বিশ্বের বিস্ময় !

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৩/১২/২০১৩ - ৩:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


গোলাপি জাহান্নামের আগুনে বসিয়া হাসে বিস্ময়ের হাসি !


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

ইহা কি আসলেই বিস্ময়কর? আমরা তো আরও কিছু বৎসর পূর্ব হইতেই জামায়াত-এ-ইসলামীর কেন্দ্রীয় শাখা কর্তৃক মুক্তিযোদ্ধাদের সনদ প্রদান নামক তেলেসমাতি দেখিয়া আসিতেছি। সেই আলোকে সমগ্র বিশ্বই এক জ্বলন্ত বিস্ময়।

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

অতিথি লেখক এর ছবি

খাসা .... হাততালি

অতিথি লেখক এর ছবি

খাসা ... হাততালি

ঘচাং ফু ।

মাহবুব লীলেন এর ছবি

হ। গোলাপি জাহান্নাম আর কয়লা গণতন্ত্র

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হো হো-----

____________________________

অতিথি লেখক এর ছবি

ব‌লেছেন...
হাততালি

সুবোধ অবোধ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহহা... হুদাই সব্বাই উনারে নিয়ে মজা করে... আজকের প্রথমালু পড়েন্নাই?? উনি নেতাকর্মীদের বকে দিয়ে ভবিষ্যতে* "সম্পদের ক্ষতি" ও "নিরীহ মানুষের ক্ষতি" করা থেকে বিরত থাকতে বলেছেন তো... আন্নেরা তাও বেচারীরে লইয়া মজা লন

*অতীত নিয়ে ম্যাডাম কিছু বলেন নাই, এখন অতীত (বিশেষত নিকট অতীত) ভুলে সামনে এগিয়ে যাবার সময়... বুঝেনই তো চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পিংক ফ্রায়েড।

মনি শামিম এর ছবি

যেমন কার্টুন, তেমন ক্যাপশন। কি অসাধারণ মানিকজোড় রে বাবা! অসাধারণ!

অতিথি লেখক এর ছবি

গুল্লি
আপোষহীন নেত্রী বলে কথা, হরতাল অবরোধ কুতাও কোন আপোষ নেই। চলছে, চলবে গনতন্ত্রকে ‍উদ্ধার করতে হবে।

মাসুদ সজীব

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

কল্যাণ এর ছবি

চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।