জাস্ট ডু ইট

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৫/১২/২০১৩ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ডাউন মেজাজ গাউন গায়ে ফুঁপিয়ে কন কত্তা
আলমারিতে বন্দুকাছে, করুম আত্মহত্যা !
ওদিক দিয়ে পেপার দেখি
শোবিজপাড়ায় বেপার এ কী
একই দিনে নায়িকা এক হলেন অন্তসত্ত্বা !


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

ওরে!! ওরে!! গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

গুল্লি হইসে সুজনদা।

শব্দ পথিক

মৃদুল আহমেদ এর ছবি

দুর্দান্ত! ছবি আর ছড়া দুটোই!!!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

রাজিব মোস্তাফিজ এর ছবি

গুরু গুরু

আর নায়িকা অন্ত:স্বত্ত্বা হওয়ার ব্যাপারে সবাই দেখি দ্রোহী ভাইরে দোষ দিতেসে ফেসবুকে হো হো হো

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

অতিথি লেখক এর ছবি

মাইরা লা আম্রে কেউ গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

- শ্রাবস্তী

ওয়াইফাই ক্যানসার এর ছবি

উনার বালিশের কালার গোলাপি কেন?

স্যাম এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

দুষ্ট বালিকা এর ছবি

আই জাস্ট ডাইড! হো হো হো

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হাসিব এর ছবি

মিজান পিষে ফেল!

তিথীডোর এর ছবি

ফর গডস সেক, কিপ শেকিং লাইক দিস অ্যান্ড লেট মি লাফ। হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

চলুক
এরশাদ কাগু এখন দেশের সেরা বিনুদুন গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
আত্নহত্যা করে ফেললে উনি উনার জীবনের দেওয়া শেষ ওয়াপদা রাখবেন কি করে চিন্তিত

মাসুদ সজীব

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ঈয়াসীন এর ছবি

হো হো হো

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

অতিথি লেখক এর ছবি

ইয়েস, ডু ইট।
উই আর ওয়েটিং।

জব্বর হইসে সুজন দা।
ভালো থাকবেন।
------------------------
কামরুজ্জামান পলাশ

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

গুল্লি

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কড়িকাঠুরে এর ছবি

আইকম বাইকম তাড়াতাড়ি

ধুসর জলছবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

বাবলী এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

এক লহমা এর ছবি

অছাম হইছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

অইত্তেরি...পুরাই চখাম, হাঁহাঁহাঁ...!! গুল্লি

-নিহাদ

অতিথি লেখক এর ছবি

দারুন স্যাম দা। একেবারে সেইরকম। নাইকি যে এই চিন্তা কইরা স্লোগান বানাইছিল এত দিনে বুজলাম। কোপাও মামা...

কল্যাণ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।