আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৪

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২৯/১১/২০০৭ - ৫:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৪আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৪

ব্লগারেষু বিপ্লব রহমানের 'লাশ কাটা ঘর'পড়ে ছোটবেলার অনেক ঘটনা মনে পড়ে গেল। আমার ১টা উদ্ভট অভ্যাস ছিল,গোরস্থানে খুব ঘুরতাম। কারণ জানি না তবে খারাপও লাগতো না ভয়ও লাগতো না। খলিলুল্লাহরে চিনতাম তখন থেকেই,অনেক লম্বা ছিল লোকটা কুজা হয়ে থাকতো,দেখলে মনে হতো আমার দিকেই আগায়ে আসতেছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম আর ভাবতাম লোকটা মরা মানুষ খায় ! উনি আমারে দেইখা
ফোকলা দাঁত দেখায়ে হাসতেন।

আজকে ড্রইংটা করার পর মনে হলো খলিলুল্লাহ ফোকলা দাঁতে অট্টহাসি দিলেন।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

খলিলুল্লাহ কইলজা খাইতো এইটা শুনছিলাম, কিন্তু কইলজা খাওয়া যে একটা ভয়ঙ্কর ব্যাপার সেইটা বুঝতাম না। আমারে খুবই আদর করতো। একদিন খলিলুল্লাহর কোলেও উঠছিলাম। বন্ধু জহির ভয়ে দৌড় দিছিল। পরে খলিলুল্লাহ বাসায় দিয়া গেছিল।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুবিনয় মুস্তফী এর ছবি

এতো লুঙ্গি পরা ফ্রাংকেন্সটাইনের মত লাগে দেখি!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সুজন চৌধুরী এর ছবি

ঠিক কইছেন দাদা, তবে লোকটা খুবি নিরীহ ছিলো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অমিত এর ছবি

খাড়ান, বুকে একটা ফু দিয়া নেই আগে...

হাসান মোরশেদ এর ছবি

উনারে জাতীয় হিরো ঘোষনা করা উচিত
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দুর্দান্ত এর ছবি

ছবির ফ্রাঙ্কেন্সটাইনের বাম হাতে কি ধরা? পরিস্থিতি 'খাসি' মনে হইতেছে।

নজমুল আলবাব এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

খলিল মরা মানুষের কলজে খেতো
মানুষ মেরে খেতো না
মরে যাওয়া মানুষের ভেতর থেকে খুলে নিতো কলজে মাংস
তবু তাকে আমরা অনেকেই ভয় পাই- ঘৃণা করি

কিন্তু যারা জ্যান্ত মানুষের কলজে খায়
কিংবা কলজে খেতে খেতে মানুষকে মরে ফেলে
সেইসব গ্রামীণ ব্যাংক আর মাইক্রোক্রেডিটওয়ালাদেরকে কি আমরা ভয় পেতে কিংবা ঘৃণা করতে শিখেছি?

ইশতিয়াক রউফ এর ছবি

"১/১১ এর পরবর্তী সময়ে ইতিহাসের ক্রান্তিলগ্নে হাল ধরা দেশপ্রেমিক জলপাইয়ের পৌরুষ ছিনিয়ে তাকে খচ্চর করলো কে, জাতির অন্ডকোষের কাছে আজ এই প্রশ্ন।"

বিপ্লব রহমান এর ছবি

জট্টিল! দেঁতো হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই এর ছবি

সুজনদা, তার মাথায় টুপি ছিলো না?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সবজান্তা এর ছবি

যাক বাঁচা গেলো চোখ টিপি

প্রথমে তো আমি ভাবসিলাম , একাই ভাবসি এইটা অন্ডকোষ, আর বাকি সবাই বুইঝা ফালাইসে যে এইটা কইলজা।

এখন দেখি না, আমার দলেও লোক আসে দেঁতো হাসি
-----------------------------------------------
অলমিতি বিস্তারেণ

অছ্যুৎ বলাই এর ছবি

ওইটা তো অন্ডকোষই। কলিজায় কি পশম থাকে নাকি? আর কলিজা তো খেয়েই ফেলে, এতক্ষণ হাতে নিয়ে ঘুরবে কোন পাগলে! সে আসলে দ্বিধায় আছে, এটাও খাওয়া যায় কিনা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কালোবিড়াল এর ছবি

ধুরো মিয়ারা, কি সব শরমের কথা কন। পুরুষ প্রজাতির রহস্য সব ফাস কইরা দিতেছেন ব্লগে।

অয়ন এর ছবি

অন্ডকোষ হাতে দ্বিধান্বিত খলিল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।