সেটাতো করিই, করেছিই। কিন্তু টার্গেটেড ফ্রেন্ডসদের জোড় করে দেখানোর জন্য একটা ইমেজ পেলে ভালো হতো, প্রোফাইল পিকচারেই দিয়ে রাখতাম কিছুদিন (ব্যক্তিগত চাওয়া আর কি)। সচলায়তনের অবস্থান সবার কাছেই তো পরিষ্কার, সুতরাং টার্গেটেড ফ্রেন্ডসরা এদিকে অপমানিত হতে খুব একটা আসতে চায় না, তাই চাচ্ছিলাম জোড় করে ঝুলায় দিতে তাদের হোম পেইজে...
নিয়াজির পিছনে দাঁড়ানো কাদেইরার ছবি দেখে আমি নিশ্চিত এই কাদের সেই কাদের না। কেননা সেই কাদেরের চোখে সানগ্লাস, এই কাদেইরার চোখে চশমা। সেই কাদেইরার দাঁড়ির রঙ চুলের রঙ সব কালো আর এই কাদেইরার বেবাক সাদা। ছবিতে সেই কাদেইরা ভি চিহ্ন দেখায় নাই, এই কাদেইরা, কাদেইরার বৌ সবাই ক্যামেরার সামনে আসলেই ভি চিহ্ন দেখায়।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনারা দয়া করে আমার পোস্টের লিঙ্কটা শেয়ার করুন।
আমার অনুমতি ছাড়া ছবিটি কপি করে কেটেছেঁটে শেয়ার করবেন না।
ভবিষ্যতে ফেসবুকে শেয়ারের উপযোগী ফরম্যাটে ছবি আমিই আপলোড করে দেবো।
শেষ মুহুর্তে কাদিরার ফাঁসী কয়েক ঘন্টার জন্য বিলম্বিত হওয়ার পর এক ফেসবুকীয় ছাগু ষ্ট্যাটাস দিয়েছিল- আল্লাহ পাক সকল সময় মোমিন বান্দার সাহায্যে এগিয়ে আসেন। পরদিন সেই ষ্ট্যাটাসে জনৈক বেদ্বীনের প্রশ্ন, আল্লাহ তো তারে কোন সাহায্য করলো না, কাদিরা কি তাইলে মোমিন বান্দা আছিল না? এই প্রশ্নের আর কোন জবাব নাই।
মন্তব্য
ছাগুরা কি মানুষ নয়? তাদেরও মান সম্মান আছে ! এভাবে নাঙ্গা করলে হবে ?
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
চাইনিজ সাবটাইটেল কই?
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
হা হা হা হা হা হা হা!
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
প্রভুখন্ড সুজন্দা!
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
ক্লাসিক মন্তব্য
______________________________________
পথই আমার পথের আড়াল
সাবটাইটেল লাগবে
উর্দু-ইংরেজি-আরবী আর ম্যান্ডারিন লাগবে
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
বাকি তিনটা থাকলে...আংরেজি না হৈলেও চৈলত
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
গেঞ্জির রংটা ভালো হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
ইচ্ছার আগুনে জ্বলছি...
জবাব নাই!!!
- শ্রাবস্তী
সুজনদা, একটা ফেসবুক ভার্শন ছবি হলে ভালো হতো! পাইক্কারা ঐ কাদেরের জন্য কান্নাকাটি করার পর ছাগুদের এক্সপ্রেশনটা কেমন ছিল!?
_____________________
Give Her Freedom!
এই পোস্টের লিঙ্কটা ফেসবুকে শেয়ার করতে সমস্যা কোথায়?
সেটাতো করিই, করেছিই। কিন্তু টার্গেটেড ফ্রেন্ডসদের জোড় করে দেখানোর জন্য একটা ইমেজ পেলে ভালো হতো, প্রোফাইল পিকচারেই দিয়ে রাখতাম কিছুদিন (ব্যক্তিগত চাওয়া আর কি)। সচলায়তনের অবস্থান সবার কাছেই তো পরিষ্কার, সুতরাং টার্গেটেড ফ্রেন্ডসরা এদিকে অপমানিত হতে খুব একটা আসতে চায় না, তাই চাচ্ছিলাম জোড় করে ঝুলায় দিতে তাদের হোম পেইজে...
_____________________
Give Her Freedom!
ছবিতে রাইট-ক্লিক করলে এই লিংকটা পাই http://i.imgur.com/ZBFekXT.jpg
সচলের লিঙ্কটাই জোর করে দেখান। সমস্যা কোথায়?
সমস্যা নাই। জোর করেই দেখানো চলতেছে। অবাধ বিচরণভূমিতেও দিয়েছিলাম, কোন সাড়া শব্দ নাই
_____________________
Give Her Freedom!
ছাগুর গেঞ্জিতে পেচডি কথাটা লেখা থাকলে জোশিলা হৈতো
নীড়পাতা.কম ব্লগকুঠি
আপনি কি ঐ মুহূর্তে ওখানে ছিলেন? এই ভুল আপনার বিবেককে দংশন করবে না? চোখ বন্ধ করে দুই মিনিট চিন্তা করুন।
আপনে অদ্ভুদ!!!!
