদার দিয়ে ভরে দেয়া উচিৎ। সহ্য করতে পারবেনা আবার বাইরও করতে পারবেনা। মাঝে মাঝে মনে হয়, সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় প্রিথবে তাদের জন্ম হয় নাই... বেজন্মা'র দল।

রেশাদ শাহবাজ এর ছবি

ঘৃণার রাজনীতি করছেন আপনারা।

নাম নেই এর ছবি

শুধু ঘৃণার না, ভদ্র সমাজে থাকি বইলা প্রকাশ্যে পোন্দাইতে পারি নাই। আপনি কিসের রাজনীতি করেন, আল্লাহর নাম নিয়া রগ কাটনের?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ওরে, কে কোথায় আছিস? শাহবাজ ভাইয়াকে একটু ভালবাসা করে যা! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ধুসর গোধূলি এর ছবি

খুদান্তিস করার আগে মুর্গা আর মুরগীর ঠোঁটগুলারে রেতি দিয়া একটু চাঁইছা লইলে আরও ভালো ফল পাওয়া যাইবে।

রানা মেহের এর ছবি

হাহাহাহা
চরম

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

হাজী মোঃ রফিকুল ইসলাম এর ছবি

আমার মনে হয রাজাকার মারার জন্য মুরগীর বাচ্চা যায়নি গেছে রাজাকারকে কাবার জন্য যা ৪০ বছরেও শেষ হযনি ।
যা আমাদের সমাজে ভাইরাসের মত প্রতিদিন বারছে।
তবে আপনার ভাবনা অসাধারন
উত্তম জাঝা!

কস্কি মমিন! ধর রাজাকারকে ,

ইটা রাইখ্যা গেলাম... দিযা ছেচ হালারে।

আমি শিপলু এর ছবি

শয়তানী হাসি চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।