জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সটান দাঁড়িয়ে, দুই হাত শরীরের দুই পাশে উল্লম্ব ভাবে ঝুলিয়ে, পতাকার দিকে মুখ করে গাইতে হয়। জাতীয় সঙ্গীত চলার সময় দাঁত খিঁচিয়ে হাসতে হয় না, হাত পা নাড়তে হয় না, ক্যামেরা দেখলে ছ্যাবলার মতো লাফাতে হয় না।
এ শুধু আইনের শিক্ষা নয়, এ শিক্ষা স্কুলেও দেওয়া হয়। কাণ্ডজ্ঞানের কথা বাদই দিলাম।
যারা তারপরও টিভিতে বিদেশী ফুটবলারদের অনুকরণ করে বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গায়, তাদের শিক্ষায় দোষ আছে।
সংশোধন করে নিন। নয়তো নতুন প্রজন্ম আপনাদের ছাগল ডাকবে।
মন্তব্য
এখানে মুসা কোনটা?
সব ছাগলগুলারে ধইরা ধইরা জাতীয় সঙ্গীত গাওয়ানো শিখাইতে হইব।
সুজন্দা রক্স!! পুরা হইছে!
ব্লগবাড়ি । ফেসবুক
-ছোট বেলা থেকে দেখে আসছি, কোথাও ক্যামেরা তাক হলেই মানুষ, নড়েচড়ে নিজেকে দৃশ্যমান করার জন্য ব্যস্ত হয়।
সেই এরশাদ আমলে, এরশাদের জনসভার বিটিভির নিউজ কভারেজে দেখতাম মানুষ হাত তুলে লাফিয়ে নিজেকে হাজির ঘোষণা করত। বাংলাদেশিদের ক্যামেরা প্রীতি কঠিন জিনিস!
দু'পাশের ছাগলদ্বয় সেরকম হয়েছে!
শুভেচ্ছা, সুজন'দা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বুকে হাত দিয়ে গাওয়ার শুরু বোধহয় সংসদ ভবনের সামনে সবাই মিলে গাওয়ার ঐ প্রোগ্রামটার পর থেকে।
____________________________
হেহে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
১০০ ভাগ সহমত!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ছাগু একটারে আইসোলেট করে দেন। 'ঝাতীয় সংঘীত' নামে একটা ইমোটিকন বানাই।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সেইরাম হবে।
ব্লগবাড়ি । ফেসবুক
কড়িকাঠুরে
একেই হুজুগে বলে, সারাজীবন শিখেে এসেছে জাতীয় সংগীত গাইতে হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আর এখন বুকে হাত দিয়ে জাতীয় গাইছে?
মাসুদ সজীব
নতুন মন্তব্য করুন