২০১৩

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০১/০১/২০১৩ - ৩:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেশিন চলবে...................................................


মন্তব্য

সবজান্তা এর ছবি

পানের প্লেসমেন্ট দেইখা হাসতেইয়াছি দেঁতো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যাযাদি'র ভ্যালেন্টাইন সংখ্যায় ভিনসেন্ট পিওরিফিকেশনে রেহমান এরকম পান পাতায় ঢাকা ছবি ছাপাতো হাসি

তারেক অণু এর ছবি
সুজন চৌধুরী এর ছবি

মিয়া জায়গা বেজায়গায় গুলি করল্লে চলবে?

সত্যপীর এর ছবি

টিয়াপাখি, উড়ে আয়।

..................................................................
#Banshibir.

মেঘা এর ছবি

হাসতে হাসতে মরেই গেলাম গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সায়ন এর ছবি

গুল্লি

এদিকে পানও চলবে, ঐদিকে মেশিনও চলবে

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

খাইশুই এর ছবি

সহস্র কিউপিড, ১টি পান পাতা দেঁতো হাসি

জাবেদুল আকবর এর ছবি

গুল্লি

সাম্য এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

জায়গামত গুল্লি !!!


_____________________
Give Her Freedom!

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মাহবুব লীলেন এর ছবি

পানের পাতাটা উল্টাইয়া দেয়া যায় না সুজন্দা? তাইলে মনে করেন পানের দুইটা গোল গোল ডানাও নীচের দিকে থাকল আর পানের ত্যাড়া ডান্ডাটাও নীচের দিকে থাইকা ইকটু উপরের দিকে উঁকি মাইরা থাকল...

আব্দুল গাফফার রনি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হো হো হো
গুল্লি

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

মুস্তাফিজ এর ছবি

লীলেন'দা পানপাতা বাদ দেন, মেহেন্দি'র ব্যবহার দেখেন

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আকতার আহমেদ এর ছবি

হ, সিরাম হো হো হো

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------
আমার ফ্লিকার

কল্পনা আক্তার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

স্যাম এর ছবি

স্পট অন

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

গুল্লি

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

রু এর ছবি

আপনি এইসব আইডিয়া কোত্থেকে পান?

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুল্লি

---------------------
আমার ফ্লিকার

অরফিয়াস এর ছবি

মেশিন চলবে পুরোদমে !!! চোখ টিপি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

স্পর্শ এর ছবি

মেশিন চলবে গুল্লি


ইচ্ছার আগুনে জ্বলছি...

কুমার এর ছবি

মেশিনান্তিস !!!!

প্রৌঢ় ভাবনা এর ছবি

'শাক দিয়ে মাছ ঢাকা'র কথা শুনেছি কিন্তু পান দিয়ে .োন ঢাকার কথাতো শুনি নাই !

রংতুলি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাততালি

দ্রোহী এর ছবি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মেশিনগান?

সাকিন উল আলম ইভান  এর ছবি

গুল্লি গুল্লি

ধুসর গোধূলি এর ছবি

এইবার নারীদের পক্ষ থেকে মেরিডা আর পুরুষদের পক্ষ থেকে রবিন হুডকে দাওয়াত দেওয়া হোক হাতের যশ দেখানোর জন্য!

শাব্দিক এর ছবি

চরম চলুকচলুকচলুকচলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

ত্রিমাত্রিক কবি এর ছবি

পান তো দেখা যায় সুজন্দা, কিন্তু মেশিন কই?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফিনাজ আরজু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাততালি চলুক গুল্লি
চরম হইছে। হাহাপগে গড়াগড়ি দিয়া হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মেশিন পান হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

নীলকান্ত এর ছবি

একদিকে পান চলবে আর একদিকে মেশিন-তাইলে পান কেমচে মেশিন?


অলস সময়

যুমার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

মনি শামিম এর ছবি

হো হো হো মেশিন চলুক পুরোদমে।

-মনি শামিম

কৌস্তুভ এর ছবি

চলবে!

অতিথি লেখক এর ছবি

চলুক মেশিন!!!

ফারাসাত

অতিথি লেখক এর ছবি

মারাত্মক কঠিন

ঈয়াসীন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

অবশেষে তিনি চাঁদে পৌঁছে গেলেন!

মন দিয়ে খুঁজলে কাশিমপুরের লাল ইটের দেয়ালে আজও খুঁজে পেতে পারেন লালচে দাড়ির কিছু টুকরো।
কেননা এখানেই যে কলিজুর বিহনে লইট্যা পাখিটার ২০১৩ থেকে ২০২৩, দীর্ঘ দশক কেটেছে একেলা।
অবশেষে মা প্রকৃতি মুখ তুলে চাইলেন, তাঁকে তুলে নিলেন মেপে মেপে ১৪ আগস্ট, ঠিক পাক-পয়দা দিবসে।
দুষ্টু লোকে বলে, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে সৃষ্টিকর্তা নাকি গজব পাঠিয়েছেন, ভূমিকম্পের ছদ্মবেশ পরিয়ে।
বিজ্ঞানমনষ্ক নাফরমানেরা অবশ্য দাবী করেছেন- চন্দ্রগামী রকেট উৎক্ষেপণ করলেও নাকি কেঁপে ওঠে মাটি।
তবে এতে কোনো ভুল নেই যে মানবতাবিরোধী কুখ্যাত অপরাধীটি আজপটলোত্তোলন করেছেন মাটি কাঁপিয়ে।
তাঁর বর্ণনায় জাহান্নামের ভয়াল প্রসঙ্গ এসেছে বারংবার। প্রাণভরে দোয়া করি, সেই বর্ণনা আজ সত্য হয়ে উঠুক। লইজ্জা লাগে

বাঙালিকে দেখায়ো না আঙুল, হয়ে যাবে নিজেই ভন্ডুল

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।