৭ | লিখেছেন monjur2216@gmail.com (যাচাই করা হয়নি) (তারিখ: বিষ্যুদ, ১৪/০৩/২০১৩ - ১০:৫২পূর্বাহ্ন)
সেই রকম হইছে সুজনদা!! দেখা মাত্র হাহাপগে।
বিশেষ করে ৪ নাম্বারটাতো টাইপের হয়ে গেসে!!
অচিরেই জলিল ভাই তাদেরকে কাস্ট করে একটা একশন মুভি বানাবে সেই আশায় বসে আছি।
মন্তব্য
রান্ণার জিনিস দিলেন কেন হাতে?
হে হে হে
...........................
Every Picture Tells a Story
দুস্টু!!
সুজন্দা আপনে পারেনও
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
---------------------
আমার ফ্লিকার
সেই রকম হইছে সুজনদা!! দেখা মাত্র হাহাপগে।
টাইপের হয়ে গেসে!!
বিশেষ করে ৪ নাম্বারটাতো
অচিরেই জলিল ভাই তাদেরকে কাস্ট করে একটা একশন মুভি বানাবে সেই আশায় বসে আছি।
---- মনজুর এলাহী ----
পান্ডের জন্য পুরুষ পুলিশ লাগবে, টিঙটিঙে মহিলা পুলিশ পাঠাইলে জেনোসাইড হয়ে যাবে।
Big Brother is watching you.
Goodreads shelf
পাণ্ডেমোনিয়াম! ভাই এইটা কী করলেন! মারা যাইতাছি!
৪ আর ৫ নম্বর পান্ডের কোন তুলনা নাই!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খুন হয়ে গেলাম!
নীড়পাতা.কম ব্লগকুঠি
পুরাই অমানুষিক!!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
বেমানুষিক!!!

এইডা কি কল্লেন!!! ঠান্ডে হইগেলামতো!!!
নীরা
সুজন্দা, কিভাবে পারেন ?? !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
যখন আপনারে ধরবো তখন টের পাবেন।
__________
সুপ্রিয় দেব শান্ত
ওরে বাপরে!
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ভয় পাইছি
পুরাই তাউরাশ!!!
জটায়ু এবং বৈকুণ্ঠ মল্লিক ফেল!!! ছড়িয়ে দিলাম!
অমানুষিক

চমৎকার ভাবনা।
তুহিন সরকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ওরা সবাই এরম গোল-গাপ্পা সাইজের কেন?!
ফ্যান্টাস্টিক ফাইভের পাপিয়া পান্ডে !!!
হা হা হা হা
সৌম্য
পৈশাচিক......
ডাকঘর | ছবিঘর
যেমন কইরে ফাটালেন দাদা, য়্যাক্কেবার চেয়ার থেকি পইড়ে গিয়েসি বুঝলেন?
আপনে কি মানুষ নাকি লাফিং 'গেস'?
পেন্নাম নেন দাদা
^:)^
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
আইজকা যদি খাওয়া দাওয়ার সময় আৎকা বিষম লেগে মরেই যাই তবে জনগণকে জানিয়ে গেলাম আমার মৃত্যুর জন্যে এই পোস্টই দায়ী। হাসতে হাসতে হাসতে হেঁচকি উঠে গেলো।
=)) 
পুরা
সামি
ওরে ফেন্টুস্টিং রে... মইরা গেলাম হাসতে হাসতে...
নতুন মন্তব্য করুন