৪ | লিখেছেন shafi.m (যাচাই করা হয়নি) (তারিখ: শুক্র, ১৩/০১/২০১২ - ৬:২১পূর্বাহ্ন)
(প্রোফাইল লোগোটার দ্বারা) মনে হচ্ছে পাকিস্তানের পতাকা পিছে রেখে আপ্নি অন্যদের (উদাহরণ- অডিয়েন্স) কে মধ্যম আঙগুল দেখাচ্ছেন, এ কারণে যদি (প্রোফাইল লোগোটায়) হাতের তালুকে সাম্নের দিকে রাখতেন (হাতের তালুটা বা যে অংশে বাঁকান আঙগুল গুলি দেখা যাবে বা অডিয়েন্সরা দেখতে পাবে এমনভাবে, অর্থাৎ আপ্নি আপ্নার আঙগুলটা পতাকার উদ্দেশ্যে দেখাচ্ছেন)। অবশ্য সেটাই যদি আপ্নার অভিপ্রায় হয়ে থাকে তাহলে।
হেতে যে কীয়ের অদ্দাপক আসিল তা বলতে পারি না। দৈনিক মতিকণ্ঠ পত্রিকায় পড়েছি মুক্তিযুদ্ধের সময় হেতে টিক্কা খানের ছেলে খালিদ খানকে আমপারা অদ্দাপনা করতো। মতিকণ্ঠ যেহেতু প্যারোডি পত্রিকা তাই সত্যমিথ্যা নিশ্চিত করে কইতে পারুম না। তবে ঘটনা সত্য 'হোলেও হোতে পারে'।
মন্তব্য
লাগা অর মায়রে বাপ!!! (গুড়)
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
সামান্য অফ দি টপিক, আপ্নার প্রোফাইল পিকচার বা লোগোটায় হাতের তালুর দিক্টা মনে হয় সাম্নে আনা উচিত (যেখানে বাঁকান আঙগুল গুলি দেখা যাবে) , নইলে দেখতে অন্য রকম লাগছে। শুধু আপ্নাকে জানাবার জন্যে, বাকিটা আপ্নার ব্যপার।
শাফি।
ঠিক বুঝলাম্না
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
(প্রোফাইল লোগোটার দ্বারা) মনে হচ্ছে পাকিস্তানের পতাকা পিছে রেখে আপ্নি অন্যদের (উদাহরণ- অডিয়েন্স) কে মধ্যম আঙগুল দেখাচ্ছেন, এ কারণে যদি (প্রোফাইল লোগোটায়) হাতের তালুকে সাম্নের দিকে রাখতেন (হাতের তালুটা বা যে অংশে বাঁকান আঙগুল গুলি দেখা যাবে বা অডিয়েন্সরা দেখতে পাবে এমনভাবে, অর্থাৎ আপ্নি আপ্নার আঙগুলটা পতাকার উদ্দেশ্যে দেখাচ্ছেন)। অবশ্য সেটাই যদি আপ্নার অভিপ্রায় হয়ে থাকে তাহলে।
শাফি।
(আমার ব্যক্তিগত মতামত।)
ওরে রে ... লুক্টা তো বড্ড খ্রাপ, একজন ভাষা সোইনিক্রে নিয়া মশকরা করে !!!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
তায় আবার অদ্দাপক
মাঁউলানা
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কেউ কইবেন কি হেতে কিয়ের অদ্দাপক আসিল?
হেতে যে কীয়ের অদ্দাপক আসিল তা বলতে পারি না। দৈনিক মতিকণ্ঠ পত্রিকায় পড়েছি মুক্তিযুদ্ধের সময় হেতে টিক্কা খানের ছেলে খালিদ খানকে আমপারা অদ্দাপনা করতো। মতিকণ্ঠ যেহেতু প্যারোডি পত্রিকা তাই সত্যমিথ্যা নিশ্চিত করে কইতে পারুম না। তবে ঘটনা সত্য 'হোলেও হোতে পারে'।
যাইত্যা ধরেন জায়গামতন, হান্দায়া দেন এক্কেরে
(গুড়)
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ওরে!
নীড়পাতা.কম ব্লগকুঠি
দুর্দান্তিস
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার আবেদন, একেকটি কাঁটায় একেকরকমের মশলা মাখিয়ে দেয়া হোক! কাঁচা মরিচ, শুকনো মরিচ, দেশি বিদেশী মরিচের মিক্সচার, প্রাণ ডলির রেসিপি মরিচের আচার, সুয়ারেজের নোংরা, গোলমরিচের গুঁড়া, টিটেনাসের জীবাণু, গ্যাংগ্রিনের জীবাণু, নেক্রটাইজিং ফ্যাসাইটিসের জীবাণু, ...
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
টাটকা টাট্টির নির্যাস।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ইসস এমন জ্ঞানী মানুষরে এমনে হান্দায় কেউ??????? গজব পরব...
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
...ন্তিস গুলা দেখি আর চিন্তা করি, সুজন্দার ইচ্ছাশক্তি থাকলে ব্যপারটা কীরকম হতো!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বেয়াদপ পোলা
...........................
Every Picture Tells a Story
৮৯ বছর বয়সী নূরাণী বুজুর্গানের সাথে এমন নালায়েকি করতে হয়?
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
আশাকরি এই ক্যাকটাস জায়গা মতো ঢুকানো হবে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
...৪০ বছর লাগলো! গত ৪০ বছরের প্রতিটি দিন আমাদের জন্য অসীম লজ্জার..এই লজ্জা যেন আর শাখা প্রশাখা বিস্তার না করে!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
শাফি।
এই ক্যাকটাসের ভাইব্রেটর ফরম্যাট পাওয়া যাপে??
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
একজন ভাষা সৈনিককে অপমান করতে পারলেন?
দেখে নিয়েন, আল্লাহ তার রহমতের চাদর দিয়ে অধ্যাপক গোলাম আযমকে আপনার ক্যাকটাসের হাত থেকে হেফাজত করবেন।
ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
উনারে এইডার তৈরি চাড্ডি পরানো যাইতে পারে প্রথমে...
-অতীত
দারুণ
অমানুষিক! পৈশাচিক আনন্দ পাইলাম।
.......................................................................................
Simply joking around...
পারফেক্ট
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ধন্যবাদ আনিস ভাই, এরকম ১টা শব্দই খুজছিলাম! ঐরকম আনন্দই পেয়েছি!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আবার জিগস
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
সেই রকম !!
বুঝতে পারছি। এটা ডিমের পরিবর্তে দেয়া হৈবেক।
নতুন মন্তব্য করুন