১৮ | লিখেছেন সুরঞ্জনা (তারিখ: মঙ্গল, ২৭/০৮/২০১৩ - ১০:০৮অপরাহ্ন)
বলছেন? কিন্তু আমার মনে যে অনেক দুঃখ? সেই ক----বে এক পাপী চিত্রকর বলেছিল ফুটোস্কোপে আমার টি-পট-শোভিত মুন্ডুটা নাকি অচিরেই দেখা যাবে। এর পর বহে গেল বেলা, শুধু হাসি-খেলা... সে কি আর ভালো লাগে?
[দীঈঈরররঘ শ্বাস]
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
মন্তব্য
সচলায়তন কী চায়না?
কপি পেস্ট বা চোট্টামি চায়না!!!
সচলায়তন চায়না, সচলায়তন আম্রিকা, সচলায়তন বাংলাদেশ
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মজা পাইলাম।
চায়না চায়লতনা
- একলহমা
হা হা হা...
মজা পাইলাম।
-নিয়াজ
ইসরাত
শুধু চীনে নেবে না। ইন্ডিয়া, হংকং, তাইওয়ানেও নেবে মনে হচ্ছে।
বিপদের কথা!!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
অক্ষরগুলো দারুণ হয়েছে!
ইচ্ছার আগুনে জ্বলছি...
মানে কি? [সন্দেশ পড়ে এইবার ক্লিয়ার হইলো]
চীনা লুকজন চিনা দায়!
নির্ঝর অলয়
সচলায়াতন চায়না,
কেউ চেয়েও পায়না।
--------------------------------
কামরুজ্জামান পলাশ
চিত্রের শিরোনাম আর বর্ণনায় উইটের সুষ্ঠু ব্যবহারে আহ্লাদিত হয়ে পঞ্চতারকা আঁটকে (বানান কি এটাই?) দিলাম।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
, গানটা শোনেন আরো আহ্লাদিত হবেন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বলছেন? কিন্তু আমার মনে যে অনেক দুঃখ? সেই ক----বে এক পাপী চিত্রকর বলেছিল ফুটোস্কোপে আমার টি-পট-শোভিত মুন্ডুটা নাকি অচিরেই দেখা যাবে। এর পর বহে গেল বেলা, শুধু হাসি-খেলা... সে কি আর ভালো লাগে?
[দীঈঈরররঘ শ্বাস]
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
facebook
রোম, টিম্বাকটু, হন্ডুরাস ইত্যাদি কোনো জায়গায় এক টুকরা ইট পেতে কি কেউ আপনাকে বসতে দিলো না যে মন্তব্যের ঘরে এসে মুড়ি নিয়ে বসতে হোলো?
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
বাঙালি জাতি আসলেই অনেক সৃজনশীল। বারে বারে বাঙালির সৃজনশীলতা দেখে মুগ্ধ হই আর গর্ব করি।
আমি জানি না
এই জন্যই দরকার মার্কা। সচলায়তনের জন্য একটা ইউনিক মার্কা দরকার (ধানের শীষ, গমের শীষ টাইপ নয়)। আমরা সেই মার্কা দেখে বুঝে নেব কোন সচলে ঢুকতে হবে।
চাইনীজ নিউ ইয়ারে এই টাইপোগ্রাফী নিয়ে ব্যানার চাই
নতুন মন্তব্য করুন