বিদায় গাব্রিয়েল

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ১৮/০৪/২০১৪ - ৩:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বিদায় গাব্রিয়েল


মন্তব্য

তারেক অণু এর ছবি
সবজান্তা এর ছবি

এই ভদ্রলোকের লেখা পড়েই আমার বিদেশি সাহিত্যের প্রতি আগ্রহ জন্মেছিলো। অসাধারণ একজন গল্পকথক- হান্ড্রেড ইয়ারস অভ সলিচিউড সাক্ষ্য দেয়, কী অসাধারণ গল্প বলার ক্ষমতা ছিলো এই লেখকের।

অবিশ্বাসীর ঈশ্বর নেই, পরকাল নেই, তাই মৃত্যুর পর ভালো থাকার শুভকামনা জানানোও অবান্তর- আশা রাখি তার সাহিত্য সগৌরবে টিকে থাকবে সহস্র বছর। বিদায়...

অতিথি লেখক এর ছবি

বিদায় প্রিয় গাব্রিয়েল মন খারাপ

মাসুদ সজীব

খেকশিয়াল এর ছবি

একটু আগে জানতে পারলাম। মনে হলো মহান একটা জাতির গল্প শেষ হয়ে গেল। হান্ড্রেড ইয়ারস অভ সলিটিউডের সেই বোয়েন্দিয়াদের মত যেন। সবাই জানবে তো ইনি কে ছিলেন?? পৃথিবীর কোনায় কোনায় পৌছবে তো তার অসাধারণ গল্পগুলো? সবাই মনে রাখবে তো? অবশ্যই রাখবে! অবশ্যই রাখবে!
বিদায় প্রিয় গাব্রিয়েল, বিদায়।

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ঝিঝি পোঁকা এর ছবি

বিদায় প্রিয় গাব্রিয়েল, বিদায়। শ্রদ্ধা

---------------------------------ঝিঝি পোঁকা

সুবোধ অবোধ এর ছবি
সুষুপ্ত পাঠক এর ছবি

বিদায় মহান গল্প কথক! তার "কলেরা ও প্রেম" আমার সারা জীবন মনে থাকবে। তাঁর বিদায় নিকট আত্মীয় বিদায়ের মত বেদনার।।।

প্রৌঢ় ভাবনা এর ছবি

বিদায়, গাব্রিয়েল।

মেঘলা মানুষ এর ছবি

শ্রদ্ধা এই মহান মনাুষটার জন্য।

নির্ঝর অলয় এর ছবি

শ্রদ্ধা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমাদের বিস্ময়ের মতো আনন্দ যে আমরা আপনার জীবদ্দশা দেখতে পেয়েছি।
আমাদের বিস্ময়ের মতো কষ্ট যে আমাদেরকে আপনার মৃত্যু সংবাদ সহ্য করতে হয়েছে।
হিমালয়ের চারপাশের ভূখণ্ডের মানচিত্র হাজার বছরে হাজার বার পাল্টাবে, কিন্তু হিমালয় যেমন ছিল তেমনটাই রয়ে যাবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

তোমার কফিনে যখন উপচে পড়ছে অজস্র ভালোবাসার ফুল, তখন তুমি তো নিজেই এক বিস্ময়কর যাদু-বাস্তবতা; কফিনে রেখেছ এঁটে শত বছরের অস্ফুট নীরবতা যত! তোমাকে বিদায় দেব না গ্যাব্রিয়েল, কি করে বিদায় দেব বলো, এখনও তো অনেকটুকুই বাকি, তোমাকে পড়ার। বার বার পাঠেও যে অপঠিত রয়ে যায় তোমার অনেকটুকুন!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নীড় সন্ধানী এর ছবি

সেই কবে হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড পড়ার পর কয়েকদিন পর মগজের ভেতর ক্রমাগত বৃষ্টি হয়েছিল, এখনো মার্কেজের নাম শুনলে সেই ল্যাটিন আমেরিকান বিরতিহীন বর্ষনের ছবি চোখে ভাসে। বিদায় মার্কেজ, বিদায়!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

আপনার অমর সৃষ্টির মত আপনিও অমর। শ্রদ্ধা

অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

স্যাম এর ছবি

শ্রদ্ধা গুরু গুরু

কৌস্তুভ এর ছবি

দারুণ, সুজনদা...

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

শ্রদ্ধা

দারুন, সুজন দা।

____________________________

এক লহমা এর ছবি

শ্রদ্ধা গুরু গুরু

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।