১৮ | লিখেছেন মরুদ্যান [অতিথি] (তারিখ: সোম, ২৫/০৬/২০১২ - ৩:৫৬পূর্বাহ্ন)
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
মন্তব্য
facebook
কঠিন হইছে
খেক খেক খেখ ।।।।
ওরে না রে
ওরে না রে
ওরে না রে
______________________________________
পথই আমার পথের আড়াল
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
মুর্শেদ ভাই এর প্রোফাইল পিকচারের লগে মুখের অনেক মিল আছে
দুর্দান্ত কাজ
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
সিরাম।
তয় টাই টা আরেকটু ছুড হইলেও ছবিডা শ্লীলতার লিমিটের মধ্যেই থাক্তো বলে আমার ধারমা !
ওরে না রে !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
শালা একটা খাটাস!!!
_____________________
Give Her Freedom!
খালি পা করার কি দরকার ছিল? মামুর পায়ে সাদা মোজা আর কালো জুতার অভাব বোধ করছি আমি।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
পুরাই-
কড়িকাঠুরে
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
পুরাই সেইরকম হইছে।
ফুহহহ ফুহহহ ।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
মাথা বাদ দিয়ে দেখলেও কার্টুনটার সাথে কী একটা প্রাণীর আদল খুঁজে পাওয়া যাচ্ছে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
সুজন্দা ড়কসসসসস
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ভিভা রহমানেরও সেম পোষাক পরা কার্টুন চাই। দাবী জানায়ে গেলাম। দাবী না মানলে একেবারে ভ্যঙ্কুভার আইসা আধাবেলা অনশন কইরা যামু কইদিলাম।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আপনার দাবিটা পছন্দ হলো না।
জোক করে বলা, সিরিয়াসলি নিলে তো সমস্যা
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ছি ছি!
এজন্যই লোকে বলাবলি করছে, ব্লগ জিনিসটা অশ্লীষ হয়ে যাচ্ছে!!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
বদ ব্যাটা মাহাফুস, 'ভাতার-এ-ইভা',
দম্ভের বাত্তিটা এবার নিভা।
জানিস কি হারামীপনার পরিনাম?
হাতে যাবে হারিকেন, পাছায় গদাম।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ফাডাইয়ালছে সুজন্দা
জীবনের পরথম দাড়িগোঁফ ছাড়া আপনার সফল খাট্টুন এইডা
অচলীল!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অস্থির
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
চরম
লুকজন যেভাবে হাস্তেসে ইজ্জত বুঝি দমকা হাসিতে উড়েই গেল
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ওরে মজারু রে মজারু
বুলগে শুধু ভাষারেই বেইজ্জতি করা হয় না, সেইখানে মাইন্যগইন্যদেরও নেংটা করা হয়। ইহাকে অচিরেই বন্ধ করিয়া দিতে হইবে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
রোমহর্ষক!!!
হাসতে হাসতে খুন হয়ে গেলাম গোওও---
দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন ॥ ফেইসবুক ॥ গুগলপ্লাস
ওরে দাদারে......
এন্ড
ডাকঘর | ছবিঘর
এটা রহমান দম্পতিকে ফ্রেমে বাধিয়ে গিফট হিসেবে পাঠান দরকার। এত হ্যান্ডসাম তারে কখনই লাগে নাই নিশ্চিত ।
পাষন্ড!!!
নতুন মন্তব্য করুন