'দাদৈতিহাসিক ' একটি প্রাগৈতিহাসিক চিত্র-প্রকল্প। এর সাথে বর্তমান কালের কোন ঘটনা,রটনা বা চরিত্রের কোন সম্পর্ক নেই। তারপরও যদি কেউ কোন মিল পান তা নিতান্তই কালের বিভ্রম বা কাকতালিয়।
দাদৈতিহাসিকের পটভূমি এবং এর চরিত্রগুলো সম্পর্কে জানতে
হলে দাদুস্কোপ-১ ও দাদুস্কোপ-২ লিংকে দেখুন।
মন্তব্য
দুষ্ট আর সুশীল ছাড়া এই ঘরে কেউ নাই!
দুষ্ট আর সুশীল ছাড়া জগতে যা বাকী থাকে তারা সবাই নির্বোধ সুশীল না হয় অবোধ অধীর ,তারা ঘরে থাকলেও যা না থাকলেও তাই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বাড়াবাড়ি রকম দামি কথা বলে ফেলেছেন! আমি মনে হয় অবোধ অধীরের দলে। আসলেই আমরা ঘরে থাকলেও যা, না থাকলেও তা।
দুষ্ট - সুশীল ভাই ভাই।
মহল ছাড়া উপায় নাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ঠিক!
মহল মহতী
মহল শকতি
মহল ভকতি চাই.....
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
মহলে কোন লীলা চলে?
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ইদানিং জলপাই লেহন-লীলা চলিতেছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
- চোষ্য-চর্বকম্মও চলে নি?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হায় হায় হায় হায়রে
সুজন একী আঁকলো রে
দিলে তো সব মাটি-
একাত্তরের হায়েনা রে
তাঁবুর তলে ঘাপটি মেরে
চোষে জলপাই আটি।
ভালো বলেছেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সেইরকম!
সেমিনারে লীলা চলে।
আবার লিখবো হয়তো কোন দিন
সুযম দা, আফনেরে নোটম আর ডিউক অব ঢাকাটন উটকাইতাছে। তাগোরে আমি কইয়া দিছি আফনেরে এইহানে পাউন যায়।
এখটা খামের খাম খোরছেন, ভাগ বাই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
নতুন মন্তব্য করুন