অনেক দিন দেখার মতো মানুষ পাচ্ছিলাম না ফুটোস্কোপে...
১বার আমার আর হিমুর ১টা কমিকের জন্য কিশোর চরিত্র দরকার পরলো, সবখানে খুঁজি ফ্লিকার, ফেইস বুক , ব্লগ, সিনেমা, ম্যাগাজিন, হাটে মাঠে যেখানেই কিশোর দেখি গল্পের সাথে মিলাই, কিন্তু মেলে না। হঠাৎ হিমুই ১দিন ফেইস বুকের ১টা লিংক দিয়ে
বললো দাদা এইটা দেখেন ...... ১দম্ যা চাচ্ছিলাম তাই !! কে এটা ? নামটা শুনে আঁৎকে উঠলাম ! বাঙ্গালীদের কেউ এমন নাম রাখতে পারে!! সে নাকি আবার অতিথি সচল!!!
খবর নিয়ে জানলাম ওর বাবার নাম লোচন বক্সী!! ফটোফুটো তোলে বলে ! ডাকাইতের সাথে সুন্দর্বন পাহাড়া দেয় ইত্যাদি...
তাই বইলা ছেলের নাম মাতিস!!
আর কী কপালের ফের!! ৯মাস পরে দেখি এরা স্বপরিবারে আমার পাশের বাসায়!! যাইহোক সেটা অন্য গল্প।
সেই মাতিস ছোকরার আজকে জন্মদিন! ব্যাপক খানাদানা হবে !! যারা দাওয়াৎ পান্নাই তারা লোচন্দারে ধরেন! দাওয়াৎটা উনিই দিতেছেন।
আপাতত মাতিসকে শুভ জন্মদিন!
মন্তব্য
হে হে হে... দারুণ হইছে দারুণ
শুভ জন্মদিন মাতিস...
খানাদানা ব্যাপক মিস করবো
ভাবীর হাতের রান্নার কথা ভুলতে তো পারবো না
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ সুজন'দা। একটু আগেই মাতিস আর রিতা এইটার কথা বলছিলো, কিন্তু এরকম অসাধারণ হবে ভাবিনি।
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন মাতিস।
কি কিউট পিচকি। মাতিসকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
সুন্দর হইছে। একটা বেড়াল-বেড়াল ভাব আছে।
মাতিসকে জন্মদিনের শুভেচ্ছা।
প্রথম প্রথম যখন সচলে ঢুকি, তখন ফুটোস্কোপ কথাটার মানে বুঝতাম না। এখন যখন বুঝি (সত্যিই বুঝি তো?), তখন ওটার নিচে স্বেচ্ছায় মাথা পেতে দিতে ইচ্ছে করে। কিন্তু আমার এমনই মাথা, ফুটোস্কোপ তো কোন ছার, গিলোটিনও নিতে চায় না।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ছবি দেখেই বোঝা যায় মাতিসকে আপনারা কত পছন্দ করেন। ধন্যবাদ সুজন'দা।
আসেন খাওয়া রেডী হচ্ছে।
মাতিসকে জন্মদিনের শুভেচ্ছা।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
শুভ জন্মদিন মাতিস !! খাসা হয়েছে।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
শুভ জন্মদিন মাতিস । সুজনদা আমার জন্মদিনে আমার ফুটোস্কোপ করে দিতে হবে
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
শুভ জন্মদিন মাতিস!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
১। অসাধারণ স্কেচ
২। মাতিসের জন্যে জন্মদিনের শুভেচ্ছা
৩। লোচন্দার খাবারের আয়োজনে এক পেট কড়াপাকের নজর
৪। রোমেল ভাইএর পাশাপাশি ফুটোস্কোপের জন্যে আরোও একটা মাথা হাজির
_______________
আমার নামের মধ্যে ১৩
চুলের কাট তো দেখি পুরাই মাহফুজকাট!
সুজন তুমি কামটা করলা কি!
শুভ জন্মদিন বেটা।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
হেহেহেহেহেহে!!! "চুলের কাট তো দেখি পুরাই মাহফুজকাট! "
রিটন ভাই, চুলের ক্ষৌরকর্ম লোচন্দার করা।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ জন্মদিন মাতিস!
জটিল হইছে। উজানদার সাথে একমত বেড়াল বেড়াল ভাব আছে।
অলস সময়
কী কিউট বাবুটার হাসি ।
শুভ জন্মদিন, বাবুটা
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
শুভ জন্মদিন মাতিস।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শুভ জন্মদিন মাতিস...
facebook
'শুভ জন্মদিন' মাতিস!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শুভ জন্মদিন, মাতিস!
কয়দিন আগে আমার আরেকটা দাঁত ফালাইসি। তাই শুকনা আর খালি মুখেই হ্যাপি বাড্ডে কইয়া যাই।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
একসময় ভাবতাম বড় হয়ে সুজন্দা হব। কিন্তু আমি বুঝে গেছি আমার হবে না, আমি সত্যি মূর্খ, আকাঠ! আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না!
নতুন মন্তব্য করুন