কণ্ঠেই রণতূর্য!!

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ১০/০২/২০১৩ - ৩:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


লক্ষ জনতা কণ্ঠ মেলায় এই মেয়েটির সাথে
অর্গল ভাঙা বুকের আগুন মহাগর্জনে মাতে
অকৃতী জীবনে গৌরব কিছু এ কথা বলেই হোক
কান পেতে শোনো বিশ্ব, আমিও লাকির দেশের লোক।

(এই পোস্টারটি প্রিন্ট করার জন্যে অনেক বড় আকারেও দেওয়া যাবে, যদি কেউ চান)


মন্তব্য

সাফিনাজ আরজু এর ছবি

অকৃতী জীবনে গৌরব কিছু এ কথা বলেই হোক
কান পেতে শোনো বিশ্ব, আমিও লাকির দেশের লোক।

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

(প্রিন্ট করার জন্য আমার একটা বড় আকারে দরকার সুজন্দা, পেলে ভালো হত।)

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সুজন চৌধুরী এর ছবি

আমাকে

এ ১টা মেইল দেন।

হিমু এর ছবি

আজ মেয়েটার কথা শুনে খুবই মুগ্ধ হয়েছি। লাকি আক্তারকে অভিবাদন!

সুজন চৌধুরী এর ছবি

হা, সত‌্যি মাথা নত হয়ে আসে, অসামান্য মেয়ে।

রংতুলি এর ছবি

আমিও লাকির দেশের লোক

স্যালুট লাকি আক্তার!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

চলুক

---------------------
আমার ফ্লিকার

ঊর্ণনাভ এর ছবি

গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

একটাই দাবি ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই।
জয়বাংলা শ্লোগানে প্রকম্পিত করুন
রাজাকারের হৃদয় আত্মা।
একাত্তরের হাতয়ার গর্জে উঠুক আরেকবার।
জযবাংলা।

তুহিন সরকার।

রাজিব মোস্তাফিজ এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অকৃতী জীবনে গৌরব কিছু এ কথা বলেই হোক
কান পেতে শোনো বিশ্ব, আমিও লাকির দেশের লোক

আপনাকে খুব মিস করলাম আজকে সুজনদা!

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

সুজন চৌধুরী এর ছবি
নিলয় নন্দী এর ছবি

দেশের প্রয়োজনে মনের জোর শারীরিক ক্ষমতাকেও ছাড়িয়ে যায়।
সাবাশ লাকি আক্তার!
স্যালুট আপনাকে।

বাউলিয়ানা এর ছবি

স্যালুট লাকি আক্তার।

স্যাম এর ছবি

সুজন দার অসাধারণ কাজগুলোর তালিকায় আরেকটি সংযোজন।
মেইল করছি - চাই আমারো।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনার তুলি থেকে কী রকম গোলাবারুদ বের হয় সেটা পাঠক-দর্শক জানেন। ছড়া লেখাতে যে আগুন দেখালেন তাতে মনে হচ্ছে আপনি এতদিন ধরে আমাদের এটা থেকে বঞ্চিত করেছেন।

********************************************

লাকী নিজেই কি কখনো জানতেন কী আগুন তিনি বুকের ভেতরে এতোদিন ধারণ করেছেন, যা শাহ্‌বাগে এসে বিস্ফোরিত হবে? সম্ভবত, না। যেমন, ১৯৭১ সালের আগে নির্বিবাদী-নিরীহ ছেলেটাও জানতো না তার কোষে কোষে মুক্তির বীজ সুপ্ত আছে যা পাকিস্তানী হানাদার আর তাদের দোসরদের নিধণে প্রকাশিত হবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রু এর ছবি

এক্কেবারে একমত। সত্যি সুন্দর, সুজন্দা।

বেচারাথেরিয়াম এর ছবি

স্যালুট লাকীকে।

তাপস শর্মা এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
গুরু গুরু

আরও চাই সুজন'দা...

দীপ্ত এর ছবি

লাকি আক্তারকে গুরু গুরু । আপনাকেও, অসাধারণ ছবি আর ছড়ার জন্য।

তুলিরেখা এর ছবি

এই আন্দোলন দেখছি রুদ্ধশ্বাসে, জ্বলে উঠতে দেখছি একটা গোটা দেশের শুভচেতনা, মনে মনে বলছি জয় হোক জয় হোক।
লাকি আক্তারকে আর তার সকল বন্ধুদের, যারা আছেন তার পাশেই, অনেক অনেক কুর্নিশ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আনন্দী কল্যাণ এর ছবি

গুরু গুরু

লাকি আক্তারকে কে জামাত বা লীগ যেই থামানোর চেষ্টা করুক, মানুষ তাদের ছাড়বে না।

স্যালুট লাকি আক্তার।

বাপ্পীহায়াত এর ছবি

সুজন্দা, আপ্নে আসলেই বদ্দার 'বদ্দা' চলুক

স্পর্শ এর ছবি

গুরু গুরু
আমিও লাকির দেশের লোক।


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

অসামান্য! চলুক

মাহে আলম খান এর ছবি

আমিও লাকির দেশের লোক।

ক্লোন৯৯ এর ছবি

আমিও লাকির দেশের লোক।
গুরু গুরু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।