বাসার সব সাদা কাগজ পাগলা দেশু ছবি এঁকে শেষ করে ফেলেছে। অনেক খুঁজে শেষে কাগজ পাওয়া গেলো পাগলা দেশুর ডায়েরিতেই। তার প্রথম পাতা থেকে নতুন বছরে সবাইকে গোয়েন্দা ঝাকানাকা, কিংকু চৌধারি আর বদরু খাঁর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা!
৭ | লিখেছেন মাসুদ সজীব (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০১৫ - ৫:২৯পূর্বাহ্ন)
শুভ নববর্ষ সুজনদা
-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।
১১ | লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০১৫ - ১১:০৫পূর্বাহ্ন)
বছরের ১লা টাইপ, ১লা লেখা, ১লা কমেন্ট পাগলা দেশু'র জন্য।
হ্যাপি নিউ ইয়ার!
প্রতি সপ্তাহে ১টা কমিক স্ট্রিপের দাবি জানিয়ে গেলাম।
আপনি এই ব্যাপারে ১টা ভঙ্গীকার করে ফেলুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ভাগ্যিস আমি কাটুন মাটুন আঁকা ছাইড়া দিসি প্রায় ১৩-১৪ বছর। নইলে এই ২০১৫'তে কাটুর আইক্কা সুজন চৌধারী'র ভাতে ছাই মাইরা ফাডায়ালতাম! যাউজ্ঞা, হেভি নিউ ইয়ার। ভালো থাকেন, ভালো ভালো কমিক উপহার দেন সারা বছর। আর আমার একটা ফুটুস্কুপ আইক্কা দিয়েন ব্যাস্ত থাকলে।
২৫ | লিখেছেন আয়নামতি [অতিথি] (তারিখ: শনি, ০৩/০১/২০১৫ - ১২:৩১পূর্বাহ্ন)
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সুজন্দা এবং সচলায়তনের সব্বাইকে!
দোয়া করি, এমন মজারু কার্টুন আঁকতে আঁকতে ঘরবাড়ির সাদা দেয়াল এমন কি সাদা টিশার্টগুলোও ভরিয়ে ফেলা হোক
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
মন্তব্য
শুভেচ্ছা
...........................
Every Picture Tells a Story
শুভেচ্ছা বস!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ সুজন্দা। এইবার হেপি নিউ ইয়ারে আর একসাথে সুরাপাঠ হইল না
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভ নববর্ষ কবি! হুমমম.... আপনে গেছেন পরে আর পাঠে বসা হয়নি
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
শুভ নববর্ষ সচল জাহিদ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ সুজনদা
-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।
শুভ নববর্ষ মাসুদ সজীব
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ সুজন্দা (বচ্ছরের পয়লা বাক্য রচনা করলাম আপনার লাইগা)
শুভ নববর্ষ লীলেন্দা ! ভারি প্রীত হলেম আপনার বাক্য রচনা্য় ! সারা বছর নতুন নতুন আইডিয়া নিয়ে গল্প লিখুন সচলে!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বছরের ১লা টাইপ, ১লা লেখা, ১লা কমেন্ট পাগলা দেশু'র জন্য।
হ্যাপি নিউ ইয়ার!
প্রতি সপ্তাহে ১টা কমিক স্ট্রিপের দাবি জানিয়ে গেলাম।
আপনি এই ব্যাপারে ১টা ভঙ্গীকার করে ফেলুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ গ্রেগরীয়ান নববর্ষ ! ষষ্ঠ পাণ্ডব'দা ( আপনি কি কর্ণ না সহদেব দাদা ?)
আপনার প্রতি সন্মান জানিয়ে সপ্তাহে ১টা কমিক স্ট্রিপ তৈরীর ব্যাপারে ভঙ্গীকার করে ফেল্লাম দাদা! একেবারে যারে বলে দেবব্রত (ভীষ্ম) !
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সহদেব মরলে ষষ্ঠ পাণ্ডব হয়ে জন্মায়। মহাভারতের ঊনবিংশ কাণ্ডে এটা পাবেন। অবশ্য ঊনবিংশ কাণ্ডটা আগে লেখা হোক।
ভঙ্গীকার যখন একবার করেই ফেলেছেন তখন সেটা রাখার দায় আর আপনার নেই। আর ভঙ্গীকারের বিপরীত শব্দ যেহেতু অঙ্গীকার তাই এবার অঙ্গীকারের দায়ে ফেঁসে গেলেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ সুজন্দা।
ব্লগবাড়ি । ফেসবুক
শুভ নববর্ষ সুবোধ অবোধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নব্বর্ষ, সুজন। আপনার চমৎকার ছবি দিয়ে সচলে বছরটা বেশ ভাল শুরু হল।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
শুভ নব্বর্ষ এবং ধম্যবাদ , এক লহমা
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ সচলায়তন
বচ্ছরের প্রথম দিনে নচ্ছার নজরুল ইসলামের পক্ষ থেকে একটা ভঙ্গীকার: এইবছর ব্লগ লিখে ফাটায়ালবাম
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ নববর্ষ, ভঙ্গীকারাবদ্ধ নজরুল ইসলাম
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ভাগ্যিস আমি কাটুন মাটুন আঁকা ছাইড়া দিসি প্রায় ১৩-১৪ বছর। নইলে এই ২০১৫'তে কাটুর আইক্কা সুজন চৌধারী'র ভাতে ছাই মাইরা ফাডায়ালতাম! যাউজ্ঞা, হেভি নিউ ইয়ার। ভালো থাকেন, ভালো ভালো কমিক উপহার দেন সারা বছর। আর আমার একটা ফুটুস্কুপ আইক্কা দিয়েন ব্যাস্ত থাকলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
শুভ নববর্ষ, অনুপম ত্রিবেদি
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সচলায়তনের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
আপনাকেও বছরের শুভেচ্ছা, সুলতানা সাদিয়া।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সুজন্দা এবং সচলায়তনের সব্বাইকে!
দোয়া করি, এমন মজারু কার্টুন আঁকতে আঁকতে ঘরবাড়ির সাদা দেয়াল এমন কি সাদা টিশার্টগুলোও ভরিয়ে ফেলা হোক
আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আয়নামতি। চেষ্টা করবো নিশ্চয়ই।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ সুজন্দা,
শুভ নববর্ষ সচলায়তন।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ নববর্ষ সাক্ষী সত্যানন্দ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ সুজনদা।
শুভ নববর্ষ , সোহাগ (যাচাই করা হয়নি) !
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ নববর্ষ
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
শুভ নববর্ষ, মরুদ্যান।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
facebook
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে ধনিয়া পাতা। সপ্তাহান্তে একটা করে কমিক স্ট্রিপ উপহার দেয়ার ভঙ্গীকারের জন্য কি দেয়া যায় ভাবছি।
দারুণ!
নতুন বছরের শুভেচ্ছা সবাইকেই। এই বছরটা সবার জন্য মঙ্গলময় হোক।
রায়দুর্লভ আর জগৎশেঠের সাথে কি বদ্রু-খাঁ'র গোফজোড়াও বদলী হয়েছে?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন বছরের সবচেয়ে বড় উপহার আপনার সপ্তাহান্তে একটা করে কমিক স্ট্রিপ উপহার দেয়ার ভঙ্গীকার!!!
____________________________
নতুন মন্তব্য করুন