**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
৪৩ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ৩১/০১/২০১৩ - ৫:৩৩অপরাহ্ন)
মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমার গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে ইলমাজ এরডোগান পরিচালিত তুর্কি সিনেমা ‘ভিজোনটেলের’ সঙ্গে। তুর্কি ভাষায় ভিজোনটেলে মানে টেলিভিশন। সেখানে দক্ষিণ তুরস্কের এক ছোট্ট শহরে ৭০-এর দশকে প্রথম একটি টেলিভিশন আসে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। তথ্যপ্রযুক্তি এবং প্রচলিত ধর্মীয় অনুশাসনের দ্বন্দ্বই ফুটে উঠেছে এই সিনেমায়। বিদেশী সিনেমা দ্বারা যে কেউই অনুপ্রাণিত হতে পারেন। কিন্তু পুরোপুরি একটা বিদেশী সিনেমার গল্প মেরে
দেয়াটা শিল্পের রীতিবিরুদ্ধ ...... অন্তত একটা ক্যাপশন’ত দেয়া যেত ?
মন্তব্য
কপিতা পইড়া মইরা গ্লাম
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মু মে বাল
-স্বপ্নচারী
ওনার সিনেমার চেয়ে তো এইটা এক হাজার গুন বেশী এণ্টারটেইনিং হইছে।।।
...........................
Every Picture Tells a Story
চ্রম হইছে ভাই এইটা!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
চমৎকার।
তুহিন সরকার
এপিক!
এই কবিতা (!) পৃথিবীর একটি শ্রেষ্ঠ কবিতা হিসাবে বিবেচনা করার দাবী রাখে
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
এপিক
দাদা, আপনি মানুষ ভালু না। এতো বড় একজন ফিলিম ডাইরেকটরকে আপনি এভাবে বানাইলেন।
__________
সুপ্রিয় দেব শান্ত
আপ্নে মিয়া পুরাই অমানুষ। অফিসে ঢুইকা ল্যাপি খুইলা যদি এই কবিতার্টুন দেখতে হয় তাইলে সারাদিন কাম না কইরা খালি হাসতেই হইবো।
ফারাসাত
চ্রম প্নিক প্লাম!!!!! (স্বপ্নীল সমন্যামবিউলিসট)
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
চরম ভাই চরম
অস্থির হইসে!!!
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
টেলিভিশন চলছে আর বঙ্গমজিদ সামনে বসা কয়েকজনকে কাতুকুতু দিচ্ছে, এইরাম একটা কার্টুন করলে কেমন হয় ভাই?
বঙ্গমজিদের লালসালুটা হেব্বি হৈছে
জমিলারে সাথে নিয়া ঘুরে, রহিমা কই?
অমানুষিক!
ওরে মা রে! ওরে বাবা রে!!
ওরে রাঙাপিসী রে! ওরে চিনিমাসী রে!!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সুজনদা একটা অমানুষ !! হাসতে হাসতে কেঁদে দেয়ার একটা ইমো বানানো হোক।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
হ।
লগে পেইনকিলার কিননের পয়সা। হাস্তে হাস্তে পেডে বেতা যে করে, ওষুধ খেতে হবে না?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
পুরাই অস্থির !!!
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
বঙ্গ মজিদ
ওরে মোর সোবাহান! জেবন্ডা বাইর হইয়া গেলো হাসির চোটে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বিন্দাস ছড়া বস!!
_____________________
Give Her Freedom!
চরম! শেয়ার্ড অন ফেবু। ভাই এইটা আমার কাভার ফটো বানাইলাম আপনের অনুমতি ছাড়াই
"আমার সিনামায় জঙ্গী বাদ"
সুজনদা, আপনে কন্, কাজটা ঠিক করলেন !!! এরকম একজন পরিচালকের সাথে দুষ্টামি করলেন !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
সর পে টুপি মু মে বাল ফিলিম গয়া ফেস্টিভাল
তেরে হাত মুঝে দে দে ঠাকুর
সর পে টুপি মু মে বাল ফিলিম গয়া ফেস্টিভাল!!
মাইরালা,তরা আমারে মাইরালা
বঙ্গমজিদ আমাদের 'ছোটকাগু' (বঙ্গজব্বার হচ্ছে 'বড়কাগু')
তবে বঙ্গমজিদের গুরুর নাম নেয়া কি নিষেধ আছি নাকি?
ক্যাপশন অব দ্য ইয়ার
কার্টুন আর শিরোনাম, সবই মারাত্মকরকম ফাটাফাটি!
মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমার গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে ইলমাজ এরডোগান পরিচালিত তুর্কি সিনেমা ‘ভিজোনটেলের’ সঙ্গে। তুর্কি ভাষায় ভিজোনটেলে মানে টেলিভিশন। সেখানে দক্ষিণ তুরস্কের এক ছোট্ট শহরে ৭০-এর দশকে প্রথম একটি টেলিভিশন আসে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। তথ্যপ্রযুক্তি এবং প্রচলিত ধর্মীয় অনুশাসনের দ্বন্দ্বই ফুটে উঠেছে এই সিনেমায়। বিদেশী সিনেমা দ্বারা যে কেউই অনুপ্রাণিত হতে পারেন। কিন্তু পুরোপুরি একটা বিদেশী সিনেমার গল্প মেরে
দেয়াটা শিল্পের রীতিবিরুদ্ধ ...... অন্তত একটা ক্যাপশন’ত দেয়া যেত ?
আপনি কি দুটো সিনেমাই দেখেছেন? আরেকটু কি বিস্তারিত লিখতে পারেন প্লিজ? আমিও দেখার চেস্টা করছি -- আপনার শেষ দুই বাক্যে সহমত । ধন্যবাদ
আমি ফারুকীর টেলিভিশন দেখিনি । কাহিনীও পুরোটা জানি না।
টার্কিশ ভাষারটার আইএমডিবি লিংক হল:
আইএমডিবি/title/tt0270053/
[আমি অতিথি বলে লিংক দিতে বা এম্বেড করতে পারলাম]
মরে যাচ্ছি হাসতে হাসতে, আপনে ভাই মানুষ না!
-মনি শামিম
আপ্নেরা সগ্গলে কৈলাম ভুল কইতাছেন, এইডা কোবতে না, শুলুগান। ব্শ্বিাস নাহৈলে ছাগলারে শুনাইয়া দেখেন--পরদিনই ফোস্টারে লিইখা দিবো
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
ভাল হৈসে
হাসতে হাসতে কাইন্দালাইসি
ইরাম একজন বিশিষ্ট ছিঃনেমা বিশারদ সহিহ লুকেরে নিয়া এই কামডা কর্তে পার্লেন জনাব??
এইটা কিছু হইলু???
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আগে দেখি নাই ক্যান....
স্বয়ম
নতুন মন্তব্য করুন