----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
সচলের বাইরে যে রিয়েল ওয়ার্ল্ডটা আছে, সেখানে মানুষগুলো একে অপরকে চেনে জানে, এটা মনে হলেই এই ভাবনাটা উঁকি দেয় যে, মন্তব্যের প্লেয়িং গ্রাউন্ডটা বাইরের একজনের কাছে ঠিক লেভেল নয়। তবু কার্টুন আর বিষয়বস্তু এতই চমকপ্রদ, মন্তব্য করার লোভ সামলানো কঠিন।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্য
...........................
Every Picture Tells a Story
(কাট্টুনে ঠোঁটের উপরের অংশটা ভাল্লাগছেনা)
---------------------
আমার ফ্লিকার
হ। এইবার খোপার বাঁধনটা খুইলা, বেনী উঁচাইয়া ক্রিকেটারগো মতো অভিনন্দনের জবাব দেন গো লোচন্দা।
ইরি মুতাব্বির, কুতায় গেলি! কেক্কুক আন, কাটাকুটি করি...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন প্রিয় লোচনদা
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
লোচন্দা নামের শানে নুযুলটা যে জানতে ইচ্ছা করতেসে
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
এখানে।
অনেক ধন্যবাদ!
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
কিন্তু ক্যামেরা ছাড়া লোচন দা !!!!
__________
সুপ্রিয় দেব শান্ত
উরেএএএএএএ, জব্বর!
'শুভ জন্মদিন' ভাইয়া।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
দারুন রেখাচিত্র!
শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই
কালের কন্ঠ আর বিল্বোর্ড গুলো নিয়মিত দেখার যন্ত্রণা বেড়ে গেল
সুন্দরবনের ত্রাস লোচন বক্সী, শুক্না কাঁথা দিলাম নকশী!
হে হে ! পুরাই অস্থির হইসে।
সচলের বাইরে যে রিয়েল ওয়ার্ল্ডটা আছে, সেখানে মানুষগুলো একে অপরকে চেনে জানে, এটা মনে হলেই এই ভাবনাটা উঁকি দেয় যে, মন্তব্যের প্লেয়িং গ্রাউন্ডটা বাইরের একজনের কাছে ঠিক লেভেল নয়। তবু কার্টুন আর বিষয়বস্তু এতই চমকপ্রদ, মন্তব্য করার লোভ সামলানো কঠিন।
সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা লোচন বক্সী
সুজন্দা রকসসসসসস
জয় হোক লোচন বক্সীর !! এইবার এট্টু কেক্কুক খাই !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
_____________________
Give Her Freedom!
শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
-অয়ন
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই ওরফে লোচন বক্সী।
জব্বর হইছে ভাই।
অলস সময়
লোচন বক্সীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা..
শুভ জন্মদিন
facebook
সুপার!
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
সুজন্দা আর মুস্তাফিজ ভাই দুইজন ভচমানু! একলগে হইছে! কত মজাই না লুটতেছে!
মুস্তাফিজ ভাই এবং রীতা ভাবী দুজন খেয়ে ফেলার মত মানুষ! তবে ভাবীর রান্না বেশি দারুণ!
আহারে, আর জনমে খাওয়া হবে না। আড্ডাও হবে না! সময়ের নিকুচি করি!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনার্য চিন্তা নিয়েন না, আমি আপনার ভাগটা খেয়ে আসব
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হবে হবে
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই
আর সুজন্দা ড়কসস
শুভ জন্মদিন, মুস্তাফিজ ভাই।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই----
সুজন্দা, অছাম হইছে---
শুভ ৫০ তম (অনুমানে) জন্মদিন
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনুমান ঠিকাছে
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন, মুস্তাফিজ ভাই
শুভ জন্মদিন লোচন বক্সী!
কার্টুনিস্টকে
সবাইকে ধন্যবাদ।
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন, মুস্তাফিজ ভাই।
দেশে ছিলাম না, তাই দেরিতে শুভ জন্মদিন দিলাম।
সুজনদার আঁকা নিয়ে আর কী বলবো? সব উপমাই তো শেষ করে ফেলছি
দুর্ধর্ষ
______________________________________
পথই আমার পথের আড়াল
কেক্কুক কো
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন