যখন কেউ আমাকে মোটা বলে, তার প্রতিবাদ করি আমিইইই, যখন সুজন আমায় মোটা বলে...

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ০১/০৪/২০১২ - ১১:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

shishuder riton vai
শিশুদের রিটন ভাই!

kishorder riton vai
কিশোরদের রিটন ভাই!!

amader riton vai close up
আমাদের রিটন ভাই!!!

শুঁটকো লোকের কারসাজি, হিংসুটে আর হাড় পাজি!!

গত বছর এই ছবিগুলো এঁকে খুব ভয়ে ভয়ে রিটন ভাইকে মেইল করি, হঠাৎ দেখি ১টা মোটাসোটা রিপ্লাই আসছে !!!!!!!!
একেবারে ছন্দে ছন্দে .........

সুজনের আঁকা দেখে লেখা (1)


মন্তব্য

তারেক অণু এর ছবি
সবজান্তা এর ছবি

ছড়াটা পইড়া হাসতে হাসতে মারা গ্লাম গড়াগড়ি দিয়া হাসি

বন্দনা কবীর এর ছবি

ছবি ও ছড়া দুটোই মজাদার হাসি

তদানিন্তন পাঁঠা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি কঠিন।।।

তাপস শর্মা এর ছবি

দারুন, দারুন, দারুন ----- গুল্লি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

মজাক পাইলাম। আঁকা-ছড়া দুই-ই দারুণ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যেমন ছবি তেমন ছড়া
অসাধারণ

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

গুল্লি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আকতার আহমেদ এর ছবি

ছোটদের কাগজের চিঠিপত্র বিভাগটা ছিল দারুণ উপভোগ্য। একবার বেশ অভিমান নিয়ে একজন রিটন ভাইয়ের কাছে নালিশ করেছিল যে, মোটা বলে আশেপাশের সবাই তাকে খ্যাপায়। জবাবে রিটন ভাই লিখেছিলেন--

আমিও মোটা, তুমিও মোটা
সৌভাগ্যের কারণ ওটা
যারা ক্ষ্যাপায় তারা সরু
হতচ্ছাড়া বিশ্রী গরু!

ছবি-ছড়া দুটোই চমৎকার হয়েছে। গুড জব হাসি

রণদীপম বসু এর ছবি

হুমম ! মোটা মানুষের বড়ই ঝক্কি দেখা য়াচ্ছে !!

রিটন ভাই কি মোটা ? ছি ছি ছি ! আঁকিয়েরাও দুষ্টু হয়ে যাচ্ছে !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জি.এম.তানিম এর ছবি

দারুণ ছবি... দারুণ ছড়া!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রানা মেহের এর ছবি

ছড়া ছবি সব মিলিয়ে অসাধারণ

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রোমেল চৌধুরী এর ছবি

খাসা।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
প্রদীপ্তময় সাহা এর ছবি

উত্তম জাঝা!

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমারেও লুকজন মুটা কইতে চায়! দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

দ্রোহী এর ছবি

ছবি দেখে ও ছড়া পড়ে হাসতে হাসতে মারা যাচ্ছি।

লুৎফর রহমান রিটন এর ছবি

সুজন দেখি সব ফাঁস করে দিয়েছে!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

বাউলিয়ানা এর ছবি

হাততালি হাততালি হাততালি

প্রখর-রোদ্দুর এর ছবি

হাততালি দারুন। চরম দারুন ছড়া ও ছবি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেঁতো হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নিটোল এর ছবি

সেইরাম ছবি, সেইরাম ছড়া!

_________________
[খোমাখাতা]

শাব্দিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মোটাভাইয়ের দুঃখে আনন্দ পাইলাম কেন?

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।

...........................
Every Picture Tells a Story

স্বাধীন এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ডাইনোসর এর ছবি

হাততালি

 মেঘলা মানুষ এর ছবি

মজার, ছড়া ছবি দুটোই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।