এ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু, পিঠে থেকো, পিঠে থেকো
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন। এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
জবাব নেই!!
____________________________
হা হা হা
অসাধারণ!!!!!
**************** সুবোধ অবোধ
মানীলুক কে নিয়ে এমন দুষ্টুমি একদম ঠিক না
কাদের মোল্লার ফাঁসির রায় হয়েছে নাকি? এই আনন্দে আরেকটা দুষ্টুমি ফরজ ভাইয়া
ফাটাফাটি!!!!!
জাষ্ট অসাম
একেবারে করে ঝাঝরা করে দিলেন গোলাপি রঙের সব স্বপ্ন,এটা নিয়ে একটা সচ্ছ নিরপেক্ষ আন্তজাতিক মানের তদন্ত চাই।
মাসুদ সজীব
হি হি হি হি হি হি ...
হা হা পা গে
জিউস
____________________________________________________________________________________ তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
মিজান পিষে ফেল!
নীড়পাতা.কম ব্লগকুঠি
----------------------- কামরুজ্জামান পলাশ
____________________________________ যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কেয়া বাত!
আচ্ছা উনি অপমানিত হবেন না তো? আশা করি আপনি কালা কানুনের আওতার বাইরে!
মন্তব্য
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
জবাব নেই!!
____________________________
হা হা হা
অসাধারণ!!!!!
****************
সুবোধ অবোধ
মানীলুক কে নিয়ে এমন দুষ্টুমি একদম ঠিক না
কাদের মোল্লার ফাঁসির রায় হয়েছে নাকি? এই আনন্দে আরেকটা দুষ্টুমি ফরজ ভাইয়া
ফাটাফাটি!!!!!
জাষ্ট অসাম
একেবারে করে ঝাঝরা করে দিলেন গোলাপি রঙের সব স্বপ্ন,এটা নিয়ে একটা সচ্ছ নিরপেক্ষ আন্তজাতিক মানের তদন্ত চাই।
মাসুদ সজীব
হি হি হি হি হি হি ...
হা হা পা গে
জিউস
____________________________________________________________________________________
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
মিজান পিষে ফেল!
নীড়পাতা.কম ব্লগকুঠি
-----------------------
কামরুজ্জামান পলাশ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কেয়া বাত!
আচ্ছা উনি অপমানিত হবেন না তো? আশা করি আপনি কালা কানুনের আওতার বাইরে!
নতুন মন্তব্য করুন