ভাইবারমান্না

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: সোম, ২৩/০২/২০১৫ - ৪:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গদির কলা খাইবা রে?
আইসো তবে ভাইবারে।


মন্তব্য

সাইদ এর ছবি

মিজান, পিষে ফ্যালো

অতিথি লেখক এর ছবি

মিজান, পিষে ফ্যালো
পল্টিশিয়াল: সুযোগ-সুবিধামাফিক বিভিন্ন দলের কাছে-পিছে ঘুরে বেড়ানো বহুরূপী ধান্দাবাজ-পল্টিবাজ।

কড়িকাঠুরে

শব্দ পথিক এর ছবি

মিজান, পিষে ফ্যালো

----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য

এক লহমা এর ছবি

মিজান, পিষে ফ্যালো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মাসুদ সজীব এর ছবি

সুশীলানুভূতির মামলা খাবেন সুজন ভাই চোখ টিপি । গুণীদের সম্মান করতে শিখুন, এ প্রজন্ম গুণীদের সম্মান করতে জানে না গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

শেহাব এর ছবি

মিজান, পিষে ফ্যালো

অনুপম ত্রিবেদি এর ছবি

পুরাই গুল্লি গুল্লি গুল্লি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

সেই রকম হইছে।

স্বয়ম

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

মান্না,
ভাই, ভাইরে, তুমি-
ভাইবারে
ভাইরাসে
কারাবাসে?

অতিথি লেখক এর ছবি

উনি কিন্তু আধুনিক সুশীল!!!

-----------
রাধাকান্ত

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

রাসিক রেজা নাহিয়েন

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহাহা। মোক্ষম! দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মিজান, পিষে ফ্যালো

আবদার: নয়া ইমো চাই পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অছ্যুৎ বলাই এর ছবি

মান্না ভাই, রেডি হন!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

তিনার চরিত্র আসলে ফুলের মত পবিত্র। ঐ সব ফোনালাপ সব সরকার আর তার নাস্তিক দোসরদের সুক্ষ ষড়যন্ত্র। বিশ্বাস না করলে তেঁতুল হুজুররে কাছ থেকে তিনাই চারিত্রিক সার্টিফিকেট যোগাড় করে দেখাবেন কিন্তু।
সুজন ভাই, নন ডাক্তরদের সাথে ডাক্তর সুশীলদের উপরও পোস্ট দেয়ার অনুরোধ থাকল।

- পামাআলে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।