কেবল খায়া উঠছি। পেট ব্যাথা বানায়ালাইছেন হাসাইতে হাসাইতে!!!!!
গেঞ্জির কালারটা সেইরাম!!!! এক্সপ্রেশনের কথা আর নাই কইলাম!!!
সুবোধ অবোধ
প্রভুখন্ড!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
ছাগু হইলেও তাহারা মানুষ, তাই একটা গোলাপির মত স্বচ্ছ, চুশিলদের মতো নিরপেক্ষ আর ইউনুছ বাবুনগরীর মতো আর্ন্তজাতিক মানের একটা পোষ্ট কি দেয়া যেত না?
মাসুদ সজীব
সেন্ডো পরা ছাগু
অসাধারণ!! দুর্দান্ত!
'কাদের' নাম নিয়ে যন্ত্রনার আসলেই শেষ নাই! রাজাকার হতে চায় মুক্তিযোদ্ধা হতে ! মুক্তিযোদ্ধা সাধনা করে খাঁটি বাংলা রাজাকার হতে!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
ফাটাফাটান্তিস
গোলাপী গেঞ্জিটা মারাত্মক হয়েছে সুজন্দা।
নিয়াজির পিছনে দাঁড়ানো কাদেইরার ছবি দেখে আমি নিশ্চিত এই কাদের সেই কাদের না। কেননা সেই কাদেরের চোখে সানগ্লাস, এই কাদেইরার চোখে চশমা। সেই কাদেইরার দাঁড়ির রঙ চুলের রঙ সব কালো আর এই কাদেইরার বেবাক সাদা। ছবিতে সেই কাদেইরা ভি চিহ্ন দেখায় নাই, এই কাদেইরা, কাদেইরার বৌ সবাই ক্যামেরার সামনে আসলেই ভি চিহ্ন দেখায়।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
চোখ বন্ধ করে দুই মিনিট চিন্তা করুন!
নীড়পাতা.কম ব্লগকুঠি
নির্মম ।
কী নিষ্ঠুর লুকগো তুমি সুজন্দা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কোপা সামসু
আপনি এত এত এটম বোমা বানানোর ফরমুলা কই পান??
--
মাগো তুমি রেখো জেনে, এই আমরাই দেব এনে,
আঁধারের বাধা ভেঙে রাঙা ভোর, রোদ্দুর মাখা দিন।
http://www.youtube.com/watch?v=8OB_uPY4i4M
আপনারা দয়া করে আমার পোস্টের লিঙ্কটা শেয়ার করুন।
আমার অনুমতি ছাড়া ছবিটি কপি করে কেটেছেঁটে শেয়ার করবেন না।
ভবিষ্যতে ফেসবুকে শেয়ারের উপযোগী ফরম্যাটে ছবি আমিই আপলোড করে দেবো।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এজন্যই আপনার কাছ থেকে চাচ্ছিলাম, ছবি পেয়েও ফেসবুকে দেই নি, ইমেজে আপনার সিগনেচার লাগবে; ততক্ষণ অপেক্ষায় আছি।
হাহাহাহা। মারাত্মক হয়েছে!
শিংখজোড়া তো কাদের মোল্লার ভি চিহ্নের মতোন দেখা যায়।।।
----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য
এ কাদের সে কাদের নয়। হাঃ হাঃ হাঃ
...........................
Every Picture Tells a Story
'কাদের' তুমি আসলে 'কাদের'?
------------------------------------------
'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)
দারুন-
ঝাল মুড়ি ওয়ালা
শেষ মুহুর্তে কাদিরার ফাঁসী কয়েক ঘন্টার জন্য বিলম্বিত হওয়ার পর এক ফেসবুকীয় ছাগু ষ্ট্যাটাস দিয়েছিল- আল্লাহ পাক সকল সময় মোমিন বান্দার সাহায্যে এগিয়ে আসেন। পরদিন সেই ষ্ট্যাটাসে জনৈক বেদ্বীনের প্রশ্ন, আল্লাহ তো তারে কোন সাহায্য করলো না, কাদিরা কি তাইলে মোমিন বান্দা আছিল না? এই প্রশ্নের আর কোন জবাব নাই।
ভয় তবে আর কিসে?
মিজান ফেলুন পিষে!
চ্রম হইসে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এইটা আপনার ওয়ান অফ দ্যা বেস্ট!!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ব্যাপক!
চ্রম!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
পুরাই পারমাণবিক কার্টুন।
বিজ্ঞাপণে কিন্তু পার্টি
স্যাম'দা এইটা কি দেখাইলেন !!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
গোলাপি স্যান্ডুপরা এমুন কিউট ছাগু!?
পুরাই মাইরালাইছেন!!
-নিহাদ
একেবারে আন্তর্জাতিক মানের নিরপেক্ষ কমিক স্ট্রিপ হইছে সুজন্দা। পুরাই
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